Index

যোব - Chapter 16

1 যোব তখন উত্তর দিয়ে একথা বললেন :
2 তেমন কথা আমি আগেও কতবার শুনেছি ! তোমরা সকলে এমন সান্ত্বনাদানকারী, যারা কষ্টই দেয়।
3 অসার কথা কি কখনও শেষ হবে না? তেমন উত্তর দিতে তোমাকে কিসে উত্তেজিত করছে?
4 তোমাদের মত কথা বলতে আমিও পারতাম, যদি তোমরা আমার জায়গায় থাকতে! আমি কথা দিয়েই তোমাদের জড়াতে পারতাম, তোমাদের বিরুদ্ধে মাথা নাড়াতে পারতাম !
5 হ্যাঁ, আমার মুখ দিয়ে তোমাদের সাহস দিতাম, আর তখন আমার ওষ্ঠের সান্ত্বনায় তোমরা আরাম পেতে।
6 যখন কথা বলি, তখন আমার ক্লেশ ক্ষান্ত হয় না, যখন নীরব থাকি, তখন সেই ক্লেশ কি কোন প্রকারে হ্রাস পায়?
7 কিন্তু এখন তা আমাকে অবসন্ন করেছে, আমার সকল প্রতিবেশীকে তুমি আতঙ্কিত করেছ।
8 তা আমাকে ঘিরে ফেলেছে, ও আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াচ্ছে ; আমার অভিযোক্তা আমার মুখের উপরেই আমাকে অভিযুক্ত করছে;
9 তার ক্রোধ আমাকে দীর্ণ-বিদীর্ণ করছে, উৎপীড়ন করছে, আমার দিকে দাঁতে দাঁত ঘষছে, আমার শত্রু আমার বিরুদ্ধে চোখ লাল করছে।
10 তারা আমার বিরুদ্ধে মুখ খুলে হা করে আছে, বিদ্রূপ করে আমার গালে চড় মারে, আমার বিরুদ্ধে একজোট হয়।
11 হ্যাঁ, ঈশ্বর আমাকে দুষ্কর্মার হাতে তুলে দিয়েছেন, আমাকে দুর্জনদের হাতে ফেলে দিয়েছেন।
12 আমি শান্তিতেই ছিলাম আর তিনি আমাকে নষ্ট করেছেন ঘাড় ধরে আমাকে আছাড় মেরেছেন, আমাকে তাঁর লক্ষ্যবস্তুরূপে দাঁড় করিয়েছেন :
13 তাঁর তীরন্দাজেরা আমাকে ঘিরে ফেলে, তিনি আমার কোমর বিধিয়ে দেন, দয়াটুকু দেখান না, মাটিতে আমার পিত্তি ঢেলে দেন।
14 তিনি অবিরতই আমার উপর ঝাঁপিয়ে পড়েন, যোদ্ধার মত আমার বিরুদ্ধে দৌড়ে আসেন।
15 আমি আমার চামড়ার উপরে চটের কাপড় বুনেছি, ধুলায় আমার মাথা সমাহিত করেছি।
16 আমার মুখ কান্নায় বিকৃত হয়েছে, আমার চোখের পাতার উপরে ঘোর অন্ধকার বিরাজ করছে।
17 তা সত্ত্বেও আমার হাত অত্যাচার থেকে মুক্ত, আমার প্রার্থনাও শুদ্ধ !
18 পৃথিবী! আমার রক্ত ঢেকো না ! আমার চিৎকারের যেন কখনও বিরতি না হয় !
19 সুতরাং দেখ, ইতিমধ্যে স্বর্গে আমার সাক্ষী আছেন, আমার পক্ষসমর্থক সেই ঊর্ধ্বেই আছেন ;
20 আমার বন্ধুরা আমাকে বিদ্রূপ করে, কিন্তু পরমেশ্বরেরই উদ্দেশে জল ফেলে আমার চোখ,
21 যেন তিনি পরমেশ্বরের কাছে মানুষের পক্ষে কথা বলেন, যেভাবে আদমসন্তান বন্ধুর পক্ষে কথা বলে।
22 কারণ কেবল কয়েক বছর কেটে যাবে, পরে আমি সেই পথে চলে যাব যেখান থেকে কেউ ফেরে না।