1 হিন্ধিয়ার সন্তান যেরেমিয়ার বাণী; যে যাজকেরা বেঞ্জামিন-এলাকায় আনাথোতে বসবাস করতেন, তিনি তাঁদের একজন।
2 আমোনের সন্তান যুদা রাজ যোসিয়ার সময়ে, তাঁর রাজত্বকালের ত্রয়োদশ বর্ষে,
3 — সুতরাং যোসিয়ার সন্তান যুদা রাজ যেহোইয়াকিমেরও সময়ে, ঘোসিয়ার সন্তান যুদা-রাজ সেদেকিয়ার একাদশ বর্ষের শেষ পর্যন্ত, অর্থাৎ পঞ্চম মাসে যেরুসালেমকে দেশছাড়া-কাল পর্যন্ত—প্রভুর বাণী যেরেমিয়ার কাছে এসে উপস্থিত হল।
4 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
5 "মাতৃগর্ভে তোমাকে গড়ার আগেই আমি তোমাকে জানতাম ; তুমি জন্ম নেবার আগেই আমি তোমাকে আমার উদ্দেশে পবিত্রীকৃত করে রেখেছি। আমি তোমাকে দেশগুলোর কাছে নবীরূপে নিযুক্ত করেছি।'
6 তখন আমি বললাম, ‘আঃ আঃ, প্রভু পরমেশ্বর ! দেখ, আমি জানি না কেমন করে কথা বলতে হয়, আমি তো বালকমাত্র।
7 কিন্তু প্রভু আমাকে বললেন, “আমি বালক” এমন কথা বলো না, আমি বরং তোমাকে যেইখানে প্রেরণ করব না কেন, তুমি সেখানে যাবে, এবং তোমাকে যা বলতে আজ্ঞা করব, তা-ই বলবে।
8 তাদের সম্মুখীন হতে ভয় করো না, কারণ তোমাকে উদ্ধার করার জন্য আমি তোমার সঙ্গে সঙ্গে আছি।' —প্রভুর উক্তি।
9 তখন প্রভু হাত বাড়িয়ে আমার মুখ স্পর্শ করলেন, এবং প্রভু আমাকে বললেন, “দেখ, আমি আমার বাণী তোমার মুখে রেখে দিলাম।
10 দেখ, আমি আজ উৎপাটন ও ভেঙে ফেলার জন্য, বিনাশ ও নিপাত করার জন্য, গেঁথে তোলা ও রোপণ করার জন্য সকল দেশ ও সকল রাজ্যের উপরে তোমাকে নিযুক্ত করলাম।”
11 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল: 'যেরেমিয়া, কী দেখতে পাচ্ছ?' আমি উত্তরে বললাম, 'আমি “জাগ্রত” গাছের একটা শাখা দেখতে পাচ্ছি।'
12 প্রভু বলে চললেন, 'তুমি ঠিকই দেখেছ, কারণ আমি আমার আপন বাণী সফল করতে জাগ্রত আছি।'
13 পরে প্রভুর বাণী আবার আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল: “তুমি কী দেখতে পাচ্ছ?' আমি উত্তরে বললাম, “আমি আগুনের উপরে বসানো একটা হাঁড়ি দেখতে পাচ্ছি, চুল্লির মুখ উত্তর দিকে খোলা।
14 প্রভু আমাকে বললেন, যে অমঙ্গল সকল দেশবাসীর উপরে নেমে পড়বে, তা উত্তর দিক থেকেই নিজের আসবার পথ খোলা পাবে।
15 কারণ দেখ, আমি উত্তরের রাজ্যগুলির সকল গোত্রকে আহ্বান করতে যাচ্ছি—প্রভুর উক্তি। তারা এসে যেরুসালেমের সমস্ত তোরণদ্বারের সামনে, চারদিকের সমস্ত প্রাচীরের গায়ে, ও যুদার সকল শহরের বিরুদ্ধে নিজ নিজ সিংহাসন স্থাপন করবে।
16 আমি তখন তাদের বিরুদ্ধে আমার বিচারদণ্ড ঘোষণা করব, কারণ অন্য দেবতাদের উদ্দেশে ধূপ জ্বালাবার জন্য ও তাদের আপন হাতের রচনার উদ্দেশে প্রণিপাত করার জন্য আমাকে ত্যাগ করায় তারা যথেষ্ট অপরাধ করেছে।
17 তাই তুমি কোমর বেঁধে নাও; উঠে দাঁড়াও, আর আমি তোমাকে যা কিছু বলতে আজ্ঞা করি, সবই তাদের বল; তাদের দেখে ভীত হয়ো না, পাছে আমিই তাদের সামনে তোমাকে ভীত করি।
18 আর দেখ, আমি আজ সমগ্র দেশের বিরুদ্ধে, যুদার রাজাদের ও তার নেতাদের বিরুদ্ধে, তার যাজকদের ও দেশের লোকদের বিরুদ্ধে তোমাকে করলাম সুরক্ষিত নগরস্বরূপ, লোহার স্তম্ভ ও ব্রঞ্জের প্রাচীরস্বরূপ।
19 তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু তোমার সঙ্গে পারবে না, কারণ তোমাকে উদ্ধার করার জন্য আমি তোমার সঙ্গে সঙ্গে আছি।' প্রভুর উক্তি।