1 সাগর-নিকটবর্তী মরুপ্রান্তর সংক্রান্ত দৈববাণী। নেগেবের উপরে যেমন ঝঞ্ঝা মহাবেগে বয়, তেমনি মরুপ্রান্তর থেকে, ভয়ঙ্কর এক দেশ থেকেই সেই ব্যক্তি আসছে।
2 এক নিদারুণ দর্শন আমাকে দেখানো হল : বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা করছে, বিনাশক বিনাশ করছে। হে এলামীয়েরা, এগিয়ে যাও; হে মেদীয়েরা, অবরোধ কর ! আমি সমস্ত বিলাপ বন্ধ করে দিলাম।
3 এজন্য আমার কটিদেশ যন্ত্রণায় আক্রান্ত, প্রসবিনীর ব্যথার মত ব্যথা আমাকে ধরল ; আমি এতই বিহ্বল যে, শুনতে চাই না ; এতটাই ভীত যে, দেখতে চাই না।
4 আমার হৃদয় দিশেহারা, নিরাশা আমাকে দখল করছে ; আমি যে সন্ধ্যাকাল ভালবাসতাম, তা আমার কাছে হয়ে গেছে সন্ত্রাস।
5 ভোজনপাট সাজানো হল, প্রহরীরা সজাগ, খাওয়া-দাওয়া চলছে। “হে অধিনায়কেরা, ওঠ; ঢালে তেল মাখ!'
6 কেননা প্রভু আমাকে একথা বললেন, “যাও, একজন প্রহরী মোতায়েন রাখ, সে যা যা দেখবে, তা জানিয়ে দিক,
7 সে অশ্বারোহী দল দেখবে, জোড় জোড় করে অশ্বারোহীকে, গাধায় চড়ে এমন লোকের দল, উটে চড়ে এমন লোকের দল দেখবে, সে খুবই সতর্কতার সঙ্গে লক্ষ করুক, খুবই সতর্কতার সঙ্গে!
8 তখন প্রহরী চিৎকার করে বলল, 'প্রভু, আমি সারাদিন ধরে নিরন্তর গ্রহরী দুর্গে দাঁড়িয়ে থাকি আমি সারারাত ধরে আমার প্রহরা স্থানে পায়ে দাঁড়িয়ে থাকি।
9 ওই দেখ, এক দল অশ্বারোহী আসছে, জোড় জোড় করে অশ্বারোহী আসছে।' তারা চিৎকার করে বলছে, "পতন হয়েছে, হ্যাঁ, বাবিলনের পতন হয়েছে ! তার দেব-দেবীর সকল মূর্তি ভূমিসাৎ হল!'
10 হে আমার আপন জাতি, তুমি যে চূর্ণবিচূর্ণ, আমার নিজের খামারে মাড়াই করা সন্তান আমার! আমি ইস্রায়েলের পরমেশ্বর সেই সেনাবাহিনীর প্রভুর কাছ থেকে যা কিছু শুনেছি, তা তোমাদের জানিয়েছি।
11 দুমা সংক্রান্ত দৈববাণী। সেইর থেকে কে যেন আমার দিকে চিৎকার করে বলছে : "প্রহরী, রাত কত? প্রহরী, রাত কত?”
12 প্রহরী উত্তরে বলে : ‘প্রভাত আসছে, পরে আবার রাত আসবে ; তোমরা জিজ্ঞাসা করতে চাইলে জিজ্ঞাসা কর; ফের, এখানে এসো!'
13 আরাবা সংক্রান্ত দৈববাণী। হে দেদানীয় পথযাত্রী সবল, তোমরা যারা আরাবায় বনের মধ্যে রাত কাটাও,
14 পিপাসিতদের সঙ্গে দেখা করার সময় তাদের জন্য জল নিয়ে যাও। হে তেমা-দেশবাসী, পলাতকদের সঙ্গে সাক্ষাৎ করার সময় তাদের জন্য রুটি নিয়ে যাও।
15 কেননা তারা খড়্গোর সামনে থেকে, ধারালো খড়ের সামনে থেকে, টানা ধনুকের সামনে থেকে, ও তুমুল যুদ্ধের সামনে থেকে পালিয়ে যাচ্ছে।
16 কেননা প্রভু আমাকে একথা বললেন : ‘বেতনজীবীর বছর অনুসারে আর এক বছর-কাল, পরে কেদারের সমস্ত গৌরব লুপ্ত হবে।
17 আর কেদারীয় যোদ্ধা সেই তীরন্দাজদের হাত থেকে যারা রেহাই পাবে, তারা অল্পসংখ্যকই হবে, কারণ প্রভু, ইস্রায়েলের পরমেশ্বর, একথা বলেছেন।