Index

যেরেমিয়া - Chapter 3

1 কেউ নিজের স্ত্রীকে ত্যাগ করার পর সেই স্ত্রী তার সঙ্গ ছেড়ে যদি অন্য পুরুষের হয়, তার স্বামীর কি আবার তার কাছে ফিরে যাওয়ার অধিকার আছে? তেমন দেশ কি সম্পূর্ণরূপেই কলুষিত হয়নি? আচ্ছা, তুমি বহু প্রেমিকের সঙ্গে ব্যভিচার করেছ আর এখন আমার কাছে ফিরতে সাহস করছ!—প্রভুর উক্তি।
2 চোখ তুলে গাছশূন্য যত পর্বতের দিকে তাকাও : কোন স্থানেই বা তোমার সতীত্ব লঙ্ঘন হয়নি? তুমি তো মরুপ্রান্তরে একজন আরবীয়ের মত রাস্তা-ঘাটে ওদের অপেক্ষায় বসে ছিলে; তোমার ব্যভিচার ও তোমার দুষ্কর্মে তুমি দেশ কলুষিত করেছে।
3 এজন্যই বৃষ্টিধারা বন্ধ করা হয়েছে, এজন্যই শেষ বর্ষাও হয়নি। কিন্তু তুমি তোমার বেশ্যাগিরির স্পর্ধা রক্ষা করেছ, তোমার লজ্জাবোধের কোন ইঙ্গিতও হয়নি।
4 তুমি কি এইমাত্র আমাকে উদ্দেশ করে চিৎকার করে বলনি, “পিতা আমার, তুমিই আমার তরুণ বয়সের সখা ?
5 তিনি কি তাঁর ক্ষোভ রাখবেন চিরকাল ধরে ? শেষ পর্যন্তই কি তাঁর ক্রোধ বজায় রাখবেন?” তুমি একথা বলই বটে, অথচ জেদি হয়ে যথাসাধ্য অপকর্ম করে চল।”
6 যোসিয়া রাজার সময়ে প্রভু আমাকে বললেন, 'সেই বিদ্রোহিণী ইস্রায়েল যা করেছে, তা কি তুমি দেখেছ? সে প্রতিটি উচ্চস্থানের উপরে ও প্রতিটি সবুজ গাছের তলায় গিয়ে সেই সকল জায়গায় বেশ্যাগিরি করেছে।
7 আমি ভাবছিলাম, সেইসব কিছু করার পর সে আমার কাছে ফিরে আসবে; কিন্তু সে ফিরে আসেনি। আর তার বোন সেই অবিশ্বস্তা খুদা তা দেখল,
8 হ্যাঁ, সেও দেখল যে, তার সেই ব্যভিচারের কারণেই আমি বিদ্রোহিণী ইসায়েলকে ত্যাগপত্র দিয়ে ত্যাগ করেছি, কিন্তু তার বোন সেই অবিশ্বস্তা যুদা কিছুতেই ভয় পেল না; এমনকি সেও গিয়ে বেশ্যাগিরি করতে লাগল ;
9 এবং তার নির্লজ্জ বেশ্যাগিরিতে পৃথিবী নিজেই কলুষিত; সে পাথর ও কাঠের সঙ্গেই ব্যভিচার করেছে।
10 এমনটি হলেও তার বোন সেই অবিশ্বস্তা যুদা সমস্ত হৃদয় দিয়ে নয়, কেবল কপটতার সঙ্গেই আমার প্রতি ফিরেছে। প্রভুর উক্তি।
11 প্রভু আমাকে বললেন, 'অবিশ্বস্তা যুদার চেয়ে বিদ্রোহিণী ইস্রায়েল নিজেকে বেশি ধার্মিক দেখিয়েছে।
12 তুমি যাও, এই সকল কথা উত্তরদিকে প্রচার কর : বল : হে বিদ্রোহিণী ইস্রায়েল, ফিরে এসো—প্রভুর উক্তি—ভ্রূক্ষেপ করব না কো তোমার প্রতি ; কেননা আমি কৃপাময় প্রভুর উক্তি — ক্রোধ থাকবে না কো চিরকাল।
13 তুমি কেবল তোমার শঠতা স্বীকার কর, কেননা তুমি তোমার পরমেশ্বর প্রভুর প্রতি অবিশ্বস্তা হয়েছ, যত সবুজ গাছের তলায় বিদেশী দেবতাদের প্রতি প্রেম ছড়িয়েছ, ও আমার প্রতি বাধ্য হওনি—প্রভুর উক্তি।
14 হে পথভ্রষ্ট সন্তানেরা, ফিরে এসো— প্রভুর উক্তি—কেননা আমিই তোমাদের মনিব। আমি প্রতি শহর থেকে একজন ও প্রতি গোত্র থেকে একজন ক'রে বেছে নিয়ে তোমাদের সিয়োনে ফিরিয়ে আনব।
15 আমি তোমাদের আমার হৃদয়ের মত পালকদের দেব তারা সজ্ঞানে ও সুবুদ্ধিতে তোমাদের চরাবে।
16 আর সেসময়ে, যখন তোমরা দেশে বহুসংখ্যক ও ফলবান হবে—প্রভুর উক্তি- তখন “প্রভুর সন্ধি-মঞ্জুষা” একথা লোকে আর বলবে না, তা কারও মনে আসবে না, তারা তা স্মরণে আনবে না, তার কথা ভেবে কেউ দুঃখ করবে না, এবং তা পুনরায় তৈরি করা হবে না।
17 সেসময়ে যেরুসালেম প্রভুর সিংহাসন বলে অভিহিতা হবে, এবং যেরুসালেমকে দেওয়া প্রভুর নামের খাতিরে সকল দেশ তার দিকে ভেসে আসবে, আর তারা তাদের ধূর্ত হৃদয়ের কাঠিন্য অনুসারে আর চলবে না।
18 'সেই দিনগুলিতে যুদাকুল ইস্রায়েলকুলের সঙ্গে যোগ দেবে, আর তারা মিলে উত্তর দেশ থেকে সেই দেশে ফিরে আসবে, যা আমি উত্তরাধিকাররূপে তোমাদের পিতৃপুরুষদের দিয়েছি।'
19 আমি ভাবছিলাম, কেমন করে আমি তোমাকে আমার সন্তানদের মধ্যে স্থান দেব? আমি মনোমোহন এক দেশ তোমাকে দেব, দেব এমন এক উত্তরাধিকার, যা সকল দেশের মধ্যে সবচেয়ে সুন্দর। আমি ভাবছিলাম, তোমরা আমাকে বলবে “পিতা আমার!” এবং আমার অনুসরণ করায় কখনও ক্ষান্ত হবে না।
20 কিন্তু এমন স্ত্রীলোকের মত যে প্রেমিকের প্রতি অবিশ্বস্তা হয়, হে ইস্রায়েলকুল, তোমরা আমার প্রতি অবিশ্বস্ত হয়েছ।' প্রভুর উক্তি।
21 গাছশূন্য যত উপপর্বতে এক স্বর ধ্বনিত হচ্ছে, তা ইস্রায়েল সন্তানদের কান্না ও হাহাকারের সুর! কারণ তারা তাদের যত পথ কুটিল করেছে, তাদের আপন পরমেশ্বর প্রভুকে ভুলে গেছে।
22 “হে পথভ্রষ্ট সন্তানেরা, ফিরে এসো, আমি তোমাদের বিদ্রোহ-কর্ম নিরাময় করব।' এই যে, আমরা তোমার কাছে আসছি, তুমিই যে আমাদের পরমেশ্বর প্রভু!
23 সত্যি, যত উপপর্বত মিথ্যামাত্র, পর্বতের যত কোলাহলও মিথ্যামাত্র ; সত্যি, আমাদের পরমেশ্বর প্রভূতেই রয়েছে ইস্রায়েলের পরিত্রাণ!
24 সেই লজ্জাই আমাদের বাল্যকাল থেকে আমাদের পিতৃপুরুষদের শ্রমফলকে, তাঁদের মেঘের পাল ও গবাদি পশুকে, তাঁদের পুত্রকন্যাদের গ্রাস করেছে।
25 এসো, আমাদের লজ্জায় শুয়ে পড়ি, আমাদের দুর্নাম আমাদের আচ্ছন্ন করুক; কারণ আমাদের যৌবনকাল থেকে আজকের দিন পর্যন্ত আমরা এবং আমাদের পিতৃপুরুষেরা আমাদের পরমেশ্বর প্রভুর বিরুদ্ধে পাপ করেছি, এবং আমাদের পরমেশ্বর প্রভুর কন্ঠে কান দিইনি।'