Index

যেরেমিয়া - Chapter 10

1 হে ইস্রায়েলকুল, প্রভু তোমাদের উদ্দেশ করে যে কথা বলছেন, তা শোন।
2 প্রভু একথা বলছেন : “তোমরা জাতিগুলির ব্যবহার আপন করে নিয়ো না, আকাশের নানা লক্ষণ-চিহ্নে ভয় পেয়ো না, বাস্তবিক বিজাতীয়রাই সেগুলিতে ভয় পায়।
3 কেননা জাতিগুলির বিধিনিয়ম অসার, তা কেবল বনে কাটা কাঠের মত, যা তারই হাতের কাজ, যে কাটালি দিয়ে কাজ করে।
4 তা রুপো ও সোনায় অলঙ্কৃত, আবার হাতুড়ি দিয়ে পেরেক মেরে তা শক্ত করা হয় যেন না নড়ে।
5 সেই সকল মূর্তি তরমুজখেতে কাকতাড়ুয়া মাত্র : সেগুলি কথা বলতে পারে না, সেগুলিকে বইতেই হয়, যেহেতু নিজেরাই চলতে পারে না। তোমরা সেগুলিতে ভয় পেয়ো না, কারণ সেগুলি কোন অমঙ্গল ঘটাতে পারে না, মঙ্গলও ঘটাতে অক্ষম।'
6 প্রভু, তোমার মত কেউই নেই : তুমি মহান, তোমার নামের পরাক্রমও মহান।
7 হে সর্বদেশের রাজা, কে তোমাকে ভয় করবে না? তা তোমার প্রাপ্য, কেননা দেশগুলোর সমস্ত প্রজ্ঞাবান লোকের মধ্যে তাদের সকল রাজ্যের মধ্যে তোমার মত কেউ নেই।
8 তারা একাধারে নির্বোধ ও জেদি ; তাদের ধর্মতত্ত্ব অসার, কাঠমাত্র।
9 সেগুলো তার্সিস থেকে আনা রুপোর পাতমাত্র, ওফির থেকে আনা সোনামাত্র, কারুশিল্পীর তৈরী ও স্বর্ণকারের হাতের কাজমাত্র, নীল ও বেগুনি সেগুলির পোশাক, সেইসব নিপুণ শিল্পীদের কাজ।
10 কিন্তু প্রভু পরমেশ্বর যিনি, তিনি সত্য! তিনিই জীবনময় পরমেশ্বর ও সনাতন রাজা; তাঁর ক্রোধে পৃথিবী কম্পিত হয়, তাঁর কোপে জাতিগুলি দাঁড়াতে পারে না।
11 তোমরা ওদের একথা বলবে : 'যে দেবতারা আকাশ ও পৃথিবী গড়েনি, তারা পৃথিবী থেকে ও আকাশের নিচ থেকে নিশ্চিহ্ন হবে।'
12 প্রতাপবলে তিনি পৃথিবী পড়েছেন, তাঁর প্রজ্ঞাবলে জগৎ দৃঢ়প্রতিষ্ঠিত করেছেন, তাঁর সুবুদ্ধিবলে আকাশ বিস্তৃত করেছেন।
13 তিনি বজ্রনাদ করলে আকাশে জলরাশি গর্জন করে; তিনি পৃথিবীর প্রান্ত থেকে মেঘমালা উঠিয়ে আনেন ; তিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ গড়েন, তার ভাণ্ডার থেকে বের করে আনেন বাতাস।
14 তাতে প্রতিটি মানুষ বিহ্বল হয়ে পড়ে, আর কিছুই বোঝে না, প্রতিটি স্বর্ণকার নিজ নিজ মূর্তিগুলির জন্য দিশেহারা হয়ে পড়ে, কারণ তার ছাঁচে ঢালাই করা বস্তু মিথ্যামাত্র, সেগুলোতে প্রাণবায়ু নেই।
15 সেইসব কিছু অসার, তাচ্ছিল্যের বস্তু : সেগুলির শাস্তির দিনে সেগুলি লোপ পাবে।
16 যিনি যাকোবের উত্তরাধিকার, তিনি তেমন নন, কারণ তিনি সমস্ত বস্তুর নির্মাতা, সেই ইস্রায়েলেরও নির্মাতা, যা তাঁর উত্তরাধিকারের গোষ্ঠী ; সেনাবাহিনীর প্রভু, এ-ই তাঁর নাম !
17 হে অবরুদ্ধা তোমার দেশ ছেড়ে চলে যাবার জন্য তোমার দ্রব্য-সামগ্রী জড় কর,
18 কেননা প্রভু একথা বলছেন : "দেখ, আমি এবার দেশের অধিবাসীদের দূরেই ছুড়ব; তাদের এমন সঙ্কটাপন্ন করব, যেন তারা আমাকে পেতে পারে।'
19 আমাকে ধিক্ ! আমার কেমন ক্ষত! আমার ঘা প্রতিকারের অতীত। অথচ আমি ভেবেছিলাম : 'এ এমন ব্যথা, যা সহ্য করতে পারি।'
20 আমার তাঁবু বিধ্বস্ত, আমার সকল দড়ি ছেঁড়া, আমার সন্তানেরা আমাকে ছেড়ে চলে গেল, তারা আর নেই। আমার তাঁবু আবার গাড়বে ও আমার পরদাগুলি বিস্তৃত করবে এমন একজনও নেই।
21 পালকেরা বুদ্ধিহীন হয়ে পড়েছে, তারা প্রভুর অন্বেষণ করেনি; এজন্য তাদের সমৃদ্ধি হয়নি, তাদের সমস্ত পালও বিক্ষিপ্ত হয়ে পড়েছে।
22 এমন কোলাহলের সুর শোনা যাচ্ছে, যা এগিয়ে আসছে ! উত্তরদিক থেকে বড় কলরব আসছে; তা যুদার শহরগুলি উৎসন্ন করবে, সেগুলিকে করবে শিয়ালদের বাসস্থান।
23 প্রভু, আমি জানি, মানুষের গতিপথ তার বশে নয়, যে হেঁটে চলে, নিজের পদক্ষেপ চালিত করাও তার বশে নয়।
24 প্রভু, আমাকে সংশোধন কর — কিন্তু ন্যায়সঙ্গত ভাবে, ক্রুদ্ধ হয়ে নয়, পাছে তুমি আমাকে টলমান কর।
25 তোমার কোপ সেই বিজাতীয়দের উপরেই ঢেলে দাও, যারা তোমাকে জানে না, সেই সমস্ত মানবগোষ্ঠীর উপরেও, যারা করে না তোমার নাম ; কারণ তারা যাকোবকে গ্রাস করেছে, গ্রাস ক'রে তাকে নিঃশেষ করেছে, ও ধ্বংস করেছে তার বাসস্থান।