Index

প্রবচন - Chapter 6

1 সন্তান আমার, যদি প্রতিবেশীর জামিন হয়ে থাক, যদি অপরের পক্ষে হাতে হাত রেখে থাক,
2 তোমার নিজের মুখের কথায় যদি ফাঁদে পড়ে থাক, তোমার নিজের মুখের কথায় যদি আটকে পড়ে থাক,
3 তবে, সন্তান আমার, নিজেকে উদ্ধার করার জন্য একাজ কর : যেহেতু তুমি তোমার প্রতিবেশীর হাতে ধরা পড়ে গেছ, সেজন্য যাও, নত হও, তোমার প্রতিবেশীকে সাধাসাধি কর ;
4 তোমার চোখকে নিম্না যেতে দিয়ো না, চোখের পাতাকে বিশ্রাম করতে দিয়ো না ;
5 হরিণী যেমন ফাঁদ থেকে, তেমনি তুমিও নিজেকে মুক্ত কর, পাখি যেমন জালিকের হাত থেকে, তেমনি তুমিও নিজেকে উদ্ধার কর।
6 হে অলস! পিঁপড়ের কাছে যাও, তার যত অভ্যাস লক্ষ করে প্রজ্ঞাবান হও।
7 তার অধ্যক্ষ বলতে কেউ নেই, সরদার বা মনিবও নেই,
8 তবু সে গ্রীষ্মকালে নিজের খাদ্য যোগায়, ফসল কাটার সময়ে অন্ন জমায়।
9 হে অলস! আর কতকাল শুয়ে থাকবে? কখন ঘুম থেকে উঠবে?
10 একটু ঘুম, একটু তন্দ্রাভাব, একটু বিশ্রামের জন্য হাত জড়সড় করা ;
11 আর ইতিমধ্যে দরিদ্রতা তোমার কাছে আসবে দস্যুর মত, চরম অভাবও আসবে ভিক্ষুকের মত।
12 পাষণ্ড ও শঠতাপূর্ণ যে মানুষ, সে বিকৃত মুখে চলে,
13 সে চোখ দিয়ে ইঙ্গিত করে, পা ঘষাঘষি করে ইশারা দেয়, অঙুলিতর্জন করে,
14 হৃদয়ে সে কুটিল সঙ্কল্প আঁটে, সবসময় অমিল সৃষ্টি করে।
15 সেজন্য হঠাৎ তার সর্বনাশ এসে উপস্থিত হবে, একনিমেষে সে ভেঙে যাবে, আর প্রতিকার থাকবে না।
16 এই ছ'টা বিষয় প্রভুর ঘৃণার বস্তু, এমনকি, সাতটা বিষয় তাঁর কাছে জঘন্য :
17 উদ্ধত চোখ, মিথ্যাবাদী জিহ্বা, এমন হাত যা নির্দোষীর রক্তপাত করে,
18 এমন হৃদয় যা দুরভিসন্ধি আঁটে, এমন পা যা দুষ্কর্ম সাধন করতে দ্রুত,
19 এমন মিথ্যাসাক্ষী যে অসত্য কথা রটিয়ে বেড়ায় ও ভাইদের মধ্যে অমিল ঘটায়।
20 সন্তান আমার, তোমার পিতার আজ্ঞা পালন কর, তোমার মাতার নির্দেশবাণী অবজ্ঞা করো না।
21 তা সর্বদাই তোমার হৃদয়ে গেঁথে রাখ, তোমার গলায় বেঁধে রাখ।
22 চলার সময়ে তা তোমাকে পথ দেখাবে, শোয়ার সময়ে তোমার উপর দৃষ্টি রাখবে, জেগে ওঠার সময়ে তোমার সঙ্গে কথা বলবে।
23 কেননা আজ্ঞা প্রদীপ, ও নির্দেশবাণী আলো, এবং সংশোধন ও শাসন জীবনের পথ।
24 তা তোমাকে রক্ষা করবে ধূর্ত স্ত্রীলোক থেকে বিজাতীয়ার স্নিগ্ধ জিহ্বা থেকে।
25 তুমি হৃদয়ে ওর সৌন্দর্য বাসনা করো না, ওর চোখের লীলা যেন তোমাকে না ভোলায়,
26 কেননা বেশ্যা এক টুকরো রুটি খোঁজ করে, কিন্তু বিবাহিতা স্ত্রীলোকের লক্ষ্য হল বলবান এক প্রাণ।
27 আগুন বুকে তুলে নিলে পোশাক কি পুড়ে যাবে না?
28 জ্বলন্ত কয়লার উপর দিয়ে চললে পা কি পুড়ে যাবে না?
29 তেমনি তার দশা, পরস্ত্রীর কাছে যে যায়; তাকে যে স্পর্শ করে, সে অদণ্ডিত থাকবে না।
30 ক্ষুধার জ্বালায় প্রাণ জুড়াবার জন্য যে চুরি করে, লোকে সেই চোরকে ঘৃণার চোখে দেখে না ;
31 অথচ ধরা পড়লে তাকেও সাতগুণ ফিরিয়ে দিতে হবে, তার ঘরের সবকিছুও তুলে দিতে হবে।
32 কিন্তু ব্যভিচারী বুদ্ধিহীন, তেমন কাজ করে সে নিজেই নিজেকে নষ্ট করে।
33 সে আঘাত ও অবমাননা পাবে, তার দুর্নাম কখনও ঘুচবে না।
34 কেননা প্রেমের অন্তর্জালা স্বামীর ঈর্ষা জাগায়, প্রতিশোধের দিনে সে ক্ষমা করবে না;
35 সে কোন প্রকার ক্ষতিপূরণে রাজি হবে না, বড় বড় উপহারেও প্রশমিত হবে না।