Index

যেরেমিয়া - Chapter 12

1 প্রভু, তুমি ধর্মময় ; আমি কে যে তোমার সঙ্গে তর্ক করব! তবু আমার ইচ্ছা আছে, ন্যায় সম্বন্ধে তোমার সঙ্গে আমার মনের কথা বলব। দুর্জনের পথ কেন সমৃদ্ধ ? সকল বিশ্বাসঘাতক কেন শান্তি ভোগ করছে?
2 তুমি তাদের রোপণ করেছ; তারা শিকড় গাড়ল, এখন গজিয়ে উঠে ফলবান হচ্ছে ; তুমি তাদের মুখের নিকটবর্তী, কিন্তু তাদের অন্তরের দূরবর্তী।
3 কিন্তু তুমি, প্রভু, তুমি তো আমাকে জান, আমাকে দেখ ; তুমি তো যাচাই করে দেখ যে, আমার হৃদয় তোমারই সঙ্গে। জবাইখানার জন্য মেষের মত ওদের জোর করে নিয়ে যাও, হত্যাকাণ্ডের দিনের জন্য ওদের আলাদা রাখ।
4 আর কত দিন দেশ শোক করবে ও মাঠের সমস্ত ঘাস শুকিয়ে যাবে? দেশনিবাসীদের অপকর্মের ফলে পশু ও পাখির বিনাশ ঘটছে, কারণ ওরা নাকি বলে : 'তিনি আমাদের শেষ দশা দেখেন না!'
5 পদাতিকদের সঙ্গে দৌড় দিলে তোমার যদি ক্লান্তি লাগে, তবে রণ-অশ্বগুলির সঙ্গে কেমন করে পেরে উঠবে? শান্তির দেশে তুমি তো ভরসা ভরেই থাক বটে, কিন্তু বর্জনের অরণ্যে কী করবে?
6 কেননা তোমার ভাইয়েরা ও তোমার পিতৃকুল, তারাও তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করবে; তারা নিজেরাও জোর গলায় চিৎকার করতে করতে তোমার পিছনে ধাওয়া করবে। তারা যখন তোমাকে ভাল ভাল কথা শোনায়, তখন তুমি তাদের উপরে আস্থা রেখো না।'
7 আমি আমার আপন বাড়ি ত্যাগ করেছি, ছেড়ে দিয়েছি আমার আপন উত্তরাধিকার : যা কিছু ভালবাসতাম- -তা সবই তুলে দিয়েছি শত্রুর হাতে।
8 আমার উত্তরাধিকার আমার পক্ষে হয়ে উঠেছে অরণ্যে সিংহের মত ; সে আমার বিরুদ্ধে গর্জন করল, তাই আমি তাকে ঘৃণা করতে লাগলাম।
9 আমার উত্তরাধিকার আমার পক্ষে কি চিত্রাঙ্গ শকুনের মত হল যে, শিকারী পাখি সবদিক দিয়ে তা আক্রমণ করছে? হে সকল বন্যজন্তু, এসো, জড় হও, গ্রাস করতে এসো!
10 বহু রাখাল আমার আঙুরখেত নষ্ট করে ফেলেছে, আমার জমি মাড়িয়ে দিয়েছে; আমার প্রিয়তম জমিটুকু বিধ্বস্ত প্রান্তর করেছে,
11 তারা তা ধ্বংসস্থান করেছে; সেই বিধ্বস্ত অবস্থায় তা আমার কাছে বিলাপ করছে। সমগ্র দেশই বিধ্বস্ত : কিন্তু কারও চিন্তা নেই।
12 প্রান্তরের যত গাছশূন্য পর্বতের উপরে বিনাশকেরা দলে দলে আসছে, কারণ প্রভুর এমন খড়া আছে, যা দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সবই গ্রাস করছে; কারও জন্য রেহাই নেই।
13 তারা বুনেছে গম, কিন্তু কেটেছে কাঁটার শস্য, পরিশ্রান্ত হয়েছে, কিন্তু তাদের শ্রম বৃথা ; প্রভুর জ্বলন্ত ক্রোধের কারণে তারা নিজেদের ফসল সম্বন্ধে হতাশ।'
14 প্রভু একথা বলছেন : “ আমি আমার আপন জনগণ ইস্রায়েলকে যে উত্তরাধিকার মঞ্জুর করেছি, যারা তা স্পর্শ করেছে, আমার সেই ধূর্ত প্রতিবেশীকে আমি তাদের দেশ থেকে উৎপাটন করব, এবং তাদের মধ্য থেকে যুদাকুলকেও উৎপাটন করব।
15 আর তাদের উৎপাটন করার পর আমি তাদের প্রতি আবার আমার স্নেহ দেখাব, তাদের প্রত্যেকজনকে নিজ নিজ উত্তরাধিকারে ও দেশে ফিরিয়ে আনব।
16 তারা যদি সযত্নেই আমার জনগণের পথ শেখে, এবং যেমন বায়ালের দিব্যি দিয়ে শপথ করতে আমার জনগণকে শেখাত, তেমনি “জীবনময় প্রভুর দিব্যি” বলে আমার নামে শপথ করে, তবে তারাও আমার জনগণের মধ্যে পুনঃপ্রতিষ্ঠিত হবে।
17 কিন্তু তারা যদি কথা না শোনে, তবে আমি সেই জাতিকে সম্পূর্ণরূপেই উৎপাটন করব, আর তারা মারা পড়বে।' প্রভুর উক্তি।