Index

ইসাইয়া - Chapter 17

1 দামাস্কাস সংক্রান্ত দৈববাণী। দেখ, দামাস্কাস শহরগুলোর তালিকা থেকে উচ্ছিন্ন হতে যাচ্ছে, তা ধ্বংসস্তূপের টিপি হবে।
2 তার শহরগুলো চিরকালের মত পরিত্যক্ত হয়ে যত পশুপালের চারণভূমি হবে; পশুরা সেখানে শুইবে, কেউ তাদের ভয় দেখাবে না।
3 এফ্ৰাইম থেকে দুর্গটা নিশ্চিহ্ন করা হবে, ও দামাস্কাস থেকে তার রাজ-অধিকার কেড়ে নেওয়া হবে; এবং ইস্রায়েলীয়দের গৌরবের যেমন দশা হয়েছে, আরামীয়দের অবশিষ্টাংশের তেমন দশা হবে, — সেনাবাহিনীর প্রভুর উক্তি।
4 যখন সেই দিন আসবে, তখন যাকোবের গৌরব সঙ্কুচিত হবে, তার হৃষ্টপুষ্ট দেহ শীর্ণ হবে।
5 এমনটি ঘটবে, যেমন শস্যকাটিয়ে হাত বাড়িয়ে শিষ কেটে শস্য সংগ্রহ করে ; কিংবা যেমন রেফাইম উপত্যকায় লোকে পড়ে থাকা শিষ কুড়োয়।
6 কিছুই থাকবে না, কেবল সামান্য কিছুই অবশিষ্ট থাকবে, যেমনটি ঘটে জলপাই গাছ থেকে ঝেড়ে নেওয়ার সময়ে : একটা গাছের চূড়ায় দু' তিনটে ফল, ফলবান একটা শাখার উপরে চার পাঁচটা ফল। — ইস্রায়েলের পরমেশ্বর প্রভুর উক্তি।
7 সেদিন মানুষ আপন নির্মাতার দিকে দৃষ্টি রাখবে, তার চোখ ইস্রায়েলের সেই পবিত্রজনের প্রতি নিবদ্ধ থাকবে।
8 নিজের হাতের কাজ সেই যজ্ঞবেদির দিকে সে আর দৃষ্টি রাখবে না, তার চোখও নিজের আঙুলের তৈরী বস্তু সেই পবিত্র দণ্ডগুলো বা নানা ধূপবেদির প্রতি নিবন্ধ থাকবে না।
9 সেদিন তোমার সকল দৃঢ়দুর্গের দশা জঙ্গলে ও কাঁটাঝোপে পরিত্যক্ত সেই শহরগুলোরই দশার মত হবে, যেগুলিকে হিব্বীয় ও আমোরীয় ইস্রায়েল সন্তানদের আগমনে ত্যাগ করেছিল; সবই হবে উৎসপ্নস্থান।
10 যেহেতু তুমি তোমার ত্রাণেশ্বরকে ভুলে গেছ, ও তোমার দৃঢ়দুর্গ সেই শৈলকে স্মরণ করনি, সেজন্য তুমি সুন্দর সুন্দর চারাগাছ পুঁতছ ও তা বিদেশী কলমের সঙ্গে লাগাচ্ছ;
11 তুমি দিনমানে সেগুলিকে পোঁত, সেগুলিকে বাড়তে দেখ, পরদিন সকালে তোমার সমস্ত বীজও অঙ্কুরিত হতে দেখ, কিন্তু অসুস্থতা ও নিরাময়ের অতীত এমন ব্যথার দিনে তার ফসল মিলিয়ে যাবে।
12 হায়! বহুজাতির কোলাহল : তারা সমুদ্র-কল্লোলের মত কল্লোল করছে ; হায়! বহুদেশের গর্জন! তারা প্রবল বন্যার গর্জনের মত গর্জন করছে।
13 দেশগুলি মহাসাগরের গর্জনের মত গর্জন করছে, কিন্তু প্রভু তাদের ধমক দিলেই তারা দূরে পালাচ্ছে : এবং বাতাসের সামনে তুষই যেন তারা পর্বতে তাড়িত হয়, ঝড়ের সামনে ধুলার পাকের মত বিতাড়িত হয়।
14 সন্ধ্যাকালে আকস্মিক সন্ত্রাস উপস্থিত, ভোরের আগে তারা আর নেই। এ-ই আমাদের অপহারকদের ভাগ্য, এ-ই আমাদের লুটেরাদের দশা।