1 সংশোধনের কথা শুনেও যে নিজের মন কঠিন করে, সে হঠাৎ ভেঙে পড়বে, তার প্রতিকার থাকবে না।
2 ধার্মিকেরা ক্ষমতায় এলে প্রজারা আনন্দ করে : দুর্জনেরা ক্ষমতা পেলে প্রজারা হাহাকার করে।
3 প্রজ্ঞাকে যে ভালবাসে, সে পিতাকে আনন্দিত করে ; কিন্তু যে বেশ্যার পিছনে যায়, সে নিজের ধন নষ্ট করে।
4 রাজা ন্যায়বিচার দ্বারাই দেশে সমৃদ্ধি আনেন উৎকোচ গ্রহণ করতে যে ভালবাসে, সে দেশের ধ্বংস ঘটায়।
5 পরকে যে তোষামোদ করে, সে তার পায়ের নিচে জাল পাতে।
6 অপকর্মার অপকর্মে ফাঁদ থাকে, কিন্তু ধার্মিক ছুটতে ছুটতে আনন্দ করে।
7 দরিদ্রেরা যেন সুবিচার পায় এজন্য ধার্মিক নজর রাখে; দুর্জন এব্যাপারে কিছুই বোঝে না।
8 বিদ্রূপকারীরা শহরে ক্রোধের আগুন লাগিয়ে দেয় : কিন্তু প্রজ্ঞাবানেরা ক্রোধ প্রশমিত করে।
9 যার জ্ঞান নেই, তার সঙ্গে প্রজ্ঞাবানদের মামলা হলে, সে রাগ করুক কি হাসুক, কিছুতেই মীমাংসা হবে না।
10 রক্তলোভী মানুষেরা সৎমানুষকে ঘৃণা করে : কিন্তু ন্যায়বানেরা তাকে যত্ন করে।
11 নির্বোধ তার সমস্ত অসন্তোষ প্রকাশ করে, শেষে প্রজ্ঞাবান তাকে প্রশমিত করে।
12 যে শাসনকর্তা মিথ্যা কথায় কান দেয়, তার মন্ত্রীরা সকলে দুর্জন হবে।
13 দরিদ্র ও অত্যাচারী একটা ব্যাপারে সমান দু'জনের চোখ প্রভুই আলোময় করেন।
14 যে রাজা ন্যায়েরই বিধানে দীনহীনদের বিচার করেন, তাঁর সিংহাসন নিত্যস্থায়ী থাকবে।
15 লাঠি ও সংশোধন-বাণী প্রজ্ঞা দান করে; কিন্তু যে সন্তানকে প্রশ্রয় দেওয়া হয়, সে মাতার উপরে অসম্মান ডেকে আনে।
16 দুর্জনেরা ক্ষমতা পেলে অধর্ম বৃদ্ধি পায় ; কিন্তু ধার্মিকেরা তাদের বিনাশ দেখতে পাবে।
17 তোমার সন্তানকে শাসন কর, সে তোমাকে শাস্তি দেবে, সে তোমার প্রাণকে আনন্দিত করে তুলবে।
18 ঐশবাণী যেখানে প্রকাশিত নয়, সেখানে জনগণ উচ্ছৃঙ্খল হয়; কিন্তু সে-ই সুখে থাকে, যে বিধান মেনে চলে।
19 কথা দ্বারা দাসকে শাসন করা যায় না, সে বোঝে বটে, কিন্তু বাধ্য হবে না।
20 তুমি কি এমন মানুষকে দেখেছ যে কথা বলতে ব্যস্ত? তার চেয়ে বরং নির্বোধের উপরেই বেশি আশা রাখা যেতে পারে।
21 ছেলেবেলা থেকে যে দাসকে আশকারা দেওয়া হয়, শেষে সেই দাস দম্ভ করবে।
22 ক্রোধ-প্রকৃতির মানুষ ঝগড়া বাধায়, রোষ-স্বভাবের মানুষ সবরকম অপরাধ করে।
23 মানুষের অহঙ্কার তার অবমাননা ঘটায়, নম্রহৃদয় মানুষ সম্মান অর্জন করে।
24 যে চোরের ভাগীদার, সে নিজেই নিজের শত্রু : সে শপথনামা শোনে, কিন্তু কিছুই প্রকাশ করে না।
25 মানুষকে ভয় করা ফাঁদের মত; প্রভুতে যে ভরসা রাখে, সে নিরাপদে থাকে।
26 অনেকে শাসনকর্তার প্রসন্নতার অন্বেষণ করে : কিন্তু প্রভুই সকলের বিচারকর্তা।
27 ধার্মিকদের চোখে দুষ্কর্মা জঘন্য দুর্জনের চোখে ন্যায়নিষ্ঠেরাই জঘন্য।