1 প্রভু একথা বলছেন : “সেসময়ে আমি হব ইস্রায়েলের সকল গোত্রের আপন পরমেশ্বর, আর তারা হবে আমার আপন জনগণ।
2 প্রভু একথা বলছেন : “যে জনগণ খড়্গা থেকে রেহাই পেয়েছে, তারা প্রান্তরেই অনুগ্রহ পেয়েছে : ইস্রায়েল এবার তার বিশ্রামস্থানের দিকে এগিয়ে যাচ্ছে।
3 দূর থেকে প্রভু আমাকে দেখা দিয়েছেন 'চিরকালীন ভালবাসায় তোমাকে ভালবেসেছি বলেই আমি এখনও তোমার উপর কৃপা প্রসারিত করছি।
4 আমি তোমাকে পুনর্নির্মাণ করব আর তুমি, ইস্রায়েল-কুমারী, পুনর্নির্মিত হবে। তুমি আবার হবে তোমার খঞ্জনিতে বিভূষিতা, উৎসবমুখর জনতার মাঝে নেচে নেচে এগিয়ে চলবে।
5 সামারিয়ার পর্বতমালায় তুমি আবার আঙুরগাছ পুঁতবে, যারা পুঁতবে, তারা পুঁতবার পর ফল ভোগ করবে।
6 এমন দিন আসবে, যে দিন এফাইমের পর্বতে পর্বতে প্রহরীরা চিৎকার করে বলবে : ওঠ, চল, আমরা সিয়োনে যাই, আমাদের পরমেশ্বর প্রভুর কাছে যাই!”
7 কেননা প্রভু একথা বলছেন : “যাকোবের জন্য তোমরা সানন্দে চিৎকার কর, সর্বদেশের মধ্যে প্রধান যে দেশ তার উদ্দেশে উচ্চধ্বনি তোল, ঘোষণা কর, প্রশংসাবাদ কর, চিৎকার করে বল : প্রভু তাঁর আপন জনগণকে, ইস্রায়েলের অবশিষ্ট অংশকে ত্রাণ করেছেন।
8 দেখ, আমি উত্তর দেশ থেকে তাদের ফিরিয়ে আনছি, পৃথিবীর প্রান্তসীমা থেকে তাদের জড় করছি: তাদের মধ্যে রয়েছে অন্ধ ও খোঁড়া, গর্ভবতী ও প্রসবিনী, —বিপুল জনতা হয়ে তারা একসঙ্গে এখানে ফিরে আসবে।
9 তারা ফিরে আসবে চোখের জল ফেলতে ফেলতে, তারা প্রার্থনা করতে করতেই আমি তাদের ফিরিয়ে আনব ; আমি তাদের জলস্রোতের ধারে চালনা করব, এমন সরল পথ দিয়ে তাদের চালনা করব, যে পথে তারা হোঁচট খাবে না ; কেননা ইস্রায়েলের পক্ষে আমি পিতা, এফ্রাইম আমার প্রথমজাত পুত্র।
10 জাতি-বিজাতি, প্রভুর বাণী শোন, সুদূর উপকূলে তা প্রচার কর : বল : "যিনি ইয়ায়েলকে বিক্ষিপ্ত করলেন, তিনি তাকে সংগ্রহ করেন, ' তিনি তাকে রক্ষা করেন, মেষপালক নিজের পাল রক্ষা করে যেমন।
11 কারণ প্রভু যাকোবের মুক্তি সাধন করলেন, তার চেয়ে শক্তিশালীর হাত থেকে তাকে উদ্ধার করলেন।
12 তারা এসে সিয়োনের উঁচুস্থানে সানন্দে চিৎকার করবে, প্রভুর মঙ্গলময়তার জন্য তারা উজ্জ্বল হয়ে উঠবে- তারা গম, নতুন আঙুররস, তেল, মেষ ও পশুপালের উপর উল্লাস করবে; তারা জলসিক্ত বাগানেরই মত হবে, তাদের আর কখনও দুঃখ হবে না।
13 তখন যুবতী নেচে নেচে আনন্দ করবে, যুবা-বৃদ্ধও মিলে আনন্দ করবে ; আমি তাদের শোক পুলকেই পরিণত করব, তাদের সান্ত্বনা দেব; দুঃখের পর তাদের আনন্দিত করব।
14 যাজকদের প্রাণ ভরিয়ে তুলব পরমদানে, আমার জনগণ পরিতৃপ্ত হবে আমার মঙ্গলদানে প্রভুর উক্তি।
15 প্রভু একথা বলছেন : ‘রামায় শোনা গেল এক সুর—বিলাপ ও তিক্ত কান্নার সুর। রাখেল নিজ সন্তানদের জন্য কাঁদছে ; কোন সান্ত্বনা মানছে না, কারণ তারা আর নেই।”
16 প্রভু একথা বলছেন : “তোমার বিলাপ, তোমার চোখের জল সংযত রাখ, কারণ তোমার শ্রমের জন্য একটা মঞ্জুরি আছেই—প্রভুর উক্তি— তারা শত্রুদেশ থেকে ফিরে আসবে।
17 তোমার ভবিষ্যতের একটা আশা আছেই—প্রভুর উক্তি— তোমার সন্তানেরা তাদের আপন অঞ্চলে ফিরে আসবে।
18 আমি তো শুনেইছি এফ্রাইমের খেদের এই কথা : তুমি আমাকে শাস্তি দিয়েছ, আর আমি সেই শাস্তি ভোগ করেছি, —দমিত নয় এমন একটা বাছুরের মত! আমাকে ফিরিয়ে আন, তবে আমি ফিরে আসব, তুমিই যে আমার পরমেশ্বর প্রভু।
19 পথভ্রষ্ট হওয়ার পর আমি তো করেছি অনুতাপ, আমার চেতনা হওয়ার পর আমি তো চাপড়িয়েছি বুক। লজ্জা বোধ করেছি, আমি এখন নিতান্ত বিষণ্ণ, আমি যে আমার যৌবনকালের সেই দুর্নাম বহন করছি!
20 এফ্রাইম কি আমার প্রিয় সন্তান নয়? সে কি আমার প্রীতিভাজন বালক নয়? তাকে যত ভর্ৎসনা করেছি, আমার কাছে তত উজ্জ্বল হল তার স্মরণ ! এজন্য আমার অন্তর তার জন্য ব্যাকুল হয়ে ওঠে, তার প্রতি আমার স্নেহ গভীর।' প্রভুর উক্তি।
21 তুমি জায়গায় জায়গায় পথের চিহ্ন রাখ, নির্দেশ-স্তম্ভ স্থাপন কর, যে পথে চলেছ, সেই রাস্তায় মন নিবদ্ধ রাখ। হে ইস্রায়েল-কুমারী, ফিরে এসো, তোমার এই সকল শহরে ফিরে এসো।
22 হে বিদ্রোহিণী কন্যা, আর কতকাল অস্থির হয়ে চলবে? কেননা প্রভু পৃথিবীতে নবীন কিছু সৃষ্টি করতে যাচ্ছেন : নারীই নরকে ঘিরে রাখবে।
23 সেনাবাহিনীর প্রভু, ইস্রায়েলের পরমেশ্বর, একথা বলছেন : ‘আমি যখন তাদের বন্দিদের ফিরিয়ে আনব, তখন যুদা দেশে ও তার সকল শহরে আবার একথা বলা হবে: হে ধর্মময়তার নিবাস, হে পবিত্র পর্বত, প্রভু তোমাকে আশীর্বাদ করুন।
24 যুদা ও তার সকল শহর, এবং কৃষকেরা ও যারা পালের সঙ্গে ঘোরাফেরা করে, তারা সেখানে মিলে বাস করবে।
25 কারণ আমি শ্রান্ত প্রাণকে আপ্যায়িত করব ও অবসন্ন প্রাণকে পরিতৃপ্ত করব।'
26 তখন আমি জেগে উঠে দৃষ্টিপাত করলাম ; আমার ঘুম মধুর লাগল।
27 প্রভু একথা বলছেন, 'দেখ, এমন দিনগুলি আসছে, যখন আমি মানুষ ও গবাদি পশুর বীজ দ্বারা ইয়ালেকুল ও যুদাকুলকে উর্বর করব।
28 আর যেমন আমি উৎপাটন ও ভাঙন, নিপাত ও বিনাশের জন্য তাদের উপর জাগ্রত দৃষ্টি রাখলাম, তেমনি গাঁথা ও রোপণের জন্যও তাদের উপর জাগ্রত দৃষ্টি রাখব।' প্রভুর উরি।
29 সেই দিনগুলিতে কেউই আর বলবে না: পিতারা অম্ল আঙুরফল খেলে ছেলেদেরই দাঁত টকেছে।
30 বরং প্রত্যেকে নিজ নিজ শঠতার কারণে মৃত্যু ভোগ করবে; যে কেউ অম্ল আঙুররস খাবে, তারই দাঁত টকবে।
31 দেখ, এমন দিনগুলি আসছে—প্রভুর উক্তি—যখন আমি ইস্রায়েলকুল ও যুদাকুলের সঙ্গে এক নতুন সন্ধি স্থাপন করব।
32 মিশর দেশ থেকে তাদের পিতৃপুরুষদের বের করে আনার জন্য যখন আমি তাদের হাত ধরেছিলাম, তখন আমি তাদের সঙ্গে যে সন্ধি স্থির করেছিলাম, এই সন্ধি সেই অনুসারে নয়; আমি তাদের প্রভু হলেও তারা আমার সেই সন্ধি লঙ্ঘন করল—প্রভুর উক্তি।
33 এটি হবে সেই সন্ধি যা আমি সেই দিনগুলির পরে ইস্রায়েলকূলের সঙ্গে স্থাপন করব— প্রভুর উক্তি : আমি তাদের অন্তঃস্থলে আমার নির্দেশগুলি রেখে দেব, তাদের হৃদয়েই তা লিখে দেব। তখন আমি হব তাদের আপন পরমেশ্বর আর তারা হবে আমার আপন জনগণ।
34 “তোমরা প্রভুকে জানতে শেখ!” একথা ব'লে আপন প্রতিবেশীকে ও ভাইকে উপদেশ দেওয়া আর কারও প্রয়োজন হবে না, কারণ তারা ছোট বড় সকলেই আমাকে জানবে —প্রভুর উক্তি—কেননা আমি তাদের শঠতা ক্ষমা করব, তাদের পাপও আর স্মরণে আনব না।'
35 যিনি দিনমানে আলোর জন্য সূর্য, ও রাত্রিকালে আলোর জন্য চন্দ্র ও তারানক্ষত্র নিযুক্ত করেছেন, যিনি সমুদ্র আলোড়িত করেন ও তার তরঙ্গমালার গর্জনধ্বনি তোলান, সেনাবাহিনীর প্রভুই যাঁর নাম, সেই প্রভু একথা বলছেন :
36 এই সকল বিধিনিয়ম যখন আমার সামনে থেকে নিঃশেষিত হবে, —প্রভুর উক্তি— তখনই ইস্রায়েল-বংশ আমার সামনে থেকে জাতিরূপে নিঃশেষিত হবে চিরকাল ধরে।
37 প্রভু একথা বলছেন : ‘যদি ঊর্ধ্বে আকাশমণ্ডল পরিমাপ করা যায়, নিম্নে পৃথিবীর ভিত যদি তলিয়ে দেখা যায়, তবে আমিও তাদের সাধিত সমস্ত কাজের জন্য ইস্রায়েলের গোটা বংশকে ত্যাগ করব। প্রভুর উক্তি।
38 দেখ, এমন দিনগুলি আসছে—প্রভুর উক্তি—যখন হানানেয়েল-দুর্গ থেকে কোণ-দ্বার পর্যন্ত নগরী প্রভুর উদ্দেশে পুনর্নির্মিত হবে।
39 সেখান থেকে মানদড়ি বরাবর সম্মুখপথে গারের উপপর্বতের উপর দিয়ে টানা হবে, ও ঘুরে গোয়াতে গিয়ে পৌঁছবে।
40 লাশ ও ছাইয়ে ভরা সমস্ত উপত্যকা ও কেন্দ্রোন খাদনদী পর্যন্ত সকল মাঠ, পুবদিকে অশ্ব দ্বারের কোণ পর্যন্ত, প্রভুর উদ্দেশে পবিত্র বলে ঘোষণা করা হবে; তা কোন কালেও আর আলোড়িত বা বিধ্বস্ত হবে না।'