1 অনাবৃষ্টি উপলক্ষে যেরেমিয়ার কাছে প্রভুর বাণী এ :
2 যুদা শোকপালন করছে, তার শহরগুলি জীর্ণ, মলিন অবস্থায় মাটিতে শায়িত, যেরুসালেমের আর্তনাদ ঊর্ধ্বে উঠছে।
3 জনপ্রধানেরা নিজেদের দাসদের পাঠায় জলের খোঁজে, তারা গিয়ে কুয়োতে কিছুমাত্র জল পায় না, আর শূন্য পাত্র হাতে করে ফিরে আসে ; নিরাশ ও বিষণ্ণ হয়ে তারা মাথা ঢেকে রাখে।
4 দেশে বৃষ্টি না হওয়ায় ভূমি বিদীর্ণ ; কৃষকেরা নিরাশ হয়ে মাথা ঢেকে রাখে।
5 ঘাস নেই বলে হরিণীও মাঠে প্রসব করে শাবকদের ত্যাগ করে যায়।
6 বন্য গাধা গাছশূন্য গিরিতে দাঁড়িয়ে শিয়ালের মত বাতাসের জন্য হাঁপায় ; ঘাস না থাকায় তাদের চোখ ক্ষীণ হয়ে আসে।
7 ‘যদিও আমাদের অপরাধ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তবু, প্রভু, তুমি তোমার নামের খাতিরে একটা কিছু কর কেননা আমাদের অবিশ্বস্ততা বড়ই অবিশ্বস্ততা, আমরা তোমার বিরুদ্ধেই করেছি পাপ।
8 হে ইস্রায়েলের প্রত্যাশা, সঙ্কটকালে তার পরিত্রাতা, কেন তুমি এখন এদেশে প্রবাসীর মত? কেন এমন পথিকের মত হও, যে কেবল এক রাতের জন্যই থাকে?
9 কেন হও বিহ্বল মানুষের মত, ত্রাণ করতে অসমর্থ বীরপুরুষের মত? অথচ তুমি, প্রভু, আমাদের মাঝে রয়েছ, আর আমরা তোমারই আপন নাম বহন করি : আমাদের পরিত্যাগ করো না!"
10 প্রভু এই জনগণ সম্বন্ধে একথা বলছেন : 'তারা এমনি ঘোরাফেরা করতে ভালবাসে, নিজেদের পা থামাতে পারে না।' এজন্যই প্রভু তাদের বিষয়ে আর প্রসন্ন নন। তিনি এখন তাদের শঠতা স্মরণে রাখবেন, তাদের পাপের জন্য শাস্তি দেবেন।
11 প্রভু আমাকে বললেন, 'তুমি এই জাতির হয়ে মঙ্গল প্রার্থনা করো না।
12 তারা উপবাস করলেও আমি তাদের মিনতিতে কান দেব না; আহুতিবলি ও শস্য-নৈবেদ্য নিবেদন করলেও আমি তাতে প্রসন্ন হব না; বরং খড়া, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারাই তাদের সংহার করব।'
13 তখন আমি বললাম, 'হায়, প্রভু পরমেশ্বর! এই যে, নবীরা তাদের বলছে: তোমরা খড়া দেখবে না, দুর্ভিক্ষ তোমাদের স্পর্শ করবে না! আমি বরং এই স্থানে পূর্ণ সমৃদ্ধিই তোমাদের মঞ্জুর করব।'
14 প্রভু আমাকে বললেন, 'নবীরা আমার নামে মিথ্যা ভাববাণী দিয়েছে : আমি তাদের পাঠাইনি, তাদের কোন আজ্ঞা দিইনি, তাদের কাছে কোন কথা কখনও বলিনি। তারা তোমাদের কাছে মিথ্যা দর্শন, অসার দৈববাণী ও তাদের নিজেদের মনের মায়া বাণী প্রচার করে।
15 এজন্য যে নবীরা আমার নামে ভাববাণী দেয়, তাদের বিষয়ে প্রভু একথা বলছেন : যাদের আমি প্রেরণ করিনি অথচ একথা বলে যে, এদেশে খড়্গা বা দুর্ভিক্ষ দেখা দেবে না, সেই নবীরাই খড়্গা ও দুর্ভিক্ষ দ্বারা বিনষ্ট হবে।
16 তারা যাদের কাছে ভাববাণী দেয়, সেই লোকদের, দুর্ভিক্ষ ও খড়্গোর কারণে, যেরুসালেমের রাস্তায় রাস্তায় ফেলে দেওয়া হবে, এবং তাদের ও তাদের স্ত্রীপুত্রকন্যাদের কবর দেবার জন্য কেউ থাকবে না; কারণ আমি তাদের অপকর্ম তাদের নিজেদের উপরে ঢেলে দেব।
17 তুমি তাদের কাছে একথা বলবে : আমার দু'চোখ থেকে অঝোরে দিনরাত গড়িয়ে পড়ুক অশ্রুজল, কারণ আমার জাতি-কুমারী কন্যা দারুণ ক্ষতে বিক্ষত হয়েছে, বড় কঠিন আঘাতে !
18 আমি গ্রামাঞ্চলে গেলে, দেখ! খড়ের আঘাতে নিহত কত মানুষ ; শহরে গেলে, দেখ! দুর্ভিক্ষে পীড়িত কত মানুষ। নবীরা আর যাজকেরাও দেশ জুড়ে ঘুরে বেড়ায়, জানে না কী করতে হবে।
19 তুমি কি যুদাকে প্রত্যাখ্যান করেছ সম্পূর্ণরূপে? সিয়োন কি তোমার এত বিতৃষ্ণার পাত্র? কেন তুমি আমাদের এমন আঘাত দিলে যে, আরোগ্য পেতে পারি না? আমরা শান্তির জন্য প্রত্যাশা করছিলাম, কিন্তু মঙ্গল হল না, নিরাময়-ক্ষণের প্রত্যাশায় ছিলাম, কিন্তু দেখ, সন্ত্রাসই উপস্থিত !
20 প্রভু, আমরা আমাদের দুষ্কর্ম, ও আমাদের পিতৃপুরুষদের শঠতা স্বীকার করি, তোমার বিরুদ্ধে সত্যি করেছি পাপ।
21 তোমার নামের দোহাই আমাদের উপেক্ষা করো না, তোমার গৌরবের সিংহাসন করো না অসম্মান। আমাদের সঙ্গে তোমার সন্ধি স্মরণ কর! তা ভঙ্গ করো না।
22 দেশগুলোর অসার বস্তুগুলির মধ্যে বৃষ্টি দিতে পারে, এমন কেউ কি আছে? আকাশ নিজে থেকেই কি জল বর্ষণ করতে পারে? হে প্রভু, আমাদের পরমেশ্বর, তুমিই কি সেই বৃষ্টিদাতা নও? তোমাতেই আমাদের আশা, যেহেতু তুমিই গড়েছ এই সমস্ত কিছু।