Index

যেরেমিয়া - Chapter 11

1 প্রভুর কাছ থেকে যে বাণী যেরেমিয়ার কাছে এসে উপস্থিত হল, তা এ।
2 তুমি এই সন্ধির বাণী শোন, এবং যুদার লোকদের ও যেরুসালেম-অধিবাসীদের কাছে তা প্রচার কর।
3 তুমি তাদের বলবে প্রভু, ইস্রায়েলের পরমেশ্বর, একথা বলছেন : অভিশপ্ত সেই মানুষ, যে এই সন্ধির বাণীতে কান দেয় না—
4 সেই যে সন্ধির বাণী, মিশর দেশ থেকে, লোহা ঢালবার সেই হাপর থেকে তোমাদের পিতৃপুরুষদের বের করে আনবার দিনে আমি এই বলে তাদের জন্য আজ্ঞা করেছিলাম: তোমরা আমার প্রতি বাধ্য হও, এবং আমি যে সকল আজ্ঞা তোমাদের দিই, তা পালন কর, তবেই তোমরা হবে আমার আপন জনগণ আর আমি হব তোমাদের আপন পরমেশ্বর,
5 যাতে তোমাদের পিতৃপুরুষদের কাছে দুধ ও মধু-প্রবাহী দেশ দেব বলে যে শপথ করেছিলাম — তোমরা আজ যে দেশ অধিকার করে আছ!- আমি সেই শপথের সিদ্ধি ঘটাই।' আমি উত্তরে বললাম, “আমেন, প্রভু!'
6 পরে প্রভু আমাকে আরও বললেন, ‘তুমি যুদার শহরে শহরে ও যেরুসালেমের রাস্তায় রাস্তায় এই সমস্ত বাণী প্রচার কর; বল : তোমরা এই সন্ধির বাণীতে কান দিয়ে তা পালন কর!
7 কেননা যেসময় আমি তোমাদের পিতৃপুরুষদের মিশর দেশ থেকে এখানে এনেছিলাম, সেসময় থেকে আজ পর্যন্ত তাদের বারবার সনির্বন্ধ আবেদন জানিয়ে দিনের পর দিন তৎপরতার সঙ্গে এই আবেদন জানালাম : আমার প্রতি বাধ্য হও!”
8 কিন্তু তারা শুনল না, কান দিল না, বরং প্রত্যেকে নিজ নিজ ধূর্ত হৃদয়ের জেদ অনুসারেই চলল। ফলে আমি এই সন্ধির সমস্ত বাণী তাদের উপরে নামিয়ে আনলাম, সেই যে সন্ধি আমি তাদের পালন করতে আজ্ঞা করেছিলাম, কিন্তু তারা পালন করেনি।'
9 প্রভু আমাকে বললেন, 'মুদার লোকদের মধ্যেও যেরুসালেম অধিবাসীদের মধ্যে চক্রান্ত চলছে ;
10 তারা তাদের সেই পিতৃপুরুষদের শঠতার দিকে ফিরেছে, যারা আমার কথায় কান দিতে অস্বীকার করেছিল; এরাও অন্য দেবতাদের সেবা করার জন্য তেমন দেবতাদের পিছনে গিয়েছে : ইস্রায়েলকুল ও যুদাকুল আমার সেই সন্ধি ভঙ্গ করেছে, যা আমি তাদের পিতৃপুরুষদের সঙ্গে করেছিলাম।
11 অতএব প্রভু একথা বলছেন: দেখ, আমি তাদের উপর এমন অমঙ্গল নামিয়ে আনব, যা থেকে তারা রেহাই পেতে পারবে না; তখন তারা আমার কাছে হাহাকার করবে, কিন্তু আমি তাদের কথা শুনব না।
12 তখন যুদার শহরগুলি ও যেরুসালেম অধিবাসীরা যে দেবতাদের উদ্দেশে ধূপ জ্বালিয়ে থাকে, তাদের কাছে গিয়ে হাহাকার করবে, কিন্তু সেগুলো অমঙ্গলের সময়ে তাদের কোনমতে ত্রাণ করতে পারবে না।
13 বস্তুত হে যুদা, তোমার যত শহর তত দেবতা; এবং যেরুসালেমের যত রাস্তা, তোমরা সেই লজ্জার বস্তুর জন্য তত বেদি, বায়ালের উদ্দেশে ধূপ জ্বালাবার জন্য তত বেদি দাঁড় করিয়েছ।
14 আর তুমি এই জনগণের হয়ে যাচনা করো না, এদের হয়ে মিনতি বা প্রার্থনা নিবেদন করো না, কেননা এরা অমঙ্গলের চাপে যখন আমাকে ডাকবে, তখন আমি এদের কথা শুনব না।'
15 আমার গৃহে আমার প্রিয়ার কী কাজ? তার আচরণ তো কুটিলতায় পরিপূর্ণ। মানত ও পবিত্রীকৃত মাংস কি তোমা থেকে অমঙ্গল দূর করবে? এইভাবে কি তুমি তা এড়াতে পারবে?
16 'ফলশোভায় মনোহর সবুজ জলপাইগাছ', প্রভু তোমাকে এই নাম দিয়েছিলেন। কিন্তু তিনি মহা ঝড়ের গর্জনে তাতে আগুন ধরিয়েছেন, তাই তার শাখাগুলি ভেঙে পড়ল।
17 সেনাবাহিনীর প্রভু, যিনি তোমাকে পুঁতেছিলেন, তিনি তোমার বিরুদ্ধে অমঙ্গলের কথা জারি করেছেন, কারণ ইস্রায়েলকুল ও যুদাকুল অপকর্ম সাধন করেছে; তারা বায়ালের কাছে ধূপ জ্বালিয়ে আমাকে ক্ষুক্ত করেছে।
18 প্রভু আমাকে ব্যাপারটা জানালে আমি তা জানতে পারলাম; তখন তুমি তাদের যত ষড়যন্ত্র আমাকে আবিষ্কার করতে দিলে।
19 আমি ছিলাম তেমন বাধ্য মেষশাবকের মত যাকে জবাইখানায় নিয়ে যাওয়া হচ্ছে; জানতাম না যে, তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বলছিল: 'এসো, গাছটা সতেজ থাকতেই ধ্বংস করি, জীবিতের দেশ থেকে তাকে উচ্ছেদ করি, যেন এর নাম আর কারও মনে না থাকে।'
20 কিন্তু তুমি, হে সেনাবাহিনীর প্রভু, তুমি তো ন্যায়বিচার করে থাক তুমি তো মানুষের অন্তর ও প্রাণ যাচাই করে থাক। আমি যেন দেখতে পাই তাদের উপর তোমার প্রতিশোধ! কারণ আমি তোমারই হাতে তুলে দিয়েছি আমার পক্ষ সমর্থনের ভার।
21 এজন্য, আমার প্রাণনাশের চেষ্টায় আনাগোতের যে লোকেরা বলে, 'প্রভুর নামে বাণী দিয়ো না, দিলে আমাদের হাতে মারা পড়বে, '
22 সেই লোকদের বিষয়ে সেনাবাহিনীর প্রভু একথা বলছেন, 'দেখ, আমি তাদের প্রতিফল দিতে যাচ্ছি; তাদের যুবকেরা খড়ের আঘাতে মারা পড়বে, তাদের ছেলেমেয়েরা ক্ষুধায় মরবে।
23 তাদের কেউই রেহাই পাবে না, কারণ তাদের প্রতিফল-বর্ষে আমি আনাথোতের লোকদের বিরুদ্ধে অমঙ্গল ডেকে আনব।'