1 দেখ, এই সবকিছু আমি নিজের চোখেই দেখেছি, এই সবকিছু নিজের কানেই শুনে বুঝতেও পেরেছি।
2 তোমরা যা জান, তা আমিও জানি, তোমাদের চেয়ে আমি তত ছোট নই।
3 কিন্তু আমি সর্বশক্তিমানের সঙ্গে কথা বলতে চাই, ঈশ্বরেরই সঙ্গে বিবাদ করার ইচ্ছা আছে!
4 তোমরা তো মিথ্যা রটনাকারী মাত্র, তোমরা সকলে অসার চিকিৎসক!
5 আহা, তোমরা যদি একেবারেই নীরব থাকতে! এ-ই তোমাদের উচিত প্রজ্ঞা !
6 দোহাই তোমাদের, আমার যুক্তি শোন, আমার ওষ্ঠের তর্কে মন দাও।
7 তোমরা কি ঈশ্বরের পক্ষে অন্যায় কথা বলবে? তাঁর পক্ষে কি প্রতারণা অবলম্বন করেই কথা বলবে?
8 তোমরা এইভাবে কি তার পক্ষপাতী হবে? ঈশ্বরের পক্ষে কি ওকালতি করবে?
9 তিনি তোমাদের পরীক্ষা করলে তোমাদের কি মঙ্গল হবে? মানুষ যেমন মানুষকে ভোলায়, তেমনি তোমরা কি তাঁকে ভোলাবে?
10 তিনি নিশ্চয়ই তোমাদের ভর্ৎসনা করবেন, তোমরা যদি গোপনে পক্ষপাত কর!
11 তাঁর মহত্ত্ব কি তোমাদের অন্তর সন্ত্রাসিত করে না? তাঁর ভয়ঙ্করতা দ্বারা কি তোমরা আক্রান্ত হবে না?
12 তোমাদের যত সুমন্ত্রণা ছাইভস্ম-বচনমাত্র, তোমাদের দুর্গগুলি মাটিরই দুর্গ:
13 তাই তোমরা এখন চুপ কর, আমাকেই কথা বলতে দাও, আমার যা ঘটবার তা-ই ঘটুক।
14 আমি আমার নিজের মাংস নিজের দাঁতে কামড়িয়ে রাখছি, আমার নিজের প্রাণ নিজের হাতে তুলে নিচ্ছি।
15 আচ্ছা, তিনি আমাকে বধ করুন, আর কোন আশা নেই তো আমার, আমি শুধু তাঁর সামনে আমার আচরণের পক্ষসমর্থন করতে চাই।
16 এ হবে আমার জয়ের পণ, কারণ কোন ভক্তিহীন তাঁর সামনে কখনও দাঁড়াতে সাহস করবে না।
17 তবে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোন, আমার এই নিবেদন কান পেতে শোন।
18 দেখ, বিচারের জন্য আমি সবই বিন্যাস করলাম, নিশ্চিত আছি, আমাকে নির্দোষী বলে সাব্যস্ত করা হবে।
19 এই বিচারে কে আমার প্রতিবাদ করতে ইচ্ছুক? তবে আমি নীরব থাকব, মৃত্যুবরণ করতে রাজি হব।
20 একটা কথা মাত্র, আমাকে এই দু'টো বিষয় মঞ্জুর করা হোক, তবে আমি তোমার শ্রীমুখ থেকে নিজেকে লুকোব না :
21 তোমার থাবা আমা থেকে দূরে সরিয়ে দাও, তোমার বিভীষিকা যেন আমাকে আর আতঙ্কিত না করে ;
22 তারপর তুমি আমাকে আহ্বান কর, আমি সাড়া দেব; কিংবা আমি জিজ্ঞাসা করব, আর তুমি উত্তর দেবে।
23 তবে, আমার অপরাধ, আমার পাপ কত ? আমাকে দেখাও আমার অধর্ম, আমার পাপ।
24 তুমি কেন তোমার শ্রীমুখ লুকিয়ে রাখছ? কেন আমাকে তোমার শত্রু বলে গণ্য করছ?
25 তুমি কি বাতাসে তাড়িত একটা পাতা সন্ত্রাসিত করবে? তুমি কি শুষ্ক ঘাসের পিছনে ধাওয়া করবে?
26 তুমি তো আমার বিরুদ্ধে তিক্ত বিচারদণ্ড জারি করছ, আমার যৌবনকালের দোষত্রুটি উপস্থিত করছ,
27 আমার পা বেড়িতে আবদ্ধ করছ, আমার সমস্ত পদক্ষেপে চোখ রাখছ, আমার প্রতিটি পদচিহ্ন মেপে নিচ্ছ!
28 এদিকে আমি পচা কাঠের মত, পোকায়-কাটা কাপড়ের মত ক্ষয়প্রাপ্ত হচ্ছি।