Index

যেরেমিয়া - Chapter 9

1 হায়, মরুপ্রান্তরে কে আমাকে রাত্রিযাপনের জন্য আশ্রয় দেবে? তাহলে আমি আমার স্বজাতিকে ছেড়ে দূরে চলেই যেতাম, তারা সকলেই যে ব্যভিচারী, সকলেই যে বিশ্বাসঘাতকের দল!
2 তারা জিহ্বা বাঁকায় ধনুকের মত, দেশ জুড়ে সত্য নয়, মিথ্যাই বিজয়ী। তারা অপকর্ম থেকে অপকর্মের মধ্যে পা বাড়ায় কিন্তু আমাকে জানে না—প্রভুর উক্তি।
3 প্রত্যেকে নিজ নিজ বন্ধুর বিষয়ে সাবধান থাকুক ! কোন ভাইয়ের উপর ভরসা রেখো না, কারণ প্রত্যেক ভাই যাকোবের মত প্রবঞ্চনাকারী, প্রত্যেক বন্ধু পরনিন্দা করে বেড়ায়।
4 বন্ধু বন্ধুর প্রতি হলনা খাটায়, কেউই সত্যকথা বলে না। তারা তাদের জিহ্বাকে মিথ্যাকথা বলতে দক্ষ করেছে, যত কষ্ট স্বীকার করে অপকর্ম করে চলে।
5 তোমার জীবন ছলনার মধ্যে যাপিত জীবন: তাদের ছলনায় তারা আমাকে জানতে অসম্মত—প্রভুর উক্তি।
6 এজন্য সেনাবাহিনীর প্রশ্ন একথা বলছেন দেখ, আমি তাদের নিখাদ করব, তাদের যাচাই করব: অপকর্মের সামনে আমি আমার জাতি-কন্যার প্রতি কেমন ব্যবহার করব?
7 তাদের জিহ্বা মারাত্মক তীর, তাদের মুখের কথা সবই ছলনা। প্রত্যেকে প্রতিবেশীকে শাস্তির কথা শোনায়, কিন্তু মনে মনে তার জন্য ফাঁদ পাতে।
8 তেমন কর্মের জন্য আমি কি তাদের প্রতিফল দেব না? —প্রভুর উক্তি— আমার প্রাণ কি তেমন জাতির উপর প্রতিশোধ নেবে না?
9 আমি পাহাড়পর্বতের জন্য কান্না ও হাহাকার করব, প্রান্তরের চারণভূমির জন্য বিলাপ করব, কারণ সেগুলো দগ্ধ, সেখান দিয়ে আর কেউই যায় না, গবাদি পশুর সুরও আর শোনা যায় না। আকাশের পাখি ও পশু—সবই পালিয়ে গেছে, সবই চলে গেছে।
10 আমি যেরুসালেমকে ধ্বংসস্তূপ করব, তাকে শিয়ালের আস্তানা করব: যুদার শহরগুলিকে অধিবাসীবিহীন ধ্বংসস্থান করব।
11 এসব কিছু বুঝতে পারে, এমন প্রজ্ঞাবান কে? প্রভুর নিজের মুখ থেকে বাণী শুনে তা প্রচার করতে পারে, এমন মানুষ কে? কেন দেশ বিধ্বস্ত? কেন পথিকবিহীন প্রান্তরের মত উৎসন্ন?
12 প্রভু একথা বলছেন। কারণটা এ তারা আমার সেই নির্দেশবাণী ত্যাগ করেছে, যা আমি তাদের সামনে রেখেছিলাম; তারা আমার বাণীতে কান দেয়নি, তার অনুসরণও করেনি,
13 বরং নিজ নিজ হৃদয়ের জেদের ও বায়াল-দেবদের অনুগামী হয়েছে, যাদের কথা তাদের পিতৃপুরুষেরা তাদের শিখিয়েছিল।
14 এজন্য সেনাবাহিনীর প্রভু, ইস্রায়েলের পরমেশ্বর, একথা বলছেন: 'দেখ, আমি এই জনগণকে নাগদানা খাওয়াব, বিষযুক্ত জল পান করাব;
15 তারা ও তাদের পিতৃপুরুষেরা যাদের জানেনি, এমন বিজাতীয়দের মধ্যে তাদের বিক্ষিপ্ত করব, এবং তাদের পিছু পিছু খরা প্রেরণ করব, যতদিন না তাদের নিশ্চিহ্ন করি।'
16 সেনাবাহিনীর প্রভু একথা বলছেন : বিলাপকারিণীর দল ডাকতে তৈরী হও! আসুক তারা! যারা সুদক্ষ, তাদেরই ডেকে আন! ছুটে আসুক তারা!
17 শীঘ্রই এসে আমাদের উপর বিলাপগান ধরুক। আমাদের চোখ অশ্রুজলে ভেসে যাক, আমাদের চোখের পাতা বেয়ে অশ্রুধারা ঝরতে থাকুক।
18 কারণ সিয়োন থেকে এই বিলাপের সুর ধ্বনিত হচ্ছে: হায়, আমাদের কেমন বিনাশ, হায়, আমাদের কেমন নিদারুণ লজ্জা, আমরা যে দেশছাড়া হতে বাধ্য, শত্রু যে আমাদের আবাসগুলো ভূমিসাৎ করল!'
19 তাই, হে স্ত্রীলোকসকল, প্রভুর বাণী শোন তোমাদের কান তাঁর মুখের বাণী গ্রহণ করুক। তোমাদের কন্যাদের শেখাও হাহাকার করতে, একে অপরকে শেখাও বিলাপগান :
20 মৃত্যু আমাদের জানালায় উঠল, আমাদের প্রাসাদে প্রবেশ করল, রাস্তা-ঘাটে বালকদের উচ্ছেদ, শহরের খোলা জায়গায় যুবকদের নিপাত।
21 তুমি কথা বল! এই যে প্রভুর উক্তি : মানুষের শব মাঠে সারের মত ফেলানো রয়েছে, তাদের লাশ শস্যকাটিয়ের পিছনে পড়ে থাকা আটির মত, তাদের সংগ্রহ করবে এমন কেউ নেই।'
22 প্রভু একথা বলছেন : 'প্রজ্ঞাবান নিজের প্রজ্ঞায় গর্ব না করুক, বলবান তার বলে গর্ব না করুক, ধনবান তার ধনে গর্ব না করুক।
23 কিন্তু যে কেউ গর্ব করতে চায়, সে এতে পর্ব করুক যে, তার সুবুদ্ধি আছে ও সে আমাকে জানে, কেননা আমি প্রভু, যিনি কৃপা, ন্যায় ও ধর্মময়তা অনুসারে পৃথিবীতে কাজ করেন; হ্যাঁ, এতেই আমি প্রীত!' প্রভুর উক্তি।
24 দেখ, এমন দিনগুলি আসছে—প্রভুর উক্তি—যখন সেই পরিচ্ছেদিতদের শাস্তি দেব যারা কেবল দেহেই অপরিচ্ছেদিত:
25 আমি মিশর, যুদা, এদোম, আঘোনীয়দের, মোয়াবীয়দের, ও কেশকোণ মুণ্ডিত সেই প্রান্তরবাসীদের সকলকেই শাস্তি দেব, কেননা এই সকল জাতি ও গোটা ইস্রায়েলবুল হৃদয়ে অপরিচ্ছেদিত।'