Index

ইসাইয়া - Chapter 58

1 মুক্তকণ্ঠে চিৎকার কর, ক্ষান্ত হয়ো না কখনও ; তুরির মত উচ্চধ্বনি তোল ; আমার জনগণকে তাদের বিদ্রোহ-কর্মের কথা, যাকোবকুলকে তাদের পাপের কথা ঘোষণা কর।
2 তারা দিনের পর দিন আমাকে খোঁজ করে থাকে, আমার পথগুলি জানতে বাসনা করে —তেমন এক দেশের মানুষের মত যারা ধর্মময়তা পালন করে, যারা তাদের আপন পরমেশ্বরের বিচার ত্যাগ করেনি; তারা ধর্মশাসন যাচনা করে, পরমেশ্বরের সান্নিধ্য আকাঙ্ক্ষা করে।
3 “আমরা কেন উপবাস করব, যখন তুমি তা দেখ না? কেন দেহসংযম করব, যখন তুমি তা লক্ষ কর না?' দেখ, তোমাদের উপবাস-দিনে তোমরা তো যা খুশি তাই কর তোমাদের সকল মজুরকে অত্যাচার কর।
4 দেখ, তোমরা ঝগড়া-বিবাদের মধ্যেই তো উপবাস করে থাক, কুদৃষ্টিতে ঘুসাঘুসি করে অপরকে আঘাত কর। আজকের মত তেমন উপবাস করলে তোমরা ঊর্ধ্বলোকে তোমাদের কণ্ঠস্বর কখনও শোনাতে পারবে না।
5 আমার সন্তোষজনক উপবাস কি এই প্রকার ? মানুষের দেহসংযমের দিন কি এই প্রকার ? নলখাগড়ার মত মাথা হেঁট করা, চট ও ছাই বিছিয়ে দেওয়া, তুমি কি একেই উপবাস ও প্রভুর গ্রহণীয় দিন বল?
6 বরং অন্যায্যতার গিঁট খুলে দেওয়া, জোয়ালের বন্ধন মুক্ত করা, অত্যাচারিতকে স্বাধীন করে ছেড়ে দেওয়া, যত জোয়াল ছিন্ন করা--এ কি আমার সন্তোষজনক উপবাস নয় ?
7 ক্ষুধিতের সঙ্গে তোমার খাবার ভাগ করে নেওয়া, গৃহহীন দীনহীনকে আশ্রয় দেওয়া, উলঙ্গকে দেখলে তাকে বস্ত্র পরিয়ে দেওয়া, তোমার আপন জাতির মানুষের প্রতি বিমুখ না হওয়া—এও কি নয়?
8 তবেই তোমার আলো উষার মত উজ্জ্বল প্রকাশ পাবে, তোমার ক্ষত শীঘ্রই সেরে উঠবে! তোমার আগে আগে ধর্মময়তা চলবে, আর প্রভুর গৌরব তোমার পিছু পিছু চলবে।
9 তখন তুমি ডাকবে আর প্রভু সাড়া দেবেন তুমি চিৎকার করবে আর তিনি বলবেন: 'এই যে আমি!' তোমার মধ্য থেকে যদি জোয়াল, অঙুলিতর্জন ও শঠতাপূর্ণ কখন দূর করে দাও,
10 যদি ক্ষুধিতের জন্য নিজেকে বিলিয়ে দাও, যদি দুঃখীর অভাব মিটিয়ে দাও, তবে অন্ধকারের মধ্যে তোমার আলো উজ্জ্বল হয়ে উঠবে, তোমার তমসা মধ্যাহ্নের মত হবে।
11 প্রভু তোমাকে নিত্যই চালনা করবেন, দগ্ধ ভূমিতে তোমার প্রাণ পরিতৃপ্ত করবেন, তোমার হাড় পুনরুজ্জীবিত করে তুলবেন, আর তুমি জলসিক্ত উদ্যানের মত হবে, এমন উৎসধারার মত হবে, যার জল কখনও শুষ্ক হয় না।
12 তোমার বংশের মানুষ প্রাচীন ধ্বংসস্তূপ পুনর্নির্মাণ করবে, পুরাকালের ভিত্তিমূল আবার গেঁথে তুলবে। তুমি ভগ্নস্থান-সংস্কারক বলে অভিহিত হবে, নিবাসের জন্য ধ্বংসিত পথের উদ্ধারকর্তা বলে পরিচিত হবে।
13 যদি তুমি সাব্বাৎ-লঙ্ঘন থেকে তোমার পা ফেরাও, যদি আমার উদ্দেশে পবিত্র সেই দিনে ইচ্ছামত ব্যবহার না কর, যদি সাব্বাথকে 'পুলক' ও প্রভুর উদ্দেশে পবিত্র দিনকে 'গৌরবমণ্ডিত বল, যদি তোমার নিজের পথে না চলে, ইচ্ছামত ব্যবহার না করে, ও অসার কথা না বলে দিনটিকে গৌরবমণ্ডিত কর,
14 তবে তুমি প্রভুতেই পুলক পাবে; এবং আমি এমনটি করব, যেন তুমি দেশের উচ্চস্থানগুলিতে চড় ও তোমার পিতা যাকোবের উত্তরাধিকার ভোগ কর, কারণ প্রভুর মুখ একথা উচ্চারণ করেছে।