Index

প্রবচন - Chapter 9

1 প্রস্তয় তার নিজের গৃহ নির্মাণ করল, তার সাতটা স্তম্ভ খোদাই করল ;
2 পশু মারল, আঙুররস মিশিয়ে দিল, শেষে সাজাল ভোজনপাট।
3 নিজ অনুচারিণী যুবতীদের পাঠিয়ে সে শহরের সর্বোচ্চ স্থান থেকে ঘোষণা করল :
4 “যে অনভিজ্ঞ, সে এখানেই আসুক, বুদ্ধিহীনকে সে বলে,
5 "এসো তোমরা, আমার রুটি খাও, পান কর সেই আঙুররস যা আমি মিশিয়ে দিলাম।
6 নির্বুদ্ধিতা ত্যাগ কর, তবেই বাঁচবে, এগিয়ে চল সদ্বিবেচনার পথে।'
7 বিদ্রূপকারীকে যে উদ্বুদ্ধ করতে চায়, সে হবে তার অবজ্ঞার পাত্র ; দুর্জনকে যে ভর্ৎসনা করে, সে হবে তার অপমানের বস্তু।
8 বিদ্রুপকারীকে ভর্ৎসনা করো না, পাছে সে তোমাকে ঘৃণা করে : প্রজ্ঞাবানকেই বরং ভর্ৎসনা কর, সে তোমাকে ভালবাসবে।
9 প্রজ্ঞাবানকে সুপরামর্শ দাও, সে আরও প্রজ্ঞাবান হবে : ধার্মিককে সজ্ঞান দাও, তার জ্ঞানভাণ্ডার আরও বৃদ্ধি পাবে।
10 প্রজ্ঞার সূচনা হল প্রভুভয়, পবিত্রজনদের সজ্ঞান, এই তো সদ্বিবেচনা।
11 আমা দ্বারাই বাড়বে তোমার আয়ুষ্কাল, তোমার জীবনের বছর-সংখ্যা বৃদ্ধি পাবে।
12 তুমি প্রজ্ঞাবান হলে, তোমার প্রজ্ঞাই হবে তোমার লাভ ; তুমি বিদ্রূপকারী হলে, একাই এর দণ্ড বহন করবে।
13 অস্থির নারী, সে তো হীনবুদ্ধি ; এমন বুদ্ধিহীন নারী, যে কিছু জানে না।
14 সে বাড়ির দরজার সামনে বসে, শহরের একটা উচ্চস্থানে সিংহাসনেই বসে।
15 সে পথিকদের ডাকে, কিন্তু তারা নিজ নিজ পথে এগিয়ে চলে;
16 সে বলে, ‘যে অনভিজ্ঞ, সে এখানে আসুক।' বুদ্ধিহীনকে সে বলে,
17 চুরি-করা জল মিষ্টি, গোপনে ভোগ করা রুটি সুস্বাদু।'
18 কিন্তু ও বুঝতে পারে না যে, সেখানে ছায়াদেশ উপস্থিত, এও জানে না যে, পাতাল-গভীরেই তার নিমন্ত্রিতদের বাসস্থান।