1 মোয়াব সম্বন্ধে । সেনাবাহিনীর প্রভু, ইস্রায়েলের পরমেশ্বর, একথা বলছেন হায় নেবো! ও তো উচ্ছিন্ন হল ; কিরিয়াথাইম লজ্জিতা ও পরের হাতে পতিতা হল ; রাজপুরী লজ্জিতা, তা হস্তগত হল:
2 মোয়াবের খ্যাতি আর নেই, হেসবোনে লোকে তার অমঙ্গল আঁটছে : "এসো, আমরা তা উচ্ছিন্ন করি, জাতি হতে দেব না।' তোমাকেও, হে মাপ্লেন, তোমাকেও স্তব্ধ করা হবে, খড়্গ তোমার পিছু পিছু ধাওয়া করবে।
3 হোরোনাইম থেকে হাহাকারের সুর : 'ধ্বংস! মহা সর্বনাশ !
4 মোয়াব এবার ভগ্ন, তার শিশুরা তীক্ষ্ণ চিৎকার শোনাচ্ছে।
5 লুহিতের আরোহণ-পথে লোকে কাঁদতে কাঁদতে উঠে যায়, হোরোনাইমের অবরোহণ-পথে শোনা যাচ্ছে পরাজয়ের চিৎকার।
6 পালিয়ে যাও, নিজ নিজ প্রাণ বাঁচাও! প্রান্তরে অবস্থিত সেই আরোয়েরের মত হও।'
7 তুমি ভরসা রেখেছ তোমার আপন দৃঢ়দুর্গে, তোমার আপন ধনে, তাই তুমিও ধরা পড়বে, আর কামোশ নির্বাসন দেশে চলে যাবে, তার সঙ্গে যাবে তার যাজক ও নেতা সকল।
8 যত শহরের বিরুদ্ধেই আসবে সেই বিনাশক : কোন শহর নিষ্কৃতি পাবে না। উপত্যকা হবে বিনষ্ট, সমভূমি হবে উচ্ছিন্ন, যেমনটি বলেছেন প্রভু।
9 মোয়াবের জন্য মৃত্যু-স্তম্ভ দাঁড় করাও, সে তো এখন ধ্বংসস্তূপমাত্র। তার শহরগুলি প্রান্তর হবে, কেননা আর নিবাসী কেউ থাকবে না।
10 অভিশপ্ত সেই মানুষ, যে শিথিল হাতেই করে প্রভুর কাজ, অভিশপ্ত সেই মানুষ, যে আপন খড়্গা রক্তবঞ্চিত করে!
11 মোয়াব বাল্যকাল থেকে শান্ত ছিল, নিজের গাদের উপরে আঙুররস যেমন, সে তেমনি করত বিশ্রাম, এক পাত্র থেকে অন্য পাত্রে তা ঢালা হয়নি, নির্বাসন দেশেও কখনও যায়নি; এজন্য তার মধ্যে থেকে গেছে তার রস, বিকৃত হয়নি তার স্বাদ।
12 এজন্য, দেখ, এমন দিনগুলি আসছে—প্রভুর উক্তি—যখন আমি তার কাছে এমন লোক পাঠাব, যারা তাকে এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালবে, তার পাত্রগুলো শূন্য করবে, ও তার কুপোগুলো ভেঙে ফেলবে।
13 ইস্রায়েলকুল যেমন তার ভরসা-ভূমি সেই বেথেলের বিষয়ে লজ্জাবোধ করেছে, মোয়াব তেমনি কামোশের বিষয়ে লজ্জাবোধ করবে।
14 তোমরা কেমন করে বলতে পার, আমরা বীরপুরুষ, আমরা যুদ্ধের জন্য যোগ্য বীরযোদ্ধা?
15 মোয়াবের বিনাশক তার শহরগুলি আক্রমণ করতে উঠছে, তার সেরা যুবকেরা জবাইস্থানে নেমে যাচ্ছে —সেই রাজার উক্তি সেনাবাহিনীর প্রভু ধাঁর নাম।
16 মোয়াবের সর্বনাশ আগতপ্রায়, তার অমঙ্গল দ্রুত পদেই এগিয়ে আসছে।
17 তোমরা, তার ঘনিষ্ঠজন যারা, তার জন্য বিলাপ কর, তোমরা সকলেও, যারা জান তার নাম ; বল : 'এই প্রতাপদণ্ড, এই প্রিয় ঘন্টি, কেমন ভগ্ন হয়েছে!'
18 হে দিবোন-নিবাসিনী কন্যা, তোমার প্রতাপ থেকে নেমে এসো, দগ্ধ মাটিতে বস, কেননা তোমার বিরুদ্ধে উঠে আসছে মোয়াবের সেই বিনাশক, সে ভেঙে ফেলেছে তোমার দৃঢ়দুর্গ সকল।
19 হে আরোয়ের-নিবাসিনী, পথের ধারে দাঁড়িয়ে লক্ষ কর ; পলাতককে ও রেহাই পেয়েছে এমন মানুষকে জিজ্ঞাসা কর, কীৰা ঘটেছে?
20 মোয়াব লজ্জাবোধ করছে, সে যে ভেঙে পড়েছে ; তোমরা চিৎকার কর, হাহাকার কর ; আর্নোনে এই কথা প্রচার কর যে, ধ্বংসিত হল সেই মোয়াব!
21 বিচারদণ্ড এসে গেছে। সমভূমির উপরে, হোলোন, যাহাস, মেফায়াৎ,
22 দিবোন, নেবো, বেথ-দিরাথাইম,
23 কিরিয়াথাইম, বে-গাম্বুল, বে-মেয়োন,
24 কেরিয়োৎ ও বস্ত্রার উপরে, মোয়াবের নিকটবর্তী দূরবর্তী সকল শহরের উপরেই বিচারদণ্ড এসে গেছে।
25 মোয়াবের প্রতাপ ছিন্ন হল, তার বাহু ভগ্ন হল—প্রভুর উক্তি।
26 তোমরা তাকে মাতাল কর, কারণ সে প্রভুর বিরুদ্ধেই বড়াই করত, আর মোয়াব তার নিজের বমিতে গড়াগড়ি দেবে, সে নিজেও বিদ্রূপের পাত্র হবে।
27 ইস্রায়েল কি তোমার কাছে বিদ্রূপের পাত্র ছিল না? সে কি চোরদের মধ্যে ধরা পড়েছিল যে, তুমি তার বিষয়ে যতবার কথা বল, ততবার মাথা নেড়ে থাক?
28 হে মোয়াব-নিবাসীরা, শহরগুলি ত্যাগ কর, শৈলে গিয়ে বাস কর, এমন কপোতের মত হও, যা বাসা বাঁধে গভীর গর্তের দেওয়ালে।
29 আমরা শুনেছি মোয়াবের অহঙ্কারের কথা, শুনেছি, সে নিতান্ত অহঙ্কারী; তার কেমন অভিমান! কেমন অহঙ্কার ! কেমন দম্ভ ! তার হৃদয় কেমন দর্পিত !
30 আমি তার আস্ফালন জানি—প্রভুর উক্তি— তা কিছু নয়, সে বড়াই করে বটে, কিন্তু সেই বড়াইও শূন্যতামাত্র।
31 এজন্য আমি মোয়াবের বিষয়ে বিলাপ করব, গোটা মোয়াবের জন্য হাহাকার করব; কির-হেরেসের লোকদের জন্যও আর্তনাদ করব।
32 হে সিমার আঙুরখেত, আমি যাসেরের কান্নাকাটির চেয়ে তোমারই বিষয়ে বেশি কান্নাকাটি করব: তোমার শাখাগুলি সমুদ্রপারে যেত, তা ঘাসের সমুদ্র পর্যন্ত ছিল বিস্তৃত : তোমার গ্রীষ্মের ফলের উপরে, তোমার ফলসংগ্রহের উপরে বিনাশক এসে পড়েছে।
33 মোয়াবের ফলবাগান ও ভূমি থেকে আনন্দ-ফুর্তি ফুরিয়ে গেল ; আঙুরকুণ্ড থেকে ফুরিয়ে গেছে আঙুররস, আঙুর যে মাড়াই করে, সেও আর মাড়াই করে না, আনন্দগান আর আনন্দগান নয়।
34 হেসবোন ও এলেয়ালের চিৎকার যাহাস পর্যন্ত প্রতিধ্বনিত; জোয়ার থেকে হোরোনাইম পর্যন্ত, এগ্নাৎ-শেলিশিয়া পর্যন্ত ব্যাপ্ত হয় চিৎকারের সুর, কেননা - নিম্রিমের জলাশয় উৎসন্নস্থান হয়েছে।
35 আমি মোয়াবের মধ্যে তাদের সকলকে বিলুপ্ত করব—প্রভুর উক্তি—যারা উচ্চস্থানগুলিতে উঠে যায় ও তার দেবের উদ্দেশে ধূপ জ্বালায়।
36 এজন্য মোয়াবের জন্য আমার হৃদয় বাঁশির মত বাজছে, কির-হেরেসের লোকদের বিষয়ে আমার অন্তর বাঁশির মত বাজছে; তারা যা উপার্জন করেছে, তার কারণেই এখন নিঃশেষিত।
37 প্রতিটি মাথা চুল-মুণ্ডিত, প্রতিটি দাড়ি কাটা; সকলের হাতে কাটাকাটির দাগ ও সকলের কোমরে চটের কাপড়।
38 মোয়াবের সমস্ত ছাদে ও তার চকের সর্বস্থানে কেবল বিলাপ শোনা যাচ্ছে, কেননা - আমি মোয়াবকে মূল্যহীন পাত্রের মত ভেঙে ফেললাম—প্রভুর উক্তি।
39 সে কেমন - ভগ্ন হয়ে পড়েছে! চিৎকার কর! মোয়াব কেমন লজ্জাকর ভাবেই না পিঠ ফিরিয়েছে! তার সকল প্রতিবেশীর কাছে মোয়াব হয়েছে বিদ্রূপ ও আতঙ্কের বস্তু।
40 কেননা প্রভু একথা বলছেন : দেখ, সে ঈগলের মত উড়ে আসবে, সে মোয়াবের উপরে পাখা মেলে দেবে।
41 শহরগুলি এখন পরের হাতে পতিত, দুর্গগুলিও দখলকৃত। সেইদিন মোয়াবের বীরপুরুষদের হৃদয় হবে প্রসবযন্ত্রণায় আক্রান্ত নারীর হৃদয়ের মত।
42 মোয়াব এবার বিলুপ্ত, সে আর জাতি নয়, কেননা সে প্রভুর বিরুদ্ধে বড়াই করেছে।
43 হে মোয়াব-নিবাসিনী, তোমার উপরে ৪৩ সন্ত্রাস, গহ্বর, ফাঁদ এসে পড়বে — প্রভুর উক্তি।
44 যে কেউ সন্ত্রাস এড়াবে, সে গহ্বরে পড়বে ; যে কেউ গহ্বর থেকে উঠে আসবে, সে ফাঁদে ধরা পড়বে, কেননা আমি তার উপরে, মোয়াবেরই উপর এসব কিছু প্রেরণ করব তাদের শান্তি-বর্গে—প্রভুর উক্তি।
45 হেসবোনের ছায়ায় শ্রান্ত হয়ে পলাতকেরা দাঁড়াল। কিন্তু হেসবোন থেকে আগুন ও সিহোনের মধ্য থেকে অগ্নিশিখা নির্গত হবে, আর মোয়াবের ভ্রূ ও কলহকারীদের মাথার খুলি গ্রাস করবে।
46 হে মোয়াব, ধিক্ তোমাকে ! হে কামোশের প্রজা সকল, তোমরা বিনষ্ট ! কেননা তোমাদের ছেলেদের বন্দি করা হচ্ছে, তোমাদের মেয়েদের বন্দিদশায় নেওয়া হচ্ছে।
47 কিন্তু আমি অস্তিম দিনগুলিতে মোয়াবের দশা ফেরাব। প্রভুর উক্তি।' এইখানে মোয়াবের বিচারদণ্ডের কথা সমাপ্ত।