Index

যোব - Chapter 25

1 শুয়াহ্-নিবাসী বিন্দাদ তখন একথা বললেন :
2 প্রভুত্ব ও সম্ভ্রম তাঁরই,
ঊর্ধ্বলোকে শান্তিবিধাতা যিনি !
3 তাঁর সৈন্যদল কি গণনা করা যায়?
তাঁর আলো কার উপরেই না ওঠে?
4 তবে ঈশ্বরের দরবারে মর্তমানুষ কেমন করে ধার্মিক হবে?
নারী-সন্তান কেমন করে শুদ্ধ হবে?
5 দেখ, তাঁর চোখে চাঁদও নিস্তেজ,
তারানক্ষত্রও নির্মল নয়;
6 তবে এই কীট, এই মর্তমানুষ কী ?
এই পোকা, এই আদমসন্তান কী ?