Index

যোব - Chapter 32

1 সেই তিনজন মানুষ যোবের সঙ্গে তর্ক বন্ধ করলেন, কারণ তিনি নিজের ধর্মময়তার পক্ষসমর্থন করতেন।
2 তখন রাম গোত্রের বুজ-নিবাসী বারাখেলের সন্তান এলিহুর ক্রোধ জ্বলে উঠল। যোবের বিরুদ্ধে তাঁর ক্রোধ জ্বলে উঠল, কারণ যোব দাবি করছিলেন, ঈশ্বর নন, তিনিই ঠিক!
3 তাঁর তিনজন বন্ধুর বিরুদ্ধেও তাঁর ক্রোধ জ্বলে উঠল, কারণ তাঁরা যোবকে উপযুক্ত উত্তর দিতে না পারায় ঈশ্বরকেই দোষী করেছিলেন।
4 সেই তিনজন যোবের সঙ্গে কথা বলার সময়ে এই এলিহু অন্যান্যদের চেয়ে কম বয়সী হওয়ায় অপেক্ষা করেছিলেন ;
5 কিন্তু যখন দেখলেন, সেই তিনজনের মুখে উত্তর দেওয়ার মত আর কিছু নেই, তখন এলিছ ক্রোধে জ্বলে উঠলেন।
6 বুজ-নিবাসী বারাখেলের সন্তান এলিহু তখন কথা বলতে লাগলেন; তিনি বললেন : আমি তো যুবক, আপনারা প্রাচীন, তাই আপনাদের প্রতি সম্মানের খাতিরে আপনাদের কাছে আমার অভিমত প্রকাশ করতে ভয় করছিলাম।
7 আমি ভাবছিলাম : বয়সই কথা বলবে, বার্ধক্যই প্রজ্ঞা শেখাবে।
8 কিন্তু মানুষের মধ্যে যে আত্মা রয়েছে, সেই আত্মা, সর্বশক্তিমানের সেই প্রেরণাই মানুষকে সদ্বিবেচক করে।
9 প্রাচীন বলে প্রাচীনেরাই যে প্রজ্ঞাবান, তা নয়, প্রবীণেরাই যে সবসময় ন্যায় নির্ণয় করেন, তাও নয়।
10 তাই আমি বলি আমার কথা শুনুন, আমিও আমার মত ব্যক্ত করি।
11 দেখুন, আমি আপনাদের কথার দিকে ঝুঁকে ছিলাম, আপনাদের যুক্তিতে কান দিলাম। যতক্ষণ ধরে আপনারা যুক্তির খোঁজে বেড়াচ্ছিলেন,
12 ততক্ষণ ধরে আমি আপনাদের কথায় মনোযোগ দিলাম কিন্তু দেখুন, আপনাদের মধ্যে কেউই যোবের মন জয় করতে পারেননি, আপনাদের মধ্যে কেউই তার কথার প্রকৃত উত্তর দেননি।
13 তবে একথা বলবেন না: আমরা প্রজ্ঞার সন্ধান পেয়েছি, কিন্তু ঈশ্বরই এঁকে পরাস্ত করুন, মানুষ নয়!
14 আর যখন ইনি আমার প্রতি কোন কথা উচ্চারণ করেননি, তখন আমিও আপনাদের কথা দিয়ে তাঁকে উত্তর দেব না।
15 তাঁরা বিহ্বল, আর উত্তর দিচ্ছেন না, বলার মত তাঁদের আর কথা নেই।
16 আমি অপেক্ষা করেছি, কিন্তু তাঁরা যখন আর কিছুই বলেন না, যখন বিনা উত্তরে এমনি বসে আছেন,
17 তখন আমিও আমার পক্ষ থেকে কিছুটা বলব, আমিও আমার মত ব্যক্ত করব।
18 কেননা অনুভব করছি যে, আমি কথায় পরিপূর্ণ, আমার অন্তরে যে আত্মা, তা আমাকে প্রেরণা দিচ্ছে।
19 দেখুন, আমার মধ্যে তা গণ্ডিবদ্ধ নতুন আঙুররসের মত, এমন আঙুররসের মত যা নতুন কুপো ফাটিয়ে দিচ্ছে।
20 আমি কথা বলব, বললে স্বস্তি পাব, আমি ওষ্ঠ খুলে উত্তর দেব।
21 আমি কারও মুখাপেক্ষা করব না, কাউকে তোষামোদ করব না,
22 কেননা আমি তোষামোদ করতে জানি না, করলে, তবে আমার নির্মাতা অল্পকালের মধ্যে আমাকে নিশ্চিহ্ন করতেন।