Index

যোব - Chapter 26

1 যোব তখন উত্তর দিয়ে একথা বললেন :
2 বলহীনকে তুমি কেমন সাহায্য করেছ!
দুর্বল বাহুকে কেমন পরিত্রাণ করেছ!
3 প্রজ্ঞাহীনকে কেমন সুমন্ত্রণা দিয়েছ!
কেমন বদান্যতার সঙ্গেই বুদ্ধি প্রকাশ করেছ!
4 কার কাছেই বা তুমি কথা বলেছ? 8
তোমা থেকে কার আত্মা বাণী দিয়েছে?
5 মৃতেরা কম্পান্বিত,
জলরাশি ও সেখানকার নিবাসীরা সকলে কম্পিত।
6 ঈশ্বরের সামনে পাতাল অনাবৃত,
বিনাশ-জগৎ অনাচ্ছাদিত।
7 তিনি শূন্যের উপরে উত্তরাংশ বিছিয়ে দেন,
অনস্তিত্বের উপরে পৃথিবীকে ঝুলিয়ে রাখেন।
8 তিনি জলরাশিকে মেঘের মধ্যে আটকিয়ে রাখেন,
তবু সেই ভারে মেঘপুঞ্জ ফাটে না ।
9 তিনি নিজ চন্দ্রাসনের মুখ ঢেকে রাখেন,
তার উপর দিয়ে নিজ মেঘ বিস্তৃত করেন।
10 তিনি জলরাশির উপরে চক্ররেখা টেনেছেন
অন্ধকার ও আলোর মধ্যদেশের সীমা পর্যন্ত।
11 গগনতলের স্তম্ভগুলো কম্পিত হয়,
তাঁর ভর্ৎসনায় চমকে ওঠে।
12 তিনি তাঁর পরাক্রম গুণে সমুদ্রকে আলোড়িত করেন,
তাঁর সুবুদ্ধি দ্বারা রাহাবকে দমন করেন।
13 তাঁর ফুৎকারে আকাশ পরিষ্কার হয়,
তাঁরই হাত কুটিল সাপকে বিধিয়ে দেয়।
14 দেখ, এই কেবল তাঁর কর্মকীর্তির প্রান্ত;
তাঁর বিষয়ে মানুষ কাকলিমাত্র শুনতে পায় !
কিন্তু তাঁর পরাক্রমের গর্জন কে বুঝতে পারে?