Index

যোব - Chapter 24

1 সর্বশক্তিমান কেন তাঁর বিচারের সময় নিরূপণ করেন না ? তাঁর ভক্তেরা কেন তাঁর সেই দিনগুলি দেখতে পায় না?
2 দুর্জনেরা জমির আল সরিয়ে দেয়, তারা মেষপাল ছিনিয়ে নিয়ে তা চরিয়ে বেড়ায়।
3 তারা এতিমের গাধা কেড়ে নেয়, বিধবার বলদ বন্ধক রাখে।
4 তারা নিঃস্বকে পথের বাইরে ঠেলে দেয়, দেশের দীনহীনেরা লুকিয়ে থাকতে বাধ্য হয়।
5 দেখ, মরুপ্রান্তরের বন্য গাধার মত তারা কাজের জন্য বেরিয়ে পড়ে ভোর থেকেই খাবার খোঁজ করে বেড়ায়, মরুভূমি তাদের সন্তানদের জন্য খাবার যুগিয়ে দেয়।
6 এমন মাঠে শস্য কাটে, যে মাঠ তাদের নয়, দুর্জনের আঙুরখেতে পড়ে থাকা গুচ্ছ জড় করে;
7 বস্ত্রাভাবে উলঙ্গ হয়ে রাত কাটায়, শীত থেকে রক্ষা পাবার মত একটা কাপড়মাত্রও তাদের নেই।
8 পর্বতমালার বৃষ্টিতে তারা ভেজে, আশ্রয় না থাকায় শৈলের গায়ে শরণ নেয়।
9 পিতৃহীনকে মায়ের বুক থেকে কেড়ে নেওয়া হয় দরিদ্রের অবলম্বন বন্ধকী দ্রব্য বলে রাখা হয়।
10 তাই এরা বস্ত্রাভাবে উলঙ্গ হয়ে বেড়ায়, ক্ষুধার জ্বালায় শস্যের আটি বয়ে বেড়ায় ;
11 ওদের বাগানে জলপাই পেষাই করে, আঙুরফল মাড়াই করে, তেষ্টায় ভোগে।
12 শহর থেকে মুমূর্ষুদের হাহাকার শোনা যায়, ক্ষতবিক্ষতদের প্রাণ সাহায্যের জন্য চিৎকার করে, অথচ ঈশ্বর তাদের প্রার্থনায় মনোযোগ দেন না !
13 আছে তারা, যারা আলো-বিদ্রোহীর দল, তারা তার কোনও গতিও জানে না, তার কোনও পথেও চলে না।
14 দিনের আলো গেলেই নরঘাতক ওঠে, সে দীনহীন ও নিঃস্বকে হত্যা করে, রাত্রিকালে চোরের মতই ঘুরে বেড়ায়।
15 ব্যভিচারীর চোখও অন্ধকারে ওত পেতে থাকে, সে ভাবে: কারও চোখ আমাকে দেখতে পাবে না; আর ঢেকে রাখে নিজের মুখ।
16 তারা অন্ধকারে ঘরের সিঁধ কাটে, দিনের বেলায় লুকিয়ে থাকে, আলোর কথা শুনতেই চায় না।
17 তাদের সকলের পক্ষে মৃত্যু-ছায়াই হল তাদের প্রভাত, তারা ঘোর অন্ধকারের ভয়ের ঘনিষ্ঠ বন্ধু।
18 অথচ তারা স্রোতের বেগে চালিত খড়কুটোর মত, দেশে তাদের উত্তরাধিকারের অংশ অভিশাপের বস্তু, তারা আঙুরখেতের পথে আর ফেরে না।
19 অনাবৃষ্টি ও গ্রীষ্মের কারণে যেমন বরফ মিলিয়ে যায়, তেমনি—লোকে বলে – পাতাল পাপীকে মিলিয়ে দেয়।
20 গর্ভ তাদের ভুলে যায়, তারা কীটের সুস্বাদু খাদ্য, তাদের কথা কারও স্মরণে থাকে না, অন্যায় ছিন্ন হয় গাছের মত।
21 বস্তুত নিঃসন্তান বন্ধ্যাকে সে অত্যাচার করে, বিধবাকেও সে উপকার করে না।
22 তখন, জোর করে যিনি ক্ষমতাশালীদের টেনে নিয়ে যান, সেই ঈশ্বর উত্থিত হলেই কারও জীবনের আশা থাকে না।
23 তিনি তাকে আশ্রয় দিলে সে নির্ভয়ে থাকে, কিন্তু অন্যদের আচরণের উপর তিনি দৃষ্টি রাখেন।
24 তারা কিছুকালের মত উচ্চ হয়, পরে আর থাকে না, তাদের নত করা হয়- -অন্য সকল মর্তমানুষের মত ; শিষের মাথার মতই ছিন্ন হয়।
25 তাই কি নয়? কে আমাকে মিথ্যাবাদী করবে? কে আমার কথা শূন্যতায় পরিণত করবে?