1 যোব তখন উত্তর দিয়ে একথা বললেন :
2 আজকের দিনেও আমার বিলাপ তিক্ত, এখনও তাঁর হাত আমার হাহাকারের উপরে ভারী।
3 আহা! যদি জানতাম, কোথায় আমি তাঁর উদ্দেশ পাব ; তাঁর সিংহাসন পর্যন্তই যদি যেতে পারতাম !
4 তাহলে তাঁর সম্মুখেই আমার এই ব্যাপার ব্যক্ত করতাম, আমার ওষ্ঠ আমার সমস্ত দাবিতে পূর্ণ হত।
5 তিনি উত্তরে কি কি বলেন, তা আমি জানতে পারতাম, তিনি আমাকে কী বলতে চান, তা আমি বুঝতে পারতাম।
6 তিনি কি পরাক্রম দেখিয়েই আমার সঙ্গে তর্ক করতেন? না! কিন্তু তবুও আমার কথা মনোযোগ দিয়ে শুনতেন।
7 তবে তাঁর এই বিপক্ষকে ন্যায়বান বলে বিচার করতেন, আর আমি আমার বিচারকের হাত থেকে চিরকালের মত রেহাই পেতাম।
8 কিন্তু দেখ, আমি পূবে যাই, কিন্তু সেখানে তিনি নেই, পশ্চিমে ঘাই, কিন্তু তাঁকে দেখতে পাই না।
9 উত্তরে তাঁর খোঁজ করি, কিন্তু তাঁর সন্ধান পাই না, দক্ষিণ দিকে ফিরি, কিন্তু তিনি অদৃশ্যই থাকেন।
10 অথচ আমি যেই পথ ধরি না কেন, তিনি তা জানেন; তিনি আমাকে আগুনে যাচাই করলে আমি নিখাদ সোনার মতই উত্তীর্ণ হব।
11 আমার পদক্ষেপ তাঁর পদচিহ্নে লেগে আছে, সরে না গিয়ে আমি তাঁর চলার পথ ধরে চলেছি।
12 তাঁর ওষ্ঠের আব্বা ছেড়ে দূরে যাইনি, তাঁর মুখের বচনগুলি হৃদয়ে গচ্ছিত রেখেছি।
13 কিন্তু তিনি একমনা; কে তাঁকে ফেরাতে পারে? তিনি যা ইচ্ছা তাই করেন।
14 কোন সন্দেহ নেই! আমার বিষয়ে যা স্থির করেছেন, তা তিনি করবেনই করবেন, এবং তেমন সঙ্কল্প তাঁর কাছে বহুই রয়েছে।
15 এজনাই আমি তার সামনে আতঙ্কিত : তেমন কথা ভেবে আমি তাঁর ভয়ে কম্পিত হই।
16 ঈশ্বর আমার সাহসটুকু নিঃশেষিত করেছেন, সর্বশক্তিমান আমাকে আতঙ্কিত করেছেন;
17 অন্ধকারের আগমনের জন্যই যে আমি অবসন্ন, এমন নয়, ঘন তমসার আগমনের জন্যই যে আমি পতিত, এজন্যও নয়।