Index

ইসাইয়া - Chapter 63

1 ইনি কে, এদোম থেকে যিনি আসছেন, বস্রা থেকে যিনি আসছেন রক্তবর্ণ বসন পরে ? ইনি কে, আপন পোশাকে যিনি উজ্জ্বল? আপন শক্তির পূর্ণতায় যিনি গম্ভীরভাবে এগিয়ে আসছেন ? এই আমি! ধর্মময়তায় আমি কথা বলি, পরিত্রাণ সাধন করতে আমি মহান।
2 তোমার পোশাক রক্তবর্ণ কেন? মাড়াইকুণ্ডে আঙুর যে মাড়াই করে, তোমার বসন তার বসনের মত কেন ?
3 মাড়াইকুণ্ডে আমি একাই আঙুর মাড়াই করলাম, আমার আপন জাতির কেউই ছিল না আমার সঙ্গে, ক্রুদ্ধ হয়ে তাদের মাড়াই করলাম, রুষ্ট হয়ে তাদের পদদলিত করলাম। ছিটকে পড়ল আমার বসনে তাদের রক্ত, আমার সমস্ত পোশাক হল কলঙ্কিত,
4 কারণ আমার অন্তরে ছিল প্রতিশোধের দিন, এসে গেছেই আমার মুক্তিকর্মের সন।
5 চেয়ে দেখলাম : সাহায্য করতে ছিল না কেউ ; স্তম্ভিত হলাম : সমর্থক ছিল না কেউ। তখন আমার আপন বাহুই ত্রাণ করল আমায়, আমার রোষ, তা-ই হল আমার সমর্থক।
6 ক্রুদ্ধ হয়ে আমি তাদের মাড়িয়ে দিলাম, রুষ্ট হয়ে তাদের চূর্ণবিচূর্ণ করলাম, তাদের রক্ত মাটিতে ঝরালাম।
7 আমি প্রভুর কৃপাধারার কীর্তন করব, —প্রভুর প্রশংসাগান, আমাদের প্রতি তিনি যা কিছু করেছেন, তার গুণকীর্তন করব। ইস্রায়েলকুলের প্রতি তিনি কেমন মহামঙ্গলময় ! তিনি তাঁর স্নেহ অনুসারে আমাদের প্রতি ব্যবহার করলেন, হ্যাঁ, তাঁর মহাকৃপা অনুসারেই ব্যবহার করলেন।
8 তিনি বললেন, 'এরা সত্যিই আমার আপন জনগণ, এমন সন্তান, যারা আমাকে আশাভ্রষ্ট করবে না।' তাই তিনি হলেন তাদের ত্রাণকর্তা।
9 তাদের সকল সঙ্কটে সাধারণ এক দূত বা স্বর্গদূত যে তাদের ত্রাণ করল, এমন নয়, তাঁর আপন শ্রীমুখই বরং তাদের পরিত্রাণ করল ; ভালবাসা ও স্নেহ দেখিয়ে তিনি নিজেই তাদের মুক্তি সাধন করলেন; তাদের তুলে নিজের কাছে বহন করে নিলেন অতীতকালের সমস্ত দিন ধরে।
10 কিন্তু তারা বিদ্রোহ করল, তাঁর পবিত্র আত্মাকে দুঃখ দিল তাই তিনি হলেন তাদের শত্রু, নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন।
11 তখন তারা সেই প্রাচীনকালের দিনগুলির কথা স্মরণ করল, তাঁর দাস মোশীর কথা মনে করল। তিনি কোথায়, যিনি তাঁর মেষপালের পালককে জল থেকে বের করে আনলেন? তিনি কোথায়, যিনি তাঁর অন্তরে তাঁর আপন পবিত্র আত্মাকে রাখলেন,
12 যিনি মোশীর ডান পাশে তাঁর আপন গৌরবময় বাহু চলতে দিলেন, যিনি নিজের জন্য চিরন্তন সুনাম অর্জন করার জন্য তাদের সামনে জলরাশি বিভক্ত করলেন,
13 যিনি মরুপ্রান্তরে একটা অশ্বের মত জলরাশির মধ্য দিয়ে তাদের চালনা করলেন? তারা কেউই হোঁচট খায়নি,
14 যেমনটি পশুপাল উপত্যকার মধ্য দিয়ে সহজে নেমে আসে। হ্যাঁ, প্রভুর আত্মাই বিশ্রামের দিকে তাদের চালনা করল। এভাবেই তুমি গৌরবময় সুনাম অর্জন করার জন্য তোমার জনগণকে চালনা করলে।
15 স্বর্গ থেকে চেয়ে দেখ, তোমার পবিত্র গৌরবময় সেই আবাস থেকে দৃষ্টিপাত কর। কোথায় তোমার উদ্যোগ, তোমার পরাক্রম? তোমার সেই অন্তরঙ্গ মমতা ও তোমার সেই স্নেহ, তা কি আমার বেলায় ফুরিয়ে গেছে?
16 তুমি তো আমাদের পিতা। যদিও আব্রাহাম আমাদের আর চেনেন না, যদিও ইস্রায়েল আমাদের আর স্বীকার করেন না, তবু তুমি, প্রভু, আমাদের পিতা, অনাদিকাল থেকে আমাদের মুক্তিসাধকই তোমার নাম !
17 প্রভু, আমরা তোমার সমস্ত পথ ছেড়ে ভ্রান্ত হব, তুমি কেন এমনটি হতে দিচ্ছ? আমাদের হৃদয় তোমাকে আর ভয় করবে না, তুমি কেন এমন কঠিন করছ আমাদের হৃদয়? তোমার আপন দাসদের খাতিরে, তোমার আপন উত্তরাধিকার সেই গোষ্ঠীগুলোর খাতিরে ফিরে এসো !
18 তোমার জনগণ এত অল্পকালেই তোমার পবিত্র স্থান অধিকার করল, আমাদের বিরোধীরা তোমার পবিত্রধাম মাড়িয়ে দিল।
19 আমরা এখন হয়েছি তাদেরই মত, যাদের উপর তুমি কখনও কর্তৃত্ব করনি, যারা আপন ব'লে কখনও বহন করেনি তোমার আপন নাম। আহা, তুমি যদি আকাশমণ্ডল বিদীর্ণ করে নেমে আসতে ! তবে তোমার সম্মুখে পর্বতমালা কেঁপে উঠত।