1 প্রভুর কাছ থেকে যে বাণী যেরেমিয়ার কাছে এসে উপস্থিত হল, তা এ:
2 ‘প্রভু, ইস্রায়েলের পরমেশ্বর, একথা বলছেন: আমি তোমার কাছে যে সকল কথা বলেছি, তা একটা পুঁথিতে লিখে রাখ,
3 কেননা দেখ, এমন দিনগুলি আসছে—প্রভুর উক্তি—যখন আমি আমার আপন জনগণ ইস্রায়েলের ও যুদার দশা ফেরাব; আর আমি তাদের পিতৃপুরুষদের যে দেশ দিয়েছি, সেই দেশে তাদের ফিরিয়ে আনব আর তারা তা অধিকার করবে।'
4 ইস্রায়েল ও যুদা সম্বন্ধে প্রভু যে সকল কথা বললেন, তা এই:
5 প্রভু একথা বলছেন : “ভয়ের চিৎকার শোনা হচ্ছে, সন্ত্রাসেরই চিৎকার, শান্তির নয়।
6 তোমরা এবার জিজ্ঞাসা করে দেখ, পুরুষ কি প্রসব করতে পারে? তবে আমি কেন এত পুরুষ দেখছি, যারা প্রসবিনীর মত কোমরে হাত দেয় ? কেন সকলের মুখ বিষাদে ম্লান হচ্ছে? হায়!
7 কেননা সেই দিনটি মহান, তার মত দিন আর নেই ! দিনটি হবে যাকোবের সঙ্কটকাল, কিন্তু তেমন দিন থেকে সে পরিত্রাণকৃত হয়েই বের হবে।
8 সেইদিন— সেনাবাহিনীর প্রশ্নর উক্তি —আমি তার ঘাড় থেকে জোয়ালটা খুলে ভেঙে দেব, তার যত বেড়ি ছিন্ন করব; তারা বিদেশীদের দাস আর হবে না।
9 তারা বরং তাদের পরমেশ্বর প্রভুরই ও তাদের সেই রাজা দাউদেরই দাস হবে, যাঁর উদ্ভব আমি তাদের জন্য ঘটাব।
10 তাই তুমি, হে আমার দাস যাকোব, ভয় করো না। প্রভুর উক্তি। ইস্রায়েল, হতাশ হয়ো না ; কেননা দেখ, আমি দূরদেশ থেকে তোমাকে ত্রাণ করব, বন্দিদশার দেশ থেকে তোমার বংশের পরিত্রাণ সাধন করব। যাকোব ফিরে এসে শান্তি ভোগ করবে, সে নির্ভয়ে বাস করবে, তাকে ভয় দেখাবে এমন কেউ থাকবে না।
11 কেননা তোমার পরিত্রাণ সাধন করার জন্য আমি তোমার সঙ্গে সঙ্গে আছি—প্রভুর উক্তি আমি যাদের মধ্যে তোমাকে বিক্ষিপ্ত করেছি, সেই সকল দেশ নিঃশেষে সংহার করব ; কিন্তু তোমাকে নিঃশেষে সংহার করব না ; অর্থাৎ মাত্রা বজায় রেখে তোমাকে শাস্তি দেব, তবু তোমাকে সম্পূর্ণরূপে অদণ্ডিত রাখব না।'
12 প্রভু একথা বলছেন : 'তোমার সর্বনাশ প্রতিকারের অতীত, তোমার ঘা নিরাময়ের অতীত।
13 তোমাকে যত্ন করার মত কেউ নেই, তোমার ঘায়ের জন্য ঔষধ নেই, পটিও নেই।
14 তোমার প্রেমিকেরা সকলে তোমাকে ভুলে গেছে, তারা তোমাকে আর খোঁজ করে না ; কারণ আমি তোমাকে শত্রুর আঘাতেরই মত আঘাত করেছি, কঠোর শাস্তিতেই তোমাকে আঘাত করেছি, কেননা তোমার শঠতা সত্যিই বড়, তোমার পাপরাশিও অসংখ্য।
15 তোমার সর্বনাশের জন্য কেন চিৎকার করছ? তোমার ঘা তো প্রতিকারের অতীত! তোমার মহা শঠতা ও তোমার পাপরাশির কারণেই আমি তোমার প্রতি এইভাবে ব্যবহার করেছি।
16 কিন্তু যারা তোমাকে গ্রাস করে, তাদের সকলকে গ্রাস করা হবে; তোমার অত্যাচারীরা সকলেই বন্দিদশায় চলে যাবে : তোমাকে লুট করেছে যারা, তাদের লুট করা হবে, আর তোমাকে অপহরণ করেছে যারা, তাদের অপহরণ করা হবে।
17 কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরিয়ে দেব, তোমার সমস্ত ঘা নিরাময় করব। প্রভুর উক্তি। কেননা, হে সিয়োন, তারা তোমাকে সেই পরিত্যক্তা বলে ডাকে, কেউ যার যত্ন করে না।”
18 প্রভু একথা বলছেন : “দেখ, আমি যাকোবের তাঁবুগুলি পুনঃপ্রতিষ্ঠিত করবই করব : তার আবাসের প্রতি করুণা দেখাব। নগরী নিজের ধ্বংসস্তূপের উপরে পুনর্নির্মিত হবে, রাজপুরীও পুনর্নির্মিত হবে তার প্রকৃত স্থানে।
19 সেখান থেকে ধ্বনিত হবে স্তবগান ও উৎসবমুখর লোকদের সুর ; আমি তাদের বংশবৃদ্ধি করব, তারা হ্রাস পাবে না : আমি তাদের সম্মানের পাত্র করব, তারা আর অবনমিত হবে না ;
20 তাদের সন্তানেরা আগের মতই হবে, তাদের জনমণ্ডলী আমার সামনে হবে দৃঢ়প্রতিষ্ঠিত; কিন্তু তাদের বিরোধীদের আমি শাস্তি দেব।
21 তাদের নেতা তাদেরই মধ্যে একজন হবেন ; তাদেরই মধ্য থেকে উৎপন্ন এক ব্যক্তি হবেন তাদের শাসনকর্তা। আমি তাঁকে কাছে আনব, আর তিনি আমার কাছে আসবেন ; কেননা সে কে যে আমার কাছে আসবার জন্য নিজের প্রাণের ঝুঁকি নেবে?—প্রভুর উক্তি—
22 তোমরা হবে আমার আপন জনগণ আর আমি হব তোমাদের আপন পরমেশ্বর।
23 দেখ, প্রভুর ঝড়ঝঞ্ঝা প্রচণ্ড ক্রোধে বইবে !—প্রচণ্ডই এক কব্জা, যা দুর্জনদের মাথায় নেমে পড়বে!
24 প্রভুর জ্বলন্ত ক্রোধ প্রশমিত হবে না, যতদিন না তিনি নিজের মনের সঙ্কল্প সিদ্ধ ও সফল করেন! অন্তিম দিনগুলিতেই তোমরা তা বুঝতে পারবে।'