1 যুদার পাপ লোহার লেখনী ও হীরার কাঁটা দিয়েই লেখা, তা তাদের হৃদয় ফলকে ও তাদের বেদিগুলোর চার শিঙে খোদাই করা ;
2 তাতে তাদের ছেলেরাও সবুজ গাছের কাছে উচ্চ উপপর্বতের উপরে তাদের যজ্ঞবেদি ও পবিত্র দণ্ডগুলি স্মরণ করে।
3 হে পর্বতের উপরে ও প্রকৃতিতে ভক্ত যে উপাসক, আমি তোমার ঐশ্বর্য ও তোমার যত ধনকোষ লুটের মালরূপে দিয়ে দেব; তোমার সমস্ত অঞ্চল জুড়ে উচ্চস্থানগুলিতে সাধিত তোমার পাপকর্মের কারণেই তেমনটি করব।
4 তোমাকে সবকিছুই ত্যাগ করতে হবে ; তুমি একাকী হয়ে সেই উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে, যা আমি তোমাকে দিয়েছিলাম ; আমি এমন দেশে তোমাকে তোমার শত্রুদের দাস করব, যে দেশ তুমি জান না, কারণ তোমরা জ্বালিয়েছ আমার ক্রোধের আগুন, আর তা জ্বলতে থাকবে চিরকাল।'
5 প্রভু একথা বলছেন : “অভিশপ্ত সেই মানুষ, যে মানুষে ভরসা রাখে, যে নিজের বাহুতে ভর করে, যে প্রভু থেকে নিজের হৃদয় সরিয়ে দেয়!
6 সে যেন প্রান্তরে একটা ঝাউগাছের মত, মঙ্গল এলে সে পায় না তার দর্শন; সে মরুভূমির দগ্ধ স্থানে বাস করবে, এমন লবণ-ভূমিতেই, যেখানে কেউ বাস করতে পারে না।
7 আহা, কেমন আশিসে ধন্য সেই মানুষ যে প্রভুতে ভরসা রাখে যার ভরসা স্বয়ং প্রভু।
8 সে যেন জলাশয়ের ধারে এমন গাছের মত, যা নদীর দিকে বাড়ায় শিকড়। উত্তাপ এলেও সে ভয় পায় না, তার পাতা হয়ে থাকে সবুজ-সতেজ : অনাবৃষ্টির সময়েও তার কোন দুশ্চিন্তা নেই, তেমন গাছ ফল ধরায় বিরত থাকে না।
9 হৃদয় সবকিছুর চেয়ে প্রবঞ্চক, ও আরোগ্যের অতীত ; কে হৃদয়কে বুঝতে পারে ?
10 আমি যে প্রভু, আমি হৃদয় তলিয়ে দেখি, মন যাচাই করি ; আমি প্রতিটি মানুষকে তার আচরণ অনুসারে, তার কর্মফল অনুসারে যোগ্য প্রতিদান দিই।
11 যেমন তিতির পাখির মত যা এমন ডিম তা দেয় যা নিজে পাড়েনি, তেমনি সেই মানুষ যে ধন জমায়, কিন্তু অন্যায়ভাবে ; তার আয়ুর মধ্যভাগে সেই ধন তাকে ছেড়ে যাবে, আর শেষকালে সে মূর্খ হয়ে দাঁড়াবে।'
12 আদিকাল থেকে সর্বোচ্চ গৌরব-আসনই আমাদের পবিত্রধামের স্থান!
13 হে প্রভু, হে ইস্রায়েলের প্রত্যাশা, যারা তোমাকে ত্যাগ করে, তারা সকলেই লজ্জিত হবে : যারা আমা থেকে সরে যায়, ধুলায়ই তালিকাভুক্ত হবে তাদের নাম, কারণ জীবনময় জলের উৎস যে প্রভু, তারা তাঁকে করেছে পরিত্যাগ।
14 আমাকে নিরাময় কর, প্রভু, তবেই আমি নিরাময় হব, আমাকে ত্রাণ কর, তবেই আমি পাব পরিত্রাণ, কেননা তুমিই আমার প্রশংসাবাদের পাত্র!
15 দেখ, ওরা আমাকে শুধু বলে : কোথায় প্রভুর বাণী? তা একবার সিদ্ধিলাভ করুক!'
16 অমঙ্গলের দিনে আমি তোমার কাছে সাধাসাধি করিনি, অশুভ দিনেরও আকাঙ্ক্ষা করিনি—তা তুমি তো জান। আমার ওষ্ঠ থেকে যা নির্গত হল, তা তোমারই শ্রীমুখের সামনে।
17 হয়ো না আমার আশঙ্কার কারণ, তুমিই যে অমঙ্গলের দিনে আমার একমাত্র আশ্রয়স্থল !
18 "আমার বিপক্ষরাই লজ্জিত হোক, কিন্তু আমাকে যেন লজ্জা না পেতে হয় ; তারাই সন্ত্রাসিত হোক, কিন্তু সন্ত্রাস আমা থেকে দূরে থাকুক। তাদের উপর নামিয়ে আন সেই অমঙ্গলের দিন, তাদের ভেঙে ফেল, তাদের ভেঙে ফেল চিরকালের মত।
19 প্রভু আমাকে একথা বললেন, 'যুদার রাজারা যে মহা নগরদ্বার দিয়ে ভিতরে আসে ও বাইরে যায়, তুমি জনসাধারণের সেই নগরদ্বারে ও যেরুসালেমের সকল তোরণদ্বারে গিয়ে দাঁড়াও;
20 তাদের বল: হে যুদার রাজারা, তোমরাও, হে যুদার সকল লোক ও যেরুসালেম অধিবাসী সকলে, যারা এই সকল নগরদ্বার দিয়ে প্রবেশ কর, তোমরা সকলে প্রভুর বাণী শোন।
21 প্রভু একথা বলছেন : তোমাদের নিজেদের প্রাণের খাতিরে সাবধান হও : সাব্বাৎ দিনে কোন বোঝা বহন করো না, যেরুসালেমের তোরণদ্বার দিয়ে তা ভিতরে এনো না।
22 সাব্বাৎ দিনে তোমাদের নিজেদের ঘর থেকে কোন বোঝা বের করো না, কোন কাজও করো না; কিন্তু সাব্বাতের পবিত্রতা বজায় রাখ, যেমনটি আমি তোমাদের পিতৃপুরুষদের কাছে আজ্ঞা করেছিলাম।
23 কিন্তু তারা শুনতে চাইল না, কান দিল না, বরং তাদের যেন শুনতে না হয়, সংশোধনের কথা যেন গ্রহণ করতে না হয়, এজন্য তারা মন কঠিন করল।
24 তোমরা যদি সত্যিই আমার কথা কান পেতে শোন—প্রভুর উক্তি—যদি সাব্বাৎ দিনে এই নগরীর তোরণদ্বার দিয়ে কোন বোঝা ভিতরে না আন, যদি সাব্বাতের পবিত্রতা বজায় রাখ, সেই দিনটিতে কোন কাজ না কর,
25 তবে দাউদের সিংহাসনে আসীন রাজারা ও তাদের অধিনায়কেরা রথে ও ঘোড়ায় চড়ে এই নগরীর তোরণদ্বার দিয়ে প্রবেশ করবে— তারা, তাদের অধিনায়কেরা, যুদার লোক ও যেরুসালেম অধিবাসীরা, সকলেই প্রবেশ করবে, এবং এই নগরী হবে চিরস্থায়ী বাসস্থান।
26 তারা যুদার শহরগুলি থেকে, এবং যেরুসালেমের চারদিকের অঞ্চল, বেঞ্জামিন-এলাকা, সেফেলা, পার্বত্য অঞ্চল ও নেগের থেকে আহুতিবলি, যজ্ঞবলি, শস্য-নৈবেদ্য, ধূপ ও স্তুতির অর্ঘ্য প্রভুর গৃহে নিয়ে আসবে।
27 কিন্তু যদি তোমরা আমার কথায় কান না দাও, অর্থাৎ, যদি সাব্বাতের পবিত্রতা বজায় না রাখ, সাব্বাৎ দিনে বোঝা বয়ে যেরুসালেমের তোরণদ্বারে প্রবেশ কর, তবে আমি তার সকল তোরণদ্বারে আগুন ধরাব; তা যেরুসালেমের প্রাসাদগুলি গ্রাস করবে, আর কখনও নিভবে না।