Index

ইসাইয়া - Chapter 15

1 মোয়াব সংক্রান্ত দৈববাণী। আহা, একরাতেই ধ্বংসিতা হয়ে আর মোয়াব এখন নিস্তব্ধ : আহা, একরাতেই ধ্বংসিতা হয়ে কির মোয়াব এখন নিস্তব্ধ !
2 চোখের জল ফেলতে দিবোনের লোকেরা উচ্চস্থানগুলিতে গিয়েছে: নেবোর উপরে ও মেদেবার উপরে মোয়াব বিলাপ করছে ; সকলের মাথা মুণ্ডিত, প্রত্যেকের দাড়ি কাটা।
3 রাস্তায় রাস্তায় তারা চটের কাপড় পরে থাকে; তাদের ছাদের উপরে, তাদের চত্বরে চত্বরে প্রত্যেকে বিলাপ করছে, চোখের জল ফেলতে ফেলতে নিঃশেষিত হচ্ছে।
4 হেসবোন ও এলেয়ালে হাহাকার করছে, তাদের চিৎকারের সুর যাহাস পর্যন্তই গিয়ে পৌঁছে। এজন্য মোয়াবের যোদ্ধারা শিহরিত, ও তার মধ্যে তার প্রাণ কম্পান্বিত।
5 মোয়াবের জন্য আমার হৃদয় হাহাকার করছে; তার পলাতকেরা জোয়ার পর্যন্ত, প্রায় এপ্লাৎ-শেলিশিয়া পর্যন্তই এসে পৌঁছেছে। তারা লুহিতের আরোহণ-পথ দিয়ে উঠতে উঠতে চোখের জল ফেলছে, হোরোনাইমের পথে মর্মান্তিক ভাবে হাহাকার করছে।
6 নিম্নিমের জলাশয় মরুপ্রান্তর হল; ঘাস শুষ্ক হল, নবীন ঘাসও শেষ হল, সবুজ বলতে আর কিছু নেই!
7 এজন্য তারা যে ধন উপার্জন করেছে ও সঞ্চয় করেছে, ঝাউগাছ-জলাশয়ের ওপারে তা বহন করছে।
8 আহা, মোয়াবের গোটা অঞ্চল জুড়েই সেই হাহাকার ধ্বনিত হচ্ছে; তার চিৎকার এপ্লাইম পর্যন্ত, বের-এলিম পর্যন্তও তার সেই চিৎকার গিয়ে পৌঁছে।
9 দিমোনের জলাশয় রক্তে পরিপূর্ণ, কিন্তু আমি দিমোনকে আরও অমঙ্গলকর আঘাতে আঘাত করব— মোয়াবে যারা রেহাই পাবে, তাদের জন্য ও দেশভূমির অবশিষ্টাংশের জন্য এক সিংহ প্রেরণ করব।