Index

প্রবচন - Chapter 26

1 গ্রীষ্মকালে তুষার, ও ফসল কাটার সময়ে বৃষ্টি যেমন, তেমনি নির্বোধের পক্ষেও সম্মান উপযুক্ত নয়।
2 যেমন চড়ুই পাখি পাখা দোলায় ও দোয়েল পাখি ওড়ে, তেমনি অকারণে দেওয়া অভিশাপ সিদ্ধ হবে না।
3 ঘোড়ার জন্য চাবুক, পাধার জন্য বল্লা, ও নির্বোধদের পিঠের জন্য লাঠি।
4 নির্বোধকে তার মূর্খতা অনুসারে উত্তর দিয়ো না, পাছে তুমিও তার মত হও।
5 নির্বোধকে তার মূর্খতা অনুসারেই উত্তর দাও, পাছে সে নিজেকে প্রজ্ঞাবান মনে করে।
6 যে নির্বোধের মাধ্যমে খবর পাঠায়, সে নিজের পা কেটে ফেলে ও তিত পানীয় পান করে।
7 খোঁড়ার পা খুঁড়িয়ে চলে, তেমনি নির্বোধদের মুখে নীতিকথা।
8 গুলতিতে পাথর দেওয়া, ও নির্বোধকে সম্মান আরোপ করা একই কথা।
9 মাতালের হাতে যে কাঁটা ফোটে, তা যেমন, নির্বোধের মুখে নীতিকথা তেমন।
10 তীরন্দাজ সকলকে আঘাত করে যেমন, তেমন সেই মানুষ, যে নির্বোধকে বা মাতালকে কাজে লাগায়।
11 যেমন কুকুর নিজের বমির দিকে ফেরে, তেমনি নির্বোধ নিজ মূর্খতার দিকে ফেরে।
12 তুমি কি এমন লোককে দেখেছ যে নিজেকে প্রজ্ঞাবান মনে করে ? তার উপরে প্রত্যাশা রাখার চেয়ে নির্বোধের উপরেই প্রত্যাশা রাখা শ্রেয়।
13 অলস বলে : পথে হিংস্র পশু আছে, রাস্তার মধ্যে সিংহ ঘুরে বেড়াচ্ছে।
14 কবজাতে যেমন দরজা ঘোরে, বিছানায় তেমনি অলস ঘোরে।
15 অলস থালায় হাত ডোবায়, তা আবার মুখে দিতেও তার কষ্ট হয়।
16 সুবুদ্ধির সঙ্গে উত্তর দেয় তেমন সাতজনের চেয়ে, অলস নিজেকে বেশি প্রজ্ঞাবান মনে করে।
17 পথে যেতে যেতে যে লোক পরের ঝগড়ার মধ্যে নাক গলায়, সে তেমন লোকের মত যে কুকুরকে কান ধরে নেয়।
18 যে পাগল জ্বলন্ত কাঠ ও মৃত্যুজনক তীর ছোড়ে, সে যেমন,
19 তেমন সেই লোক, যে প্রতিবেশীকে প্রবঞ্চনা করে, আর বলে : আমি কেবল তামাশাই করছিলাম!
20 কাঠ শেষ হলে আগুন নিভে যায়, নিন্দুক না থাকলে ঝগড়াও মিটে যায়।
21 জ্বলন্ত কয়লার পক্ষে কয়লা ও আগুনের পক্ষে কাঠ যেমন, তেমনি ঝগড়ার আগুন জ্বালাবার পক্ষে ঝগড়াটে লোক।
22 পরনিন্দুকের কথা মিষ্টান্নের মত, তা সরাসরিই অন্ধ্ররাজিতে নেমে যায়।
23 তোষামোদে পটু ওষ্ঠ ও কুটিল হৃদয় মাটির পাত্রের উপরে খাদ মেশানো রুপোর প্রলেপের মত।
24 যে ঘৃণা করে, সে কথায় ভান করতেও পারে ; কিন্তু অন্তরে ছলনা রাখে;
25 তার কণ্ঠ মধুময় হলেও তাকে বিশ্বাস করো না, কারণ তার হৃদয়ে সাতটা জঘন্য বস্তু রয়েছে।
26 ঘৃণা নিজেকে কপটতায় আবৃত করে, কিন্তু তার শঠতা জনসমাবেশে অনাবৃত হবে।
27 যে গর্ত খোঁড়ে, সে তার মধ্যে পড়বে, পাথর যে গড়িয়ে দেয়, তারই উপরে তা ফিরে আসবে।
28 মিথ্যাবাদী জিহ্বা যাদের চূর্ণ করে তাদের ঘৃণা করে ; তোষামোদে পটু মুখ বিনাশ ঘটায়।