Index

যোব - Chapter 40

1 প্রভু যোবকে আরও বললেন,
2 প্রতিবাদী কি সর্বশক্তিমানের সঙ্গে তর্ক করবে?
ঈশ্বরের অভিযোক্তা তবে উত্তর দিক!
3 তখন যোব প্রভুকে উদ্দেশ করে বললেন,
4 দেখ, আমি ছোট্ট : তোমাকে কী উত্তর দেব?
আমি নিজ মুখে হাত দিলাম !
5 আমি একবার কথা বলেছি, আর প্রতিবাদ করব না;
দু'বার কথা বলেছি, আর বলব না।
ঈশ্বরের দ্বিতীয় বাণী—মানুষ, তুমি কী জান?
6 তখন প্রভু ঘূর্ণিবায়ুর মধ্য থেকে যোবকে উত্তর দিলেন। বললেন :
7 বীরের মত কোমর কষে বাঁধ ;
আমি তোমাকে প্রশ্ন করব আর তুমি আমাকে উদ্বুদ্ধ করবে।
8 তুমি কি সত্যিই আমার বিচার মুছে দেবে?
নিজেকে নির্দোষী করার জন্য কি আমাকে দোষী করবে?
9 তোমার বাহুতে কী ঈশ্বরের শক্তি আছে?
তুমিও কি তাঁর মত বজ্রনাদ তুলতে পার?
10 আচ্ছা, মহিমা ও মহত্ত্বে ভূষিত হও,
প্রভা ও গৌরবে পরিবৃত হও ;
11 তোমার ক্রোধের হুঙ্কার ছড়িয়ে দাও,
প্রতিটি দর্শীকে লক্ষ করে নামিয়ে দাও:
12 প্রতিটি দর্পীকে লক্ষ করে নত কর,
দুর্জনেরা যেইখানে থাকুক না কেন তাদের মাড়িয়ে দাও ;
13 তাদের মিলিত করে সকলকেই ধুলায় আচ্ছন্ন কর,
অন্ধকারে তাদের মুখ আটকে দাও ;
14 তখন আমিই প্রথম তোমাকে সম্মান দেখাব,
তুমি যে তোমার ডান হাতে বিজয়ী হলে!
15 জলহস্তীকে দেখ : আমি তোমার সঙ্গে তাকেও গড়েছি;
সে বলদের মত তৃণভোজী।
16 দেখ, কটিদেশে তার কেমন বল,
উদরের পেশিতে তার কেমন তেজ।
17 সে এরসগাছের মত লেজ উচ্চ করে,
তার উরুত দু'টোর শিরাগুলো শক্ত করে জোড়া।
18 তার হাড়গুলো ব্রঞ্জের নলের মত,
তার পাজর লোহার অর্গলের মত।
19 ঈশ্বরের কাজের মধ্যে সে-ই প্রথম গড়া,
তার নির্মাতা খঙ্গ দ্বারা তাকে ধমক দিলেন।
20 পাহাড়পর্বত তার খাদ্য যোগায়,
সমস্ত বন্যজন্তুও সেখানে লীলা করে।
21 সে শুয়ে থাকে পদ্মবনে,
নলবনের অন্তরালে, জলাভূমিতে।
22 পদ্মগাছ নিজের ছায়ায় তাকে ছায়া দেয়,
খরস্রোতের ঝাউগাছ তাকে ঘিরে থাকে।
23 নদী হঠাৎ উথলে উঠুক, সে ভয় পায় না,
যর্দন ছেপে তার মুখে এসে পড়লেও সে থাকে সুস্থির।
24 কে তাকে চোখ ধরে টানতে পারে?
ফাঁদ ফেলে কে তার নাক কুঁড়তে পারে?
25 তুমি কি বড়শিতে লেভিয়াথানকে তুলতে পার ?
হাতসুতে তার জিহ্বা বাঁধতে পার?
26 নলকাঠি দিয়ে তার নাক কি ফুঁড়তে পার?
বড়শি দিয়ে তার হনু কি বিধতে পার?
27 সে কি তোমার কাছে বহু মিনতি করবে,
বা তোমাকে কোমল কথা শোনাবে?
28 সে কি তোমার সঙ্গে চুক্তি স্থির করবে,
তুমি যেন তাকে তোমার চিরদাস বলে গ্রহণ কর?
29 পাখির সঙ্গে যেমন খেলা কর, তেমনি কি তার সঙ্গে খেলা করবে?
তোমার যুবতীদের জন্য কি তাকে বেঁধে রাখবে?
30 জেলের দল কি তাকে বিক্রির জন্য বাজারে ওঠাবে?
বণিকেরা কি নিজেদের মধ্যে তাকে ভাগ ভাগ করে নেবে?
31 তুমি কি তার চামড়া লোহার ফলায়
বা তার মাথা জেলের কোঁচে বিধতে পার ?
32 তুমি শুধু তার উপরে তোমার হাত বাড়াও,
এবং তেমন লড়াইয়ের স্মরণে আর কখনও তা করতে চেষ্টা করবে না !