1 এই বাণী প্রভুর কাছ থেকে যেরেমিয়ার কাছে এসে উপস্থিত হল, যখন সেদেকিয়া রাজা মাল্কিয়ার সন্তান পাহুরকে ও মাসেইয়ার সন্তান জেফানিয়া যাজককে যেরেমিয়ার কাছে একথা বলতে পাঠালেন,
2 “আমাদের হয়ে তুমি প্রভুর অভিমত অনুসন্ধান কর, কেননা বাবিলন-রাজ নেবুকাদ্নেজার আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে; হয় তো প্রভু তাঁর সমস্ত আশ্চর্য কাজের মধ্যে আমাদের জন্য একটা সাধন করবেন যাতে ওই রাজা আমাদের ছেড়ে দূরে চলে যেতে বাধ্য হন।'
3 যেরেমিয়া তাদের বললেন, 'তোমরা সেদেকিয়াকে একথা বল:
4 প্রভু, ইস্রায়েলের পরমেশ্বর, একথা বলছেন: দেখ, তোমাদের হাতে যত যুদ্ধাস্ত্র রয়েছে, যা দিয়ে তোমরা বাবিলন-রাজের বিরুদ্ধে ও প্রাচীরের বাইরে তোমাদের অবরোধকারী কাদীয়দের বিরুদ্ধে যুদ্ধ করছ, আমি সেই সকল যুদ্ধাস্ত্রের মুখ তোমাদেরই বিরুদ্ধে ফেরাব, এবং এই নগরীর মধ্যে সেগুলো জড় করব।
5 আমি নিজে প্রসারিত হাতে ও শক্তিশালী বাহুতে ক্রোধে, রোষে ও মহাকোপে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব।
6 আমি এই নগরবাসী মানুষ ও পশু সকলকে সংহার করব; তারা মহামারীতে মারা পড়বে।
7 তারপর—প্রভুর উক্তি – আমি যুদা-রাজ সেদেকিয়াকে, তার পরিষদদের ও জনগণকে, এমনকি, এই নগরীর যে সকল লোক মড়ক, খড়া ও দুর্ভিক্ষ থেকে রেহাই পাবে, তাদের বাবিলন-রাজ নেবুকাদ্নেজারের হাতে, তাদের শত্রুদের হাতে ও তাদের প্রাণনাশে সচেষ্ট লোকদের হাতে তুলে দেব; আর সেই রাজা খঙ্গের আঘাতে তাদের আঘাত করবে, তাদের প্রতি মমতা দেখাবে না, ক্ষমা বা করুণাও দেখাবে না।”
8 তুমি এই লোকদের বলবে: ‘প্রভু একথা বলছেন: দেখ, আমি তোমাদের সামনে জীবনের পথ ও মৃত্যুর পথ রাখছি।
9 যে কেউ এই নগরীতে থাকবে, সে খড়া, দুর্ভিক্ষ ও মহামারীতে মারা পড়বে; কিন্তু যে কেউ নগরী ছেড়ে তোমাদের অবরোধকারী সেই কাল্মীয়দের হাতে নিজেকে তুলে দেবে, সে বাঁচবে, এবং এতে খুশি হবে যে, সে কমপক্ষে প্রাণ বাঁচিয়েছে।
10 কেননা আমি এই নগরীর অমঙ্গলেরই জন্য তার প্রতি মুখ ফেরাচ্ছি, তার মঙ্গলের জন্য নয়—প্রভুর উক্তি। নগরীটা বাবিলন-রাজের হাতে তুলে দেওয়া হবে, আর সে তা আগুনে পুড়িয়ে দেবে।”
11 যুদার রাজকুলকে তুমি বলবে : 'তোমরা প্রভুর বাণী শোন !
12 হে দাউদ-কুল, প্রভু একথা বলছেন : প্রতিদিন সকালে ন্যায়বিচার সম্পাদন কর, অত্যাচারিতকে অত্যাচারীর হাত থেকে উদ্ধার কর, নইলে তোমাদের কাজকর্মের ধূর্ততার কারণে আমার ক্রোধ আগুনের মত ছড়িয়ে পড়বে, তা জ্বলে উঠবে আর কেউ তা নিভাতে পারবে না।
13 হে উপত্যকা-নিবাসিনী, হে সমভূমির শৈলবাসিনী, দেখ, আমি তোমার বিপক্ষে—প্রভুর উক্তি। তোমরা বলছ : আমাদের বিরুদ্ধে কে নেমে আসতে পারবে? কে আমাদের নিবাসে প্রবেশ করতে পারবে?
14 আমি তোমাদের কাজের ফল অনুসারে তোমাদের যোগ্য শাস্তি দেব—প্রভুর উক্তি ; আমি তার বনে আগুন ধরাব, আর সেই আগুন তার চারদিকে সবই গ্রাস করবে।'