1 যে বছর উজ্জিয়া রাজার মৃত্যু হয়, সেই বছরে আমি দেখতে পেলাম, উচ্চ ও উন্নত এক সিংহাসনে প্রভু সমাসীন। মন্দির তাঁর বসনের প্রান্তভাগে পরিপূর্ণ।
2 তাঁর উর্ধ্বে রয়েছে এক দল সেরাফ, তাঁদের প্রত্যেকের ছ'টা করে ডানা দু'টো ডানা দিয়ে তাঁরা নিজ মুখ ঢেকে রাখছেন, দু'টো ডানা দিয়ে পা ঢেকে রাখছেন, দু'টো ডানা দিয়ে উড়ে যাচ্ছেন।
3 তাঁরা উচ্চকণ্ঠে একে অপরকে বলছিলেন, 'পবিত্র, পবিত্র, পবিত্র সেনাবাহিনীর প্রভু। সমগ্র পৃথিবী তাঁর গৌরবে পরিপূর্ণ।'
4 তাঁদের উচ্চকণ্ঠের স্বরধ্বনিতে প্রবেশদ্বারের কবাট কাঁপছিল, একইসময়ে গৃহ ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে উঠল।
5 আমি তখন বলে উঠলাম, 'হায়, এবার আমার বিনাশ উপস্থিত! আমি যে অশুচি ওষ্ঠ-মানুষ, আমি যে অশুচি ওষ্ঠ-জাতির মাঝে বাস করছি; অথচ আমার চোখ রাজাকে, সেনাবাহিনীর সেই প্রভুকে দেখল।'
6 তখন সেরাফদের একজন আমার কাছে উড়ে এলেন, তাঁর হাতে এক টুকরো জ্বলন্ত অঙ্গার, তা তিনি চিমটে দিয়ে বেদির উপর থেকে নিয়েছিলেন।
7 তা দিয়ে তিনি আমার মুখ স্পর্শ করে বললেন, 'দেখ, এ তোমার ওষ্ঠ স্পর্শ করেছে, তোমার শঠতা ঘুচে গেল, তোমার পাপের প্রায়শ্চিত্ত হল।
8 পরে আমি প্রভুর কণ্ঠ শুনতে পেলাম, তিনি বলছিলেন, 'কাকে আমি প্রেরণ করব? আমাদের হয়ে কেইবা যাবে?' আমি উত্তর দিয়ে বললাম, 'এই যে আমি, আমাকে প্রেরণ কর।'
9 তিনি বললেন, “তবে যাও, এই জনগণকে বল : তোমরা শুনতে থাক, কিন্তু কখনও বুঝো না! তোমরা দেখতে থাক, কিন্তু কখনও উদ্বুদ্ধ হয়ো না !
10 তুমি এই জনগণের হৃদয় স্থূল কর, এদের কান খাটো কর, এদের চোখ বন্ধ করে দাও, পাছে এরা চোখে দেখতে পায়, কানে শুনতে পায়, হৃদয়ে বোঝে, এবং পথ ফিরিয়ে নিরাময় হয়।'
11 আমি বললাম, 'প্রভু, কতদিন ধরে?' তিনি উত্তরে বললেন, 'যতদিন না শহরগুলো বিধ্বস্ত ও নিবাস-বিহীন হয়, বাড়ি-ঘর জনশূন্য হয়, ভূমি ধ্বংসস্থান হয়ে একেবারে উৎসন্ন হয়,
12 সেনাবাহিনীর প্রভু লোকদের দূর করেন, দেশ সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়, ততদিন ধরে।
13 তার দশ ভাগের এক ভাগ অবশিষ্ট থাকলে তাও দাহনে আবার গ্রাস করা হবে, সেই ওক্ ও তার্পিন গাছের মত, যার পতন হলে তার শুধু গুঁড়ি থাকে; বস্তুত এই জাতির মূলকাণ্ড হবে পবিত্র এক বংশ।'