Index

যোব - Chapter 20

1 নায়ামাথ-নিবাসী জোফার তখন একথা বললেন :
2 আমার চিন্তা-ভাবনাই আমাকে উত্তর দিতে উত্তেজিত করে, আর এজন্যই আমি অধৈর্য হলাম।
3 আমি এমন ভর্ৎসনার কথা শুনেছি, যা আমাকে অপমানিত করছে, কিন্তু আমার অন্তর প্রতিবাদ করতে আমাকে প্রেরণা দিচ্ছে।
4 তুমি কি একথা জান না যে, অনাদিকাল থেকে পৃথিবীতে মানুষ স্থাপনের সময় থেকেই,
5 দুর্জনদের আনন্দগান ক্ষণিকেরই ব্যাপার, ভক্তিহীনের মূর্তিও নিমেষমাত্র ?
6 তার মহয় যদিও আকাশছোঁয়া, তার মাথা যদিও মেঘলোকস্পর্শী,
7 তবু তার নিজের মলের মতই সে বিলুপ্ত হবে: আর যারা তাকে দেখত, তারা বলবে, সে কোথায়?
8 সে স্বপ্নেরই মত মিলিয়ে যাবে, আর পাওয়া যাবে না কো তার উদ্দেশ, সে রাত্রিকালীন দর্শনের মত উবে যাবে।
9 যে চোখ তাকে দেখত, তা তাকে আর দেখবে না, তার ঘরও তাকে আর দেখতে পাবে না।
10 তার সন্তানেরা গরিবদের ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে, তাদের হাত তার সম্পদ ফিরিয়ে দেবে।
11 তার হাড় ছিল যৌবনের তেজে পরিপূর্ণ, কিন্তু এখন ধুলায় শায়িত তার সঙ্গে!
12 যদিও অপকর্ম তার মুখে মিষ্টি লাগত, যদিও তা লুকিয়ে রাখত জিহ্বার নিচে,
13 যদিও তা ছাড়তে সে সম্মত ছিল না, যদিও মুখের মধ্যে তা রাখত,
14 তবু তার খাদ্য পেটে বিকৃত হবে, তার অন্ত্ররাজিতে হবে কালসাপের বিষের মত।
15 গ্রাস করা তার সেই যত ধন সে উগরে দেবে, ঈশ্বর তার পেট থেকে সেইসব বের করে দেবেন।
16 সে কালসাপের বিষ চুষে খেল, চন্দ্রবোড়ার জিহ্বা তাকে সংহার করবে।
17 সে আর কখনও দেখবে না কোন স্রোতস্বিনী, মধু ও দুধ-প্রবাহী নদীও নয়।
18 সে নিজের শ্রমের ফল ফিরিয়ে দেবে, তা আস্বাদ করবে না, তার ব্যবসার ফলও সে ভোগ করবে না,
19 কেননা দুঃখীদের সে অত্যাচার ও পরিত্যাগ করল, নিজে যা গাঁথেনি এমন গৃহ সে ছিনিয়ে নিল ;
20 তার পেট কখনও শান্তি পেত না, তাই তার ধনও তাকে রক্ষা করবে না।
21 তার গ্রাসে কিছুই বাকি থাকত না, তাই তার সমৃদ্ধিও থাকবে না।
22 তার পূর্ণ প্রাচুর্যের দিনেও সে কষ্টে ভুগবে, যত দুর্দশা তার মাথায় নেমে পড়বে।
23 সে যখন নিজের পেট পূর্ণ করতে উদ্যত হবে, ঈশ্বর তার উপরে তাঁর ক্রোধের আগুন নিক্ষেপ করবেন, তার উপরে বর্ষণ করবেন জ্বলন্ত অঙ্গার।
24 যদিও সে লৌহাস্ত্র এড়াতে পারে তবু ব্রঞ্জের ধনুকে বিদ্ধ হবে।
25 তার পিঠ থেকেই বের হবে সেই তীর, তার যকৃৎ থেকে চমকে তীরের অগ্রভাগ। নানাবিধ সন্ত্রাস তাকে আক্রমণ করবে ;
26 সমস্ত অন্ধকার তার জন্যই সঞ্চিত। এমন আগুন তাকে গ্রাস করবে যা কোন মানুষ জ্বালায়নি, তার তাঁবুতে বাকি সবকিছু সেই আগুন ছাই করবে।
27 আকাশমণ্ডল তার শঠতা অনাবৃত করবে, পৃথিবী তার বিরুদ্ধে উঠে দাঁড়াবে।
28 বন্যা ভাসিয়ে নিয়ে যাবে তার ঘর, ঐশক্রোধের দিনেই তা বয়ে যাবে।
29 এটিই ধূর্ত মানুষের জন্য ঈশ্বরের নির্ধারিত ভাগ্য, এটিই তার জন্য ঈশ্বরের নিরূপিত উত্তরাধিকার!