1 আমার আত্মা নিঃশেষিত, আমার আয়ু ক্ষীণ হয়ে আসছে ; কবর আমার প্রতীক্ষায় আছে !
2 বিদ্রূপকারীরা কি সত্যিই আমার চারদিকে নয়? তাদের শত্রুমিতেই নিবন্ধ আমার চোখ।
3 দোহাই তোমার! তুমিই হও আমার জামিনদার, আর কে আছে যে, আমার জন্য জামিন দেবে?
4 তুমি এদের মন থেকে বুদ্ধি বিচ্যুত করেছ, তাই এদের জয়ী হতে দেবে না।
5 পুরস্কারের আশায় বন্ধুকে যে তুলে দেয়, ক্ষীণ হয়ে আসে তার সন্তানদের চোখ।
6 আমি হয়েছি জাতিগুলির হাসির বস্তু, এমন মানুষ, যার মুখে লোকে থুথু ফেলে।
7 দুঃখে নিস্তেজ হয়েছে আমার চোখ, আমার সর্বাঙ্গ হয়েছে ছায়ার মত।
8 এতে সরল মানুষেরা স্তম্ভিত হয়, ভক্তিহীনের বিরুদ্ধে নির্দোষী উত্তেজিত হয়।
9 তবু ধার্মিক তার নিজের আচরণে সুস্থির হয়ে চলবে, শুদ্ধ যার হাত, সে উত্তরোত্তর প্রবল হবে।
10 এসো, তোমরা সকলে, আবার ফিরে এসো, তোমাদের মধ্যে প্রজ্ঞাবান একজনকেও পাব না।
11 আমার আয়ু গেল, আমার সঙ্কল্প সকল ভগ্ন, আমার মনস্কামনাও তাই!
12 এরা রাতকে দিন করে, অন্ধকারের সামনেও এরা বলে, আলো সন্নিকট।
13 আশার মত যদি আমার কিছু থাকে, তবে পাতালই আমার গৃহ, অন্ধকারেই শয্যা পাতি,
14 অবক্ষয়কে আমি বলি, তুমি আমার পিতা, কীটকে বলি, তুমি আমার মা, আমার বোন!
15 তবে আমার সেই আশা কোথায় ? কে আমার জন্য আশা দেখতে পায় ?
16 তা কি পাতাল-দ্বার পর্যন্ত নেমে যাবে? আমরা সকলে মিলে কি ধুলায় শায়িত হব?