Index

যেরেমিয়া - Chapter 47

1 ফারাও গাজা আক্রমণ করার আগে, ফিলিস্তিনিদের বিষয়ে প্রভুর যে বাণী যেরেমিয়া নবীর কাছে এসে উপস্থিত হল, এ তার বৃত্তান্ত।
2 প্রভু একথা বলছেন : 'দেখ, উত্তরদিক থেকে জলরাশি উথলে আসছে, তা প্লাবিনী বন্যা হতে যাচ্ছে ; দেশ ও দেশের মধ্যে যত বস্তু, শহর ও শহরনিবাসী সকলকে প্লাবিত করছে। লোকেরা হাহাকার করছে, দেশনিবাসীরা সকলে চিৎকার করছে।
3 শত্রুর বলবান ঘোড়ার খটখটানিতে, রথের ধর্মরাণিতে, ঢাকার শব্দে পিতারা হতাশ হয়ে সন্তানদের দিকেও মুখ ফেরাবে না।
4 কেননা সেই দিনটি এসে গেছে, যেদিনে সকল ফিলিস্তিনি বিনষ্ট হবে, যেদিন তুরস ও সিদোনও ও তাদের সহকারীরা সকলে উচ্ছিন্ন হবে। হ্যাঁ, প্রভু ফিলিস্তিনিদের বিনাশ করছেন, কাপ্তোর দ্বীপের অবশিষ্ট সকলেরও বিনাশ ঘটাচ্ছেন।
5 মৃত্যুশোকে গাজা চুল খেউরি করল, আস্কালোনকে স্তব্ধ করা হল ; হে সমভূমির বাকি লোক সকল, তোমরা আর কতকাল নিজ দেহ কাটাকাটি করে যাবে?
6 হে প্রভুর খড়্গ, আর কতকাল বিশ্রামহীন থাকবে? খাপে ফিরে যাও, বিশ্রাম কর, ক্ষান্ত হও।
7 তা কেমন করে বিশ্রাম করতে পারে? প্রভু তো তাকে আজ্ঞা দিয়েছেন আস্কালোনের বিরুদ্ধে ও সমুদ্রতীরের বিরুদ্ধে সেইখানে তিনি তা নিযুক্ত করেছেন।