1 আগামীকাল সম্বন্ধে বড়াই করো না, কেননা আজকের দিন কী হবে, তাও তুমি জান না।
2 অপরেই তোমার প্রশংসা করুক, তোমার নিজের মুখ না করুক; অন্য লোকে করুক, তোমার নিজের ওষ্ঠ না করুক।
3 পাথর ভারী, বালুরও যথেষ্ট ওজন, কিন্তু মূর্খের ঘটিত বিরক্তি ওই দু'টোর চেয়েও ভারী।
4 ক্রোধ নিষ্ঠুর ও কোপ বন্যার মত, কিন্তু প্রেমের অন্তর্জালার সামনে কে দাঁড়াতে পারে?
5 অপ্রকাশ্য ভালবাসার চেয়ে প্রকাশ্য তিরস্কার শ্রেয়।
6 বন্ধুর প্রহার বিশ্বস্ততায় পূর্ণ, কিন্তু শত্রুর চুম্বন অসার।
7 যার পেট ভরা, সে মধু পায়ে মাড়িয়ে দেয়, কিন্তু ক্ষুধার্ত প্রাণের কাছে তিত খাবারও মিষ্ট।
8 নীড় ছেড়ে দূরে উড়ে যাওয়া পাখি যেমন বাসস্থান ছেড়ে ঘুরে বেড়ানো মানুষও তেমন।
9 গন্ধদ্রব্য ও ধূপ হৃদয়কে আনন্দিত করে তোলে, তেমনি বন্ধুর মাধুর্য স্বনির্ভরশীলতার চেয়ে মূল্যবান।
10 তোমার বন্ধুকে বা পিতার বন্ধুকে ত্যাগ করো না; বিপদের দিনে তোমার ভাইয়ের ঘরে যেয়ো না ; দূরবর্তী ভাইয়ের চেয়ে নিকটবর্তী বন্ধুই শ্রেয়।
11 সন্তান আমার, প্রজ্ঞাবান হও; আমার হৃদয় তুমি আনন্দিত করে তুলবে; তবে আমাকে যে টিটকারি দেয়, তাকে সমুচিত উত্তর দিতে পারব।
12 সতর্ক মানুষ বিপদ দেখে নিজেকে লুকোয় অনভিজ্ঞ মানুষ এগিয়ে গিয়ে দণ্ড পায়!
13 অপরের জন্য যে জামিন হয়, তার পোশাক নাও : বিজাতীয়া স্ত্রীলোকের জন্য সে জামিন হয়েছে বিধায় তার কাছ থেকে বন্ধক নাও।
14 যে ভোরে উঠে জোর গলায় বন্ধুকে আশীর্বাদ করে, তা তার পক্ষে অভিশাপরূপে গণ্য হবে।
15 বর্ষাকালে অবিরত বিন্দুপাত, আর ঝগড়াটে স্ত্রী— দু'টোই সমান;
16 তাকে যে সংযত করতে চায়, সে বাতাসই সংযত করে, হ্যাঁ, সে তৈলাক্ত বস্তু শক্ত করে ধরে!
17 লোহা লোহাকে তীক্ষ্ণ করে, তেমনি একজন আর একজনের সংসর্গে তীক্ষ্ণ হয়।
18 ডুমুরগাছের রক্ষক তার ফল ভোগ করে, মনিবের প্রতি যে যত্ন দেখায়, সে সমাদৃত হবে।
19 জল যেমন মুখের পক্ষে আয়নার মত, তেমনি মানুষের পক্ষে মানুষের হৃদয়।
20 পাতাল ও বিনাশ-স্থান যেমন কখনও তৃপ্ত হয় না, তেমনি মানুষের চোখ কখনও তৃপ্তি পায় না।
21 রুপোর জন্যই মূষা ও সোনার জন্যই হাপর, মানুষ পরের প্রশংসা দ্বারাই যাচাইকৃত।
22 যদিও দিস্তা দিয়ে দানার মধ্যে মূর্খকে হামানে গুঁড়ো কর, তথাপি তার মূর্খতা তাকে ছেড়ে যাবে না।
23 তুমি তোমার মেষপালের অবস্থা জেনে নাও তোমার গবাদি পশুদের যত্ন কর ;
24 কেননা ধন চিরস্থায়ী নয়, মুকুটও বংশের পর বংশের জন্য টিকে থাকে না।
25 খড় নিয়ে যাওয়ার পর নতুন ঘাস দেখা দেয়, এবং পাহাড়পর্বতের ঘাস যোগাড় করা হয়;
26 মেষশাবকেরা তোমাকে পোশাক দেয়, ছাগশিশুরা দেয় জমি কিনবার অর্থ।
27 ছাগীরা যথেষ্ট দুধ দেয় তোমার খাদ্যের জন্য, তোমার পরিবারেরও খাদ্যের জন্য, তোমার দাসীদেরও প্রতিপালন করার জন্য।