Index

যোব - Chapter 35

1 এলিহু বলে চললেন :
2 আপনি যখন বলেন: 'ঈশ্বরের সামনে আমি ঠিক,
তখন আপনি কি মনে করেন আপনার তেমন ধারণা ন্যায়সঙ্গত?
3 আবার বলেছেন : 'তোমার কী লাভ?
আচ্ছা, আমি আপনাকে উত্তর দেব,
4 আমি পাপ করি বা না করি, তাতে আমার কী উপকার?"
সেইসঙ্গে আপনার বন্ধুদেরও উত্তর দেব।
5 আকাশমণ্ডলের দিকে তাকিয়ে দেখুন,
লক্ষ করুন মেঘমালা আপনার চেয়ে কেমন উচ্চ!
6 আপনি পাপ করলে, তাতে তাঁর কী কোন ক্ষতি হয়?
আপনি অপরাধের সংখ্যা বৃদ্ধি করলে, তাতে তাঁর কী কোন অসুবিধা হয়?
7 আপনি ধার্মিক হলে, তাতে তাঁকে কী দেন ?
আরও, আপনার হাত থেকে তিনি কী পান?
8 আপনার শঠতার ফল আপনার মত মানুষের উপরে পড়ে,
আপনার ধর্মময়তার ফল আদমসন্তানের উপরেই নেমে পড়ে!
9 অত্যাচারের ভারে মানুষ চিৎকার করে
ক্ষমতাশালীদের বাহু থেকে মানুষ রক্ষা যাচনা করে।
10 কিন্তু কেউ বলে না, 'আমার নির্মাতা সেই পরমেশ্বর কোথায়,
যিনি রাতে আনন্দগান মঞ্জুর করেন,
11 বন্যজন্তুদের চেয়ে আমাদের বেশি উদ্বুদ্ধ করে তোলেন,
আকাশের পাখিদের চেয়ে আমাদের বেশি বুদ্ধিমান করেন!”
12 তখন অপকর্মাদের অহষ্কারের সামনে
মানুষ চিৎকার করে, কিন্তু তিনি উত্তর দেন না।
13 বস্তুত ঈশ্বর অসার কথায় কান দেন না,
সেই সর্বশক্তিমান তাতে লক্ষ রাখেন না।
14 ফলে তিনি তখনই আপনার এই কথায়ও কান দেবেন না,
যখন আপনি বলেন : 'আমি তাঁকে দেখতে পাই না,
আমার বিচার তাঁর সামনে, আমি তাঁর অপেক্ষায় আছি।'
15 এতেও তিনি কান দেবেন না যখন আপনি বলেন,
“তাঁর ক্রোধ কখনও শান্তি দেয় না,
তিনি শঠতার দিকে তত লক্ষ রাখেন না।
16 তাই যোব যখন মুখ খোলেন, তখন অসার কথা বলেন,
অজ্ঞের মত শুধু শুধু কথা বলেন।