Index

যেরেমিয়া - Chapter 41

1 সপ্তম মাসে এলিসামার পৌত্র নেথানিয়ার সন্তান রাজবংশীয় ইসমায়েল রাজার কয়েকজন অধিনায়ক ও দশজন লোককে সঙ্গে নিয়ে মিস্পাতে আহিকামের সন্তান গেদালিয়ার কাছে এল, আর তারা মিস্পাতে সকলে মিলে খাওয়া-দাওয়া করতে করতে
2 নেথানিয়ার সন্তান ইসমায়েল ও তার ওই দশজন সঙ্গী উঠে বাবিলন-রাজের নিযুক্ত প্রদেশপালকে, শাফানের পৌত্র আহিকামের সন্তান সেই গেদালিয়াকে খড়ের আঘাতে হত্যা করল।
3 আর মিস্পাতে গেদালিয়ার সঙ্গে যত ইহুদী ছিল ও সেখানে যত কান্দীয়কে পাওয়া গেল, তাদেরও, অর্থাৎ যোদ্ধা সকলকেও ইসমায়েল হত্যা করল।
4 গেদালিয়ার হত্যাকাণ্ডের পরদিন —কেউই তখনও ব্যাপারটা জানত না—
5 সিখেম, শীলো ও সামারিয়া থেকে লোক এল, সংখ্যায় তারা আশিজন ; তাদের দাড়ি কাটা, ছেঁড়া কাপড় পরা ও দেহে কাটাকাটির দাগ। প্রভুর গৃহে উৎসর্গ করার উদ্দেশ্যে তাদের হাতে ছিল শস্য-নৈবেদ্য ও রূপ।
6 নেথানিয়ার সন্তান ইসমায়েল তাদের সঙ্গে দেখা করার জন্য মিস্পা থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে এগিয়ে আসছিল; একবার তাদের কাছে এসে পৌঁছে সে তাদের বলল, “আহিকামের সন্তান গোদালিয়ার কাছে চল।'
7 কিন্তু তারা নগরের মধ্যস্থানে এলে নেখানিয়ার সন্তান ইসমায়েল ও তার সঙ্গীরা তাদের বধ করে সেখানকার কুয়োর মধ্যে ফেলে দিল।
8 কিন্তু তাদের মধ্যে দশজন ছিল, যারা ইসমায়েলকে বলল, 'আমাদের হত্যা করবেন না, কেননা মাঠে মাঠে আমরা যথেষ্ট গম, যব, তেল ও মধু গোপনে রেখেছি।' তাই সে রেহাই দিয়ে তাদের ভাইদের সঙ্গে তাদের বধ করল না।
9 ওই লোকদের হত্যা করার পর ইসমায়েল যে কুয়োতে তাদের মৃতদেহ ফেলে দিয়েছিল, তা ছিল সেই বড় কুয়ো যা আসা রাজা ইস্রায়েল-রাজ বায়াশার ভয়ে তৈরি করেছিলেন ; নেথানিয়ার সন্তান ইসমায়েল তা-ই মৃতদেহে ভরিয়ে দিল।
10 পরে ইসমায়েল, মিস্পাতে যত লোক বাকি রয়েছিল, তাদের সকলকে বন্দি করে নিয়ে গেল যে রাজকুমারীরা ও জনগণের যে অংশ মিল্লাতে থেকে গেছিল— রক্ষীদলের অধিনায়ক নেবুজারাদান আহিকামের সন্তান গেদালিয়ার হাতে যাদের ন্যস্ত করেছিল—তাদের সকলকে নেথানিয়ার সন্তান ইসমায়েল বন্দি করে নিয়ে আম্মোনীয়দের কাছে আশ্রয় পাবার জন্য রওনা হল।
11 কারেয়ার সন্তান যোহানান ও তার সঙ্গী অধিপতিরা সকলে যখন শুনতে পেল যে, নেগানিয়ার সন্তান ইসমায়েল এই সমস্ত দুষ্কর্ম করেছে,
12 তখন তাদের লোকদের নিয়ে নেথানিয়ার সন্তান ইসমায়েলকে আক্রমণ করতে বেরিয়ে গেল, এবং গিবেয়োনের বড় দিঘির কাছে তার নাগাল পেল।
13 ইসমায়েলের সঙ্গে যে সকল লোক ছিল, তারা কারেয়ার সন্তান যোহানানকে ও তার সঙ্গী অধিপতিদের দেখে আনন্দিত হল।
14 ইসমায়েল সেই সকল লোককে বন্দি করে মিস্পা থেকে নিয়ে গেছিল, তারা ঘুরে কারেয়াহর সন্তান যোহানানের সঙ্গে যোগ দিতে ফিরে এল।
15 কিন্তু নেথানিয়ার সন্তান ইসমায়েল ও তার দলের আটজন লোক যোহানানকে এড়িয়ে আম্মোনীয়দের কাছে পালিয়ে গেল।
16 নেথানিয়ার সন্তান ইসমায়েল আহিকামের সন্তান গেদালিয়াকে হত্যা করার পর জনগণের যে বাকি অংশ মিস্পা থেকে বন্দি করে নিয়ে গেছিল, কারেয়াহর সন্তান যোহানান ও তার সঙ্গী অধিপতিরা তাদের সকলকে জড় করল, অর্থাৎ যোদ্ধাদের, ছেলেমেয়েকে ও কঞ্চুকীদের সঙ্গে নিয়ে গিবেয়া থেকে তাদের ফিরিয়ে আনল।
17 তারা মিশরে যাবার অভিপ্রায়ে বেথলেহেমের পাশে অবস্থিত গেরুৎ-কিমহামে থামল,
18 অর্থাৎ কাদীয়দের কাছ থেকে বেশ দূরেই থাকল, কেননা তারা তাদের ভয় পাচ্ছিল, যেহেতু নেথানিয়ার সন্তান ইসমায়েল বাবিলন-রাজের নিযুক্ত প্রদেশপাল আহিকামের সন্তান গেদালিয়াকে হত্যা করেছিল।