Index

প্রবচন - Chapter 19

1 উচ্ছৃঙ্খল ধনীর চেয়ে সেই দরিদ্রই শ্রেয়, যে সততায় চলে।
2 সুচিন্তিত নয় যে একাগ্রতা, তা ভাল নয়, যে অতিদ্রুত পদক্ষেপে চলে, সে লক্ষ্যভ্রষ্ট হবে।
3 মূর্খতা মানুষের পথে বাধা দেয়, পরে সেই মানুষ প্রভুর উপরেই রুষ্ট হয়।
4 ধনসম্পদে বন্ধু বাড়ে, কিন্তু পরিবকে তার বন্ধু থেকেও বঞ্চিত করা হয়।
5 মিথ্যাসাক্ষী অদণ্ডিত থাকবে না, কোন মিথ্যাভাষী নিষ্কৃতি পাবে না।
6 অনেকে দানশীল মানুষের স্তুতিবাদ করে, যে উপহার দেয়, সকলেই তার বন্ধু।
7 দরিদ্রের নিজের ভাইয়েরাই তাকে অবজ্ঞা করে, আরও নিশ্চিত কথা: তার বন্ধুরা তার কাছ থেকে দূরে যায়; সে কথার সন্ধানে যায়, কিন্তু সেই কথা কোথাও নেই!
8 বুদ্ধি যে উপার্জন করে, সে নিজেকে ভালবাসে, সুবুদ্ধি যে রক্ষা করে, সে মঙ্গল পাবে।
9 মিথ্যাসাক্ষী অদণ্ডিত থাকবে না, মিথ্যাভাষীর বিনাশ হবে।
10 সুখভোগ নির্বোধের অনুপযুক্ত, মনিবদের উপরে দাসের কর্তৃত্ব আরও অনুপযুক্ত।
11 মানুষের বুদ্ধি তাকে ক্রোধে ধীর করে, আর অপমান দেখেও না দেখাই তার শোভা।
12 রাজার কোপ সিংহের গর্জনের মত ; কিন্তু তাঁর প্রসন্নতা ঘাসের উপরে শিশিরের মত।
13 নির্বোধ সন্তান পিতার সর্বনাশ, ঝগড়াটে স্ত্রী অবিরত বিদারণের মত।
14 ঘর ও ধন পিতাদের কাছ থেকে পাওয়া উত্তরাধিকার কিন্তু বুদ্ধিমতী স্ত্রী প্রভুরই দান।
15 অলসতা ঘোর নিদ্রায় মগ্ন করে, অলস ক্ষুধায় ভুগবেই।
16 আজ্ঞা যে পালন করে, সে নিজের প্রাণ রক্ষা করে ; নিজের আচরণ যে অবহেলা করে, তার মৃত্যু হবে।
17 দরিদ্রকে যে ভিক্ষা দান করে, সে প্রভুকে ধার দেয়, তিনি তার সেই উপকারের যোগ্য প্রতিদান দেবেন।
18 তোমার সন্তানকে শাসন কর, কারণ এতে আশা আছে; কিন্তু এমন রোষের সঙ্গে না যে তার কারণে তার মৃত্যু ঘটে!
19 ক্রোধ-প্রবণ মানুষ শাস্তির যোগ্য, তাকে প্রশ্রয় দিলে সে আরও প্রবণ হবে।
20 পরামর্শ শোন, শাসন মেনে নাও, যেন শেষকালে প্রজ্ঞাবান হতে পার।
21 মানুষের মনে বহু সঙ্কল্প উপস্থিত, কিন্তু প্রভুরই পরিকল্পনা স্থির থাকবে।
22 সহৃদয়তাই মানুষের বাসনা, মিথ্যাবাদীর চেয়ে গরিব মানুষ ভাল।
23 প্রভুভয় জীবনে চালনা করে, যার তা আছে, সে তৃপ্ত মনে অমঙ্গল থেকে মুক্ত।
24 অলস থালায় হাত ডোবায়, তা আবার মুখে দিতেও তার কষ্ট হয়।
25 বিদ্রূপকারীকে প্রহার করলে অনভিজ্ঞ চতুর হবে ; সম্বিবেচককে ভর্ৎসনা করলে সে সজ্ঞান উপলব্ধি করে।
26 পিতার উপর যে দুর্ব্যবহার করে ও মাকে তাড়িয়ে দেয়, সে নির্লজ্জ ও পাষণ্ড সন্তান।
27 সন্তান আমার, শিক্ষাবাণী শুনতে ক্ষান্ত হও, হ্যাঁ, যদি সদজ্ঞানের বচন থেকে দূরে সরে যেতে চাও!
28 পাষণ্ড যে সাক্ষী, সে ন্যায়বিচার বিদ্রূপ করে, দুর্জনদের মুখ অধর্ম গ্রাস করে।
29 বিদ্রূপকারীদের জন্য প্রস্তুত রয়েছে লাঠি, মূর্খের পিঠের জন্য কোড়া।