Index

ইসাইয়া - Chapter 49

1 শোন, দ্বীপপুঞ্জ : মনোযোগ দিয়ে শোন, সুদূর জাতিসকল : প্রভু মাতৃগর্ভ থেকে আমাকে ডেকেছেন, মাতৃবক্ষ থেকে তিনি উল্লেখ করেছেন আমার নাম।
2 তিনি আমার মুখ তীক্ষ্ণ খড়্গোরই মত করলেন, আপন হাতের ছায়ায় আমাকে লুকিয়ে রাখলেন, আমাকে ধারালো একটা তীর করলেন, আপন তৃণেই আমাকে আবৃত করলেন।
3 তিনি আমাকে বললেন, 'ইস্রায়েল, তুমি আমার আপন দাস, তোমাতেই আমার কান্তি প্রকাশ করব।'
4 কিন্তু আমি বললাম, "আমার পরিশ্রম বৃথাই গেছে, অকারণে ও অনর্থই আমার শক্তি ব্যয় করেছি। তবু আমার বিচার যে প্রভুরই কাছে, আমার শ্রমের ফল যে আমার পরমেশ্বরের কাছে, একথা নিশ্চিত।
5 আর এখন সেই প্রভু কথা বললেন, যিনি মাতৃগর্ভ থেকে আপন দাসরূপে আমাকে গড়েছেন, যেন যাকোবকে তাঁর কাছে ফিরিয়ে আনি, ও তাঁর সঙ্গে ইস্রায়েলকে পুনর্মিলিত করি, —বাস্তবিকই প্রভুর দৃষ্টিতে আমি গৌরবের পাত্র হয়েছি, পরমেশ্বরই হলেন আমার শক্তি।
6 তিনি বললেন : "যাকোবের সমস্ত গোষ্ঠী পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, ইস্রায়েলের অবশিষ্টাংশ ফিরিয়ে আনার জন্যই যে তুমি আমার দাস, তা তোমার পক্ষে যথেষ্ট নয়। তাই আমি তোমাকে দেশগুলির জন্য আলোরূপে নিযুক্ত করব, তুমি যেন পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত হও আমার পরিত্রাণ।'
7 যে ব্যক্তির প্রাণ অবজ্ঞার পাত্র, যে ব্যক্তি দেশগুলোর বিতৃষ্ণার বস্তু, ক্ষমতাশালীদের সেই দাসের কাছে একথা বলছেন প্রভু, ইস্রায়েলের মুক্তিসাধক, সেই পবিত্রজন নেতৃবৃন্দ দেখে প্রণিপাত করবে, রাজারা দেখে উঠে দাড়াবে, তারা সেই প্রভুরই জন্য তা-ই করবে, বিশ্বস্ত যিনি, তা-ই করবে ইস্রায়েলের সেই পবিত্রজনেরই জন্য, যিনি তোমাকে বেছে নিলেন।
8 প্রভু একথা বলছেন, প্রসন্নতার সময়ে তোমাকে দিয়েছি সাড়া, তোমার সহায়তা করেছি পরিত্রাণের দিনে, আমি তোমাকে গড়েছি, জনগণের জন্য সন্ধিরূপে তোমাকে নিযুক্ত করেছি। তুমি যেন দেশের পুনরুত্থান সাধন কর, যেন সেই উৎসব সম্পদ পুনরধিকার কর,
9 তুমি যেন বন্দিদের বল, 'বেরিয়ে এসো,' যারা অন্ধকারে রয়েছে, তাদের যেন বল, ‘আলোতে এসো।’ তারা চরে বেড়াবে যত পথে, গাছশূন্য সমস্ত পাহাড়ে পাবে চারণভূমি,
10 তারা কখনও ক্ষুধার্ত তৃষ্ণার্ত হবে না, উত্তপ্ত বাতাস ও রোদ তাদের কখনও আঘাত করবে না। কারণ যিনি তাদের প্রতি স্নেহশীল, তিনি নিজেই তাদের চালনা করবেন, তিনি তাদের চালিত করবেন জলের উৎসধারার কূলে।
11 আমি সমস্ত পর্বত পথেই পরিণত করব, আমার রাস্তা সকল উঁচু করা হবে।
12 ওই দেখ, এরা দূর থেকে আসছে ; ওই দেখ, ওরা উত্তর ও পশ্চিম থেকে, আবার ওরা আসুয়ান দেশ থেকে আসছে।
13 সানন্দে চিৎকার কর, আকাশমণ্ডল : পৃথিবী, মেতে ওঠ, আনন্দচিৎকারে ফেটে পড়, পর্বতমালা, কারণ প্রভু তাঁর আপন জনগণকে সান্ত্বনা দেন, তাঁর দীনদুঃখীদের স্নেহ করেন।
14 কিন্তু সিয়োন বলল, 'প্রভু আমাকে ত্যাগ করেছেন, প্রভু আমাকে ভুলে গেছেন।'
15 কোন নারী কি নিজের কোলের শিশুকে ভুলে যেতে পারে ? নিজের গর্ভজাত সন্তানকে কি স্নেহ না করে পারে ? তারা যদিও ভুলে যায়, আমি তোমাকে ভুলব না।
16 দেখ, আমি আমার আপন হাতের তালুতেই তোমাকে খোদাই করেছি, তোমার নগরপ্রাচীর সর্বদাই আমার সামনে আছে।
17 যারা তোমাকে পুনর্নির্মাণ করবে, তারা ছুটে আসছে, তোমার ধ্বংসন ও বিনাশ-সাধকেরা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে।
18 তুমি চারদিকে চোখ তুলে দেখ, এরা সকলে সমবেত হচ্ছে, তোমারই কাছে আসছে। "আমার জীবনের দিব্যি—প্রভুর উক্তি— তুমি ভূষণের মত এদের সকলকে পরে নেবে, কনের অলঙ্কারের মত এদের সকলকে ধারণ করবে।'
19 কেননা তোমার ধ্বংসস্তূপ, তোমার ভগ্নস্থান ও তোমার উৎসন্ন দেশ তোমার অধিবাসীদের পক্ষে এখন থেকে বেশি সঙ্কীর্ণ হয়ে পড়বে, এবং যারা তোমাকে গ্রাস করছিল, তারা দূরে থাকবে।
20 যাদের কাছ থেকে তুমি বঞ্চিতা হয়েছিলে সেই সন্তানেরা তোমার কানে আবার বলবে : আমার পক্ষে এই স্থান সঙ্কীর্ণ ; সর, বাস করার মত আমাকে জায়গা দাও।'
21 তখন তুমি ভাববে : “আমার এই সকলের পিতা কে? আমি তো সস্তান-বঞ্চিতা, বন্ধ্যাই ছিলাম; আমি তো নির্বাসিতা, গৃহছাড়াই ছিলাম ; এদের কে লালন-পালন করেছে? দেখ, আমি একাকিনী হয়ে পড়েছিলাম, তবে এরা কোথা থেকে এল?”
22 প্রভু পরমেশ্বর একথা বলছেন, 'দেখ, হাত দিয়ে আমি দেশগুলিকে ইশারা করব, জাতিসকলের জন্য একটা নিশানা উত্তোলন করব: তারা তোমার সন্তানদের কোলে করেই ফিরিয়ে আনবে, তোমার কন্যাদের কাঁধে করেই বহন করবে।
23 রাজারাই হবে তোমার প্রতিপালক পিতা, তাদের রাজকন্যারা হবে তোমার ধাইমা। তারা মাটিতে অধমুখ হয়ে তোমার সম্মুখে প্রণিপাত করবে, তোমার পায়ের ধুলা চেটে খাবে ; তখন তুমি জানবে যে : আমিই প্রভু, যারা আমাতে প্রত্যাশা রাখে, তাদের লজ্জিত হতে হবে না!'
24 বীরের কাছ থেকে কি লুটের মাল কেড়ে নেওয়া যায়? বন্দি কি দুরন্তের হাত থেকে কখনও মুক্তি পেতে পারে ?
25 অথচ প্রভু একথা বলছেন : বীরের বন্দিকে কেড়ে নেওয়াই হবে, দুরন্তের লুটের মাল মুক্ত করাই হবে; তোমার বিরোধীদের আমিই বিরোধিতা করব; তোমার সন্তানদের আমিই ত্রাণ করব।
26 তোমার অত্যাচারীদের আমি তাদের নিজেদের দেহমাংস খেতে বাধ্য করব, তারা নতুন আঙুররসের মত নিজেদের রক্তেই মত্ত হবে। তখন সমস্ত মানবকুল জানতে পারবে যে, আমিই প্রভু, তোমার পরিত্রাতা, তোমার মুক্তিসাধক, যাকোবের বীর।