Index

প্রবচন - Chapter 5

1 সন্তান আমার, আমার প্রজ্ঞার প্রতি মনোযোগ দাও, আমার সুবুদ্ধির প্রতি কান দাও ;
2 যেন তুমি আমার সুচিন্তিত বাণী পালন করতে পার, ও তোমার ওষ্ঠ সজ্ঞানের কথা রক্ষা করতে পারে।
3 বিজাতীয়া স্ত্রীলোকের ওষ্ঠ থেকে মধু ঝরে পড়ে, তার মুখের তালু তেলের চেয়েও স্নিগ্ধ ;
4 কিন্তু তার শেষ ফল নাগদানার মত তিত, দুধারী খড়ের মত তীক্ষ্ণ।
5 তার পা মৃত্যুর দিকে নেমে যায়, তার পদক্ষেপ পাতালে চালনা করে।
6 সাবধান! জীবনের পথ হারিয়ো না ; তার পদক্ষেপ এদিক ওদিক করে, আর তুমি তা জান না।
7 সুতরাং, সন্তানেরা আমার, আমার কথা শোন আমার মুখের বাণী থেকে দূরে যেয়ো না।
8 তুমি সেই স্ত্রীলোক থেকে তোমার পথ অধিক দূরেই রাখ, তার ঘরের দ্বারের কাছেও যেয়ো না ;
9 পাছে সে তোমার তেজ অন্যজনের হাতে দেয়, তোমার বছরগুলি নিষ্ঠুর মানুষের হাতে তুলে দেয়;
10 পাছে অপর কেউই তোমার ধনে তৃপ্ত হয়, আর তোমার শ্রমের ফল বিজাতীয়ের ঘরে চলে যায় ;
11 পাছে তুমি তোমার ভাগ্যের জন্য দুঃখ কর, যখন তোমার দেহ ও মাংস ক্ষয় হয় ; !
12 পাছে বল : ‘হায়, আমি যে শাসন ঘৃণাই করেছি আমার হৃদয় সংশোধন-বাণী তুচ্ছ করেছে;
13 আমি শুনতে চাইনি আমার গুরুদের কথা, আমাকে যারা উদ্বুদ্ধ করছিল, তাদের বাণীতে কান দিইনি ;
14 এখন আমি প্রায় সবরকম অপকর্মের কাছেই উপস্থিত লোকের ভিড়ে ও জনমণ্ডলীতে।'
15 তুমি পান কর তোমারই জলভাণ্ডারের জল, তোমার কুয়োর টাটকা জল পান কর।
16 তোমার জলের উৎস কি বাইরে বয়ে যাবে ? শহরের খোলা জায়গায় কি জলস্রোত বইবে ?
17 তা বরং কেবল তোমারই জন্য হোক, তোমার সঙ্গে কোন বিজাতীয়ের জন্য না হোক।
18 ধন্য হোক তোমার জলের উৎস, তুমি তোমার যৌবনের বধূতে আনন্দ কর।
19 প্রীতিকর মৃগী ও সৌন্দর্যভরা হরিণী সেই বধূ : তার বুক তোমাকে সর্বদাই আপ্যায়িত করুক; তার প্রেমে তুমি সততই মুগ্ধ থাক।
20 সন্তান আমার, বিজাতীয়া স্ত্রীলোকে কেন মুগ্ধ হবে? কেন পরজাতীয়ার বুক জড়িয়ে ধরবে?
21 কেননা প্রভুর দৃষ্টি মানুষের পথের উপরে নিবন্ধ, তিনি তার সকল পথ লক্ষ করেন।
22 দুর্জন তার নিজের শঠতায় ধরা পড়ে, সে দৃঢ়ভাবে বাঁধা তার নিজের পাপের দড়িতে।
23 শাসনের অভাবে সে মারা পড়বে, তার নিজের বড় মূর্খতার কারণে ভ্রান্ত হবে।