Index

যোব - Chapter 18

1 ওয়াহ্-নিবাসী বিদাদ তখন একথা বললেন :
2 আর কতকাল তোমরা কথা সংযত রাখবে? চিন্তা কর, পরে কথা বলব।
3 পশু বলে পরিগণিত হওয়ায় আমাদের কী লাভ? তোমাদের চোখে আমরা কেন পাষণ্ড বলে দাঁড়াব ?
4 তুমি তো ক্রোধে নিজেকে দীর্ণ-বিদীর্ণ করতে পার, কিন্তু তোমার খাতিরে পৃথিবী পরিত্যক্ত হবে না, গিরি-শৈলও নিজেদের জায়গা থেকে সরে যাবে না!
5 দুর্জনের আলো নিশ্চয়ই নিভে যাবে, তার বাতির শিখাও নিস্তেজ হয়ে পড়বে।
6 তার তাঁবুতে আলো অন্ধকার হবে, যে প্রদীপ তার উপর আলো ছড়ায়, তাও নির্বাপিত হবে।
7 তার চলার তেজ খর্ব হবে, তার নিজের কল্পনা-ঝল্পনা তার পতন ঘটাবে,
8 কারণ তার পা জালে জড়িয়ে পড়বে, সে ফাঁদের উপরে পা বাড়াবে।
9 তার পাদমূল ফাঁসে আবদ্ধ হবে, ফাঁদ ছুটবে, আর সে ধরা পড়বে।
10 তার জন্য ফাঁস মাটিতে লুক্কায়িত রয়েছে, তার চলার পথে জাল পাতা আছে।
11 বিভীষিকা সবদিক দিয়ে তাকে আতঙ্কিত করছে, তার পিছু পিছু তাকে ধাওয়া করছে।
12 ক্ষুধা হবে তার সঙ্গী, সর্বনাশ তার পাশে পাশে দাঁড়িয়ে আছে।
13 অসুখ তার চামড়া গ্রাস করবে, মৃত্যুর জ্যেষ্ঠ পুত্র তার সর্বাঙ্গ খেয়ে ফেলবে।
14 যার উপর তার ভরসা ছিল, তার সেই তাঁবু থেকে তাকে উপড়ে ফেলা হবে, তখন বিভীষিকা-রাজের কাছে তাকে টেনে নেওয়া হবে।
15 তুমি তার তাঁবুতে বাস করতে পারবে -তার উপর তার আর অধিকার নেই : তার আবাসে গন্ধক ছড়িয়ে দেওয়া হবে।
16 নিচে তার শিকড় শুষ্ক হবে, উপরে তার শাখা কেটে ফেলা হবে।
17 তার স্মৃতি পৃথিবী থেকে লুপ্ত হবে, রাস্তা-ঘাটে তার নামের উল্লেখ আর হবে না।
18 আলো থেকে অন্ধকারে বিতাড়িত হয়ে। সে সংসার থেকে বিচ্যুত হবে।
19 তার স্বজাতীয়দের মধ্যে তার আর থাকবে না সন্তানসন্ততি, থাকবে না বংশ, তার আবাসের স্থানে একজনমাত্রও অবশিষ্ট থাকবে না।
20 তার পরিণামের জন্য পাশ্চাত্যের মানুষ স্তম্ভিত হবে, ভয়ে প্রাচ্যের মানুষ রোমাঞ্চিত হবে।
21 এই তো শঠতার দশা, যে কেউ ঈশ্বরকে জানে না, এই তো তার আবাস।