1 এজন্যই আমার হৃদয় কেঁপে উঠছে,
বুকে দুপ্ দুপ্ করছে।
2 শোন, শোন, সেই তো তাঁর সুরের প্রচণ্ড আওয়াজ,
সেই তো তাঁর মুখনিঃসৃত কোলাহল।
3 তিনি সমস্ত আকাশের নিচে বিদ্যুৎ ঝলক ছুড়ে দেন,
পৃথিবীর চারপ্রান্ত পর্যন্তই তা প্রেরণ করেন।
4 তারপরে আসে তাঁর কণ্ঠনিনাদ,
নিজ মহত্ত্বের কণ্ঠে তিনি বজ্রনাদ করেন।
যতক্ষণ তাঁর সেই কন্ঠস্বর ধ্বনিত হয়,
ততক্ষণ তিনি কিছুই রোধ করেন না।
5 ঈশ্বর নিজ কণ্ঠে আশ্চর্যময় ভাবে গর্জন করেন,
এমন মহা মহা কাজ সাধন করেন, যা আমাদের ধারণার অতীত।
6 কেননা তিনি তুষারকে বলেন, পৃথিবীতে পড়,
বৃষ্টিধারাকে বলেন, মুষলধারায় পড়।
7 তিনি বন্ধ করেন প্রতিটি মানুষের কাজ,
যেন তাঁর গড়া সকল মানুষ তাঁরই কাজ জ্ঞাত হয়।
8 তখন যত বন্যজন্তু নিজ নিজ আশ্রয়স্থানে চলে যায়,
নিজ নিজ আস্তানায় শুয়ে থাকে।
9 দক্ষিণ থেকে ঝড়ের আগমন,
উত্তর থেকে শীতের আবির্ভাব।
10 ঈশ্বরের ফুৎকারে বরফ জন্মায়,
জলাশয়ও জমাট হয়ে যায়।
11 তিনি ঘন মেঘ জলে ভরেন,
মেঘের ভিতর দিয়ে বিদ্যুৎ ঝলক ছড়ান।
12 তাঁর পরিচালনায় সেগুলো ঘোরে,
যেন বিশ্বের বুকে তাঁর আজ্ঞামত কাজ করে।
13 তিনি কখনও দণ্ডের, কখনও তাঁর দেশের জন্য,
কখনও বা কৃপার খাতিরেই এইসব কিছু প্রেরণ করেন।
14 যোব, আপনি এতে কান দিন, একটু দাঁড়ান,
ঈশ্বরের আশ্চর্য কর্মকীর্তির কথা বিবেচনা করুন।
15 আপনি কি জানেন, তিনি কেমন করে এসব কিছু নিয়ন্ত্রণ করেন,
ও তাঁর মেঘ কেমন করে বিদ্যুৎ ঝলক ছড়ায়?
16 আপনি কি জানেন, মেঘমালা কেমন করে বাতাসে ভেসে বেড়ায়?
এ এমন অপরূপ কাজ, যা সূক্ষ্ম জ্ঞানের পরিচয়।
17 যখন দক্ষিণা বাতাসে পৃথিবী স্তব্ধ হয়,
তখন আপনি, যার নিজের পোশাক উষ্ণ হয়,
18 আপনিও কি তাঁর সঙ্গে পিটিয়ে পিটিয়ে বিস্তৃত করেন সেই আকাশমণ্ডল
যা ছাঁচে ঢালাই করা আয়নার মত দৃঢ়?
19 আমাদের জানান, তাঁকে কী বলব?
বরং আর তর্ক নয়, যেহেতু অন্ধকারে রয়েছি !
20 তাঁকে কি বলা যাবে: 'আমিই কথা বলব?'
কেউ কি ইচ্ছা করবে, সে কবলিত হবে?
21 আচ্ছা, এমন সময় আছে, যখন আলো মিলিয়ে যায়,
অন্ধকারময় মেঘের পিছনেই মিলিয়ে যায়,
পরে বাতাস এসে সেই মেঘ উড়িয়ে নিয়ে যায়।
22 উত্তর থেকে সোনালী প্রস্তার আবির্ভাব,
পরমেশ্বরের ঊর্ধ্বে ভয়ঙ্কর বিস্তার উদ্ভব।
23 সেই সর্বশক্তিমান আমাদের নাগালের অতীত,
তিনি পরাক্রমে মহান ;
তাঁর ন্যায়বিচার ও মহা ধর্মময়তা গুণে তিনি অত্যাচার করেন না।
24 এজন্য মানুষ তাঁকে ভয় করে,
কারণ যে কেউ নিজেকে প্রজ্ঞাবান মনে করে,
তাদের দিকে তিনি আদৌ তাকান না।