Index

ইসাইয়া - Chapter 34

1 জাতিসকল, কাছে এসে শোন ; দেশগুলি, মনোযোগ দিয়ে শোন শুনুক পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে, জগৎ ও তার মধ্যে যা কিছু উৎপন্ন হয়।
2 কারণ প্রভু সকল দেশের উপরে ক্রুদ্ধ, তাদের সমস্ত সৈন্যদলের উপরে রুষ্ট ; তিনি তাদের বিনাশ-মানতের বস্তু করলেন, হত্যাকাণ্ডে তাদের তুলে দিলেন।
3 তাদের নিহতদের বাইরে ফেলা দেওয়া হচ্ছে, তাদের শবের দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে, তাদের রক্ত পর্বত পর্বত বেয়ে ঝরছে।
4 আকাশের সমস্ত বাহিনী উবে যাচ্ছে, আকাশমণ্ডল একটা লিপি-পত্রের মত গুটিয়ে দেওয়া হচ্ছে: আঙুরলতার পতিত পল্লবের মত, ডুমুরগাছের জীর্ণ পাতার মত তার যত জ্যোতিষ্ক শীর্ণ হয়ে পড়ছে।
5 কেননা স্বর্গে আমার খড়া মত্ত হয়েছে ; দেখ, তা এদোমের উপরে পড়ছে, এমন জাতির উপরে, যাকে শাস্তির উদ্দেশ্যে বিনাশ-মানতের বস্তু করা হল।
6 প্রভুর খরণ রক্তে ভরা, চর্বিতে মাখা, —মেষশাবক ও ছাগের রঙে ভরা, ভেড়ার মেটের চর্বিতে মাখা—কেননা বস্ত্রাতে প্রভুর উদ্দেশে এক যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এদোম দেশে বিরাট পশুবধ।
7 তাদের সঙ্গে মহিষও মারা পড়ছে, ষাঁড়ের সঙ্গে বাছুর তাদের দেশ রক্তভরা, ধুলা চর্বিতে মাখা।
8 কারণ এই দিন প্রভুর প্রতিশোধের দিন, এই বর্ষ সিয়োনের বিরোধীর উপর প্রতিফল-বর্ষ।
9 সেই দেশের যত জলস্রোত আলকাতরায়, তার ধুলা গন্ধকে পরিণত হবে, তার ভূমি জ্বলন্ত আলকাতরা হবে।
10 তা দিনরাত কখনও নিভবে না, তার ধোঁয়া চিরকাল উঠতে থাকবে : তা পুরুষানুক্রমে জনশূন্য থাকবে, সেখান দিয়ে কেউই আর কখনও যাবে না।
11 পানিভেলা ও শজারুই তা অধিকার করে নেবে, পেচক ও দাঁড়কাক সেখানে বাসা বাঁধবে ; তার উপরে প্রভু ঘোরের দড়ি ও শূন্যতার ওলনসুতো ধরবেন।
12 সেখানে রাজ-অধিকার ঘোষণা করতে রাজপুরুষ কেউই আর থাকবে না : সেখানকার সমস্ত সমাজনেতার চিহ্নমাত্র থাকবে না।
13 তার প্রাসাদগুলিতে কাঁটাগাছ, তার সমস্ত দুর্গে বিছুটি ও শেয়ালকাঁটা গজিয়ে উঠবে : দেশটা হবে শিয়ালের আস্তানা, উটপাখির মাঠ।
14 বনবিড়াল নেকড়ের সঙ্গে মিলবে, ছাগ একে অপরকে ডাকবে, নিশাচরও সেখানে বাস করে শান্ত বিশ্রামস্থান পাবে।
15 সেখানে সাপ বাসা করে ডিম পাড়বে, তা ফুটিয়ে শাবকদের নিজের ছায়ায় জড় করবে ; সেখানে চিলও যার যার সঙ্গিনীর খোঁজে সমবেত হবে।
16 তোমরা প্রভুর পুস্তকে অনুসন্ধান কর, তা পড়; এগুলোর একটাও অনুপস্থিত হবে না, এগুলো কেউই সঙ্গী-বঞ্চিত থাকবে না: কারণ তাঁরই মুখ তেমন আজ্ঞা জারি করেছে, তাঁরই প্রেরণা এগুলোকে জড় করছে।
17 তিনি গুলিবাঁট করে সেগুলোকে যার যার অধিকার দিলেন, তাঁর হাত সূক্ষ্মরূপে প্রত্যেকটির অংশ নিরূপণ করলেন, সেগুলো তা অধিকার করবে চিরকাল ধরে, পুরুষানুক্রমে সেখানে বাস করবে।