Index

ইসাইয়া - Chapter 24

1 দেখ, প্রভু পৃথিবীকে শূন্যস্থান করছেন, তা মরুভূমি করছেন, ভূমণ্ডল উল্টিয়ে ফেলছেন, তার অধিবাসীদের বিক্ষিপ্ত করছেন।
2 এই দশা ভোগ করবে প্রজা ও যাজক, দাস ও কর্তা, দাসী ও কর্ত্রী, ক্রেতা ও বিক্রেতা, পাওনাদার ও দেনাদার, ঋণ দিয়েছে ও ঋণ নিয়েছে উভয়েই।
3 পৃথিবী একেবারে লুণ্ঠিত হবে, সবই লুটতরাজ, কারণ প্রভু এই বাণী উচ্চারণ করেছেন।
4 পৃথিবী শোকাকুল, নিস্তেজ, জগৎ ম্লান, নিস্তেজ, আকাশ ও পৃথিবী দু'টোই মিলে ম্লান!
5 পৃথিবী তার আপন অধিবাসীদের পদতলে কলুষিত, কারণ তারা সমস্ত বিধান লঙ্ঘন করেছে, বিধি অমান্য করেছে, চিরন্তন সন্ধি ভঙ্গ করেছে।
6 এজন্য অভিশাপ পৃথিবীকে গ্রাস করছে, ও তার অধিবাসীরা এর দণ্ড বহন করছে; এজন্য পৃথিবীর অধিবাসীরা দক্ষ হল, কেবল স্বল্প লোক অবশিষ্ট রইল।
7 নতুন আঙুররস শোকাকুল, আঙুরখেত ম্লান ; যারা একদিন প্রফুল্লচিত্ত ছিল, তারা সবাই এখন দীর্ঘশ্বাস ফেলছে।
8 খঞ্জনির আনন্দ এবার ক্ষান্ত হয়েছে, শেষ হয়েছে উল্লাসীদের কোলাহল, বীণার আনন্দ এবার ক্ষান্ত হয়েছে।
9 গানে গানে কেউই আর আঙুররস খায় না, যে কেউ উগ্র পানীয় পান করে, তা তিত্তই লাগে তার মুখে।
10 শূন্যতার নগরী এবার শুধু ধ্বংসস্তূপ, রুদ্ধই প্রতিটি ঘরের প্রবেশপথ।
11 রাস্তা-ঘাটে সবার চিৎকার—আঙুররস আর নেই ! সমস্ত আনন্দ মিলিয়ে গেল, দেশ থেকে পুলক নির্বাসিত হল।
12 নগরীতে শুধু রয়েছে ধ্বংসন, টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে আছে তার তোরণদ্বার।
13 কেননা পৃথিবীর কেন্দ্রস্থলে, জাতিসকলের মাঝে এমনটি ঘটবে, ঠিক যেমন ঘটে জলপাইগাছ ঝাড়বার সময়ে, ঠিক যেমন ঘটে আঙুর-সংগ্রহকাল শেষে পড়ে থাকা আঙুরফল জড় করার সময়ে।
14 ওরা জোর গলায় চিৎকার করবে, প্রভুর প্রতাপের উদ্দেশে হর্ষধ্বনি তুলবে, পশ্চিম থেকে উচ্চধ্বনি শোনাবে।
15 তাই পুব থেকে তোমরা প্রভুর গৌরবকীর্তন কর, সমুদ্রের যত দ্বীপপুঞ্জে ইস্রায়েলের পরমেশ্বর প্রভুর নামকীর্তন কর।
16 পৃথিবীর চরম প্রান্ত থেকে আমরা শুনেছি এই সামগান :
‘সেই ধার্মিকেরই জয়!'
শেষ সংগ্রাম
কিন্তু আমি ভাবলাম, 'হায় হায় ! হায়, আমাকে ধিক!'
বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করেছে,
হ্যাঁ, বিশ্বাসঘাতকেরা দারুণ বিশ্বাসঘাতকতা করেছে!
17 হে মর্তবাসী, সন্ত্রাস, গহ্বর, ফাঁদ এবার অনিবার্য।
18 যে কেউ সন্ত্রাসের চিৎকার থেকে পালিয়ে রেহাই পাবে, সে সেই গহ্বরে পড়বে, যে কেউ গহ্বর থেকে উঠে আসবে, সে সেই ফাঁদে ধরা পড়বে। উর্ধ্বের সমস্ত জলদ্বার খুলে গেল, পৃথিবীর ভিত কেঁপে উঠল।
19 একটা ফাটল—পৃথিবী ফেটে গেল ; একটা ঝাঁকুনি—পৃথিবী কেঁকে উঠল। একটা কাঁপন—পৃথিবী কম্পিত হল।
20 পৃথিবী মাতালের মত টলটলাবে, টোঙের মত দোলবে ; তার উপরে তার শঠতার ভার এমনই হবে যে, তার পতন হবে, সে আর কখনও উঠতে পারবে না।
21 সেদিন এমনটি ঘটবে, প্রভু ঊর্ধ্বলোকে ঊর্ধ্বের সেনাদলকে তার যোগ্য শান্তি দেবেন, ও মর্তলোকে মর্ত-রাজাদের তাদের যোগ্য প্রতিফল দেবেন।
22 তাদের সকলকে একটা গর্তের মধ্যে জড় করে বন্দি করা হবে, একটা কারাগারে রুদ্ধ করা হবে, আর বহুদিন পরে তাদের কৈফিয়ত দিতে হবে।
23 তখন চন্দ্র মলিন হবে ও সূর্য লজ্জিত হবে, কারণ সিয়োন পর্বতে ও যেরুসালেমে সেনাবাহিনীর স্বয়ং প্রভুই রাজা, ও তাঁর প্রবীণদের সামনে তিনি গৌরবমণ্ডিত।