1 প্রভু আমাকে একথা বললেন: 'যাও, ক্ষোম-সুতোর একটা বন্ধনী কিনে তা কোমরে বেঁধে নাও; কিন্তু তা জলে ডোবাবে না।'
2 তাই আমি প্রভুর বাণীমত একটা বন্ধনী কিনে তা আমার কোমরে বাঁধলাম।
3 পরে, দ্বিতীয়বারের মত, প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
4 তুমি যে বন্ধনী কিনে কোমরে বেঁধেছ, ওঠ, তা নিয়ে ইউফ্রেটিস নদীর ধারে গিয়ে সেখানকার পাথরের কোন ফাটলে লুকিয়ে রাখ।
5 তাই আমি প্রভুর আজ্ঞামত গিয়ে ইউফ্রেটিস নদীর ধারে তা লুকিয়ে রাখলাম।
6 পরে, বহুদিন অতিবাহিত হলে পর, প্রভু আমাকে বললেন, 'ওঠ, ইউফ্রেটিসের ধারে যাও, এবং আমার আজ্ঞামত সেখানে যে বন্ধনী লুকিয়ে রেখেছ, তা সেখান থেকে তুলে নাও।"
7 তাই আমি ইউফ্রেটিসের ধারে গেলাম, খোঁজ করলাম, এবং যেখানে বন্ধনীটা লুকিয়ে রেখেছিলাম, সেখান থেকে তা তুলে নিলাম : আর দেখ, বন্ধনীটা নষ্ট হয়েছে, একেবারে অকেজো হয়ে পড়েছে।
8 তখন প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
9 'প্রভু একথা বলছেন : এইভাবে আমি হুদার দর্প ও যেরুসালেমের মহাদর্শ নষ্ট করে দেব।
10 এই যে ধূর্ত জনগণ আমার কথা শুনতে অস্বীকার করে, তাদের হৃদয়ের জেদ অনুসারে চলে, ও অন্য দেবতাদের সেবা করার জন্য ও তাদের উদ্দেশে প্রণিপাত করার জন্য তাদের অনুগামী হয়, তারা এই বন্ধনীর মত হবে, যা একেবারে অকেজো হয়ে পড়েছে।
11 কেননা মানুষের কোমরে যেমন বক্ষনী জড়ানো থাকে, তেমনি আমি গোটা ইয়ায়েলকুল ও গোটা যুদাকুলকে আমাতে জড়িয়েছিলাম— প্রভুর উক্তি—তারা যেন আমার সুনাম, আমার প্রশংসা ও আমার সম্মানার্থে আমার আপন জনগণ হয়—কিন্তু তারা কান দিল না !
12 তুমি তাদের এই কথাও বলবে প্রভু, ইস্রায়েলের পরমেশ্বর, একথা বলছেন : প্রতিটি কলস আঙুররসে পূর্ণ হওয়া চাই। আর তারা যদি তোমাকে বলে, প্রতিটি কলস আঙুররসে পূর্ণ হওয়া চাই, তা আমরা কি জানি না?
13 তবে তুমি উত্তরে তাদের বলবে, প্রভু একথা বলছেন: দেখ, আমি এই দেশের অধিবাসীদের, অর্থাৎ দাউদের সিংহাসনে আসীন রাজাদের, যাজকদের, নবীদের ও যেরুসালেম অধিবাসীদের সকলকেই মত্ততায় পূর্ণ করব।
14 পরে আমি তাদের সকলকে একজনকে আর একজনের বিরুদ্ধে, পিতাদের ও সন্তানদের সকলকেই একসঙ্গে চুরমার করব—প্রভুর উক্তি—তাদের বিনাশ করায় আমি মমতা দেখাব না, রেহাই দেব না, করুণা দেখাব না।'
15 শোন তোমরা, কান দাও, অহঙ্কার করো না, কেননা প্রভু কথা বলছেন।
16 অন্ধকার আসবার আগে তোমরা তোমাদের পরমেশ্বর প্রস্তুর গৌরব স্বীকার কর, নইলে রাত এলে পর্বতমালায় তোমাদের পায়ে হোঁচট লাগবে। তোমরা আলোর প্রত্যাশায় আছ, কিন্তু তিনি তা মৃত্যু-ছায়ায় পরিণত করবেন ঘোর অন্ধকারে তা রূপান্তরিত করবেন।
17 তোমরা যদি না শোন, আমার প্রাণ তোমাদের দর্পের জন্য নিরালায় কাঁদবে, এবং আমার চোখ অশ্রুপাত করবে, তা থেকে অশ্রুধারা বইবে, কেননা প্রভুর পালকে বন্দিদশায় নিয়ে যাওয়া হবে।
18 তোমরা রাজাকে ও মাতারানীকে বল “নামো, নিচে বসো, যেহেতু তোমাদের সেই প্রিয় মুকুট তোমাদের মাথা থেকে খসে পড়ল!'
19 দক্ষিণ প্রদেশের শহরগুলো এখন রুদ্ধ ; তা খুলে দেবে এমন কেউ নেই। গোটা মুদাকে দেশছাড়া করা হয়েছে, তার সকল মানুষকেই দেশছাড়া করা হয়েছে।
20 চোখ তুলে ওদের দিকে তাকাও, যারা উত্তরদিক থেকে আসছে ; তোমার হাতে যে পালকে তুলে দেওয়া হয়েছিল, তা কোথায়, কোথায় তোমার সেই প্রিয় মেষপাল?
21 তোমার নিজের সর্বনাশের জন্য যাদের তুমি তোমার ঘনিষ্ঠতা ভোগ করতে অভ্যস্ত করেছ, তারা যখন তোমার উপরে নির্মম কর্তৃত্ব চালাবে, তখন তুমি কী বলবে? তখন, প্রসবকালে যেমন স্ত্রীলোক, তেমনি তুমি কি যন্ত্রণায় আক্রান্ত হবে না?
22 আর যদি তুমি মনে মনে বল : ‘আমার এমন দশা কেন ঘটছে?' তবে শোন: তোমার মহা শঠতার কারণেই ছিঁড়ে নেওয়া হল তোমার পোশাকের অন্ত, ও তোমাকে মানদ্ৰষ্টা করা হল।
23 কৃষ্ণাঙ্গ কি নিজের চামড়া, কিংবা চিতাবাঘ নিজের চিত্রবিচিত্র রেখা বদলি করতে পারে ? তাহলে অপকর্ম অভ্যাস করেছ যে তোমরা, তোমরা কি সৎকর্ম করতে পারবে?
24 এজন্য আমি প্রান্তরের বাতাসে ওড়া খড়কুটোর মত এদের উড়িয়ে দেব।
25 এ তোমার নিয়তি, আমা দ্বারা এ তোমার জন্য নিরূপিত অংশ —প্রচুর উক্তি— যেহেতু তুমি আমাকে ভুলে গেছ ও যা মিথ্যা তাতে ভরসা রেখেছ।
26 আমিও তোমার সায়া তোমার মুখের উপরেই তুলে দেব, যেন তোমার লজ্জা দেখা যায় :
27 হ্যাঁ, তোমার ব্যভিচার, তোমার হ্রেষা, তোমার বেশ্যাগিরির কুকর্ম দেখা যাবে। উপপর্বতগুলির উপরে ও মাঠে মাঠে আমি তোমার যত ঘৃণ্য কাজ দেখেছি। ধিক্ তোমায়, যেরুসালেম! তুমি যে আমার অনুসরণ করায় নিজেকে শোধন করতে অসম্মত। আর কতদিন এমনটি চলবে?