1 রাজার হৃদয় প্রভুর হাতে জলস্রোতের মত : তিনি যে দিকে ইচ্ছা, সেদিকে তা ফেরান।
2 মানুষের সকল পথই তার চোখে সোজা-সরল ; কিন্তু প্রভুই হৃদয় ওজন করেন!
3 ধর্মময়তা ও ন্যায় অনুশীলন করা প্রভুর কাছে বলিদানের চেয়ে গ্রহণীয়।
4 উদ্ধত চোখ ও গর্বিত হৃদয়, দুর্জনদের সেই প্রদীপ পাপময়।
5 পরিশ্রমীর পরিকল্পনা ধনলাভে বাস্তবায়িত হয়, কিন্তু কাজে হাত দিতে যে অতিব্যস্ত, তার অভাব নিশ্চিত।
6 মিথ্যাবাদী জিহ্বা দ্বারা যে ধনলাভ, তা ক্ষণিকের বাষ্প ও মৃত্যুজনক ফাঁদ।
7 দুর্জনদের অপকর্ম তাদের ভাসিয়ে নিয়ে যায়, কেননা তারা ন্যায়াচরণ করতে অস্বীকার করে।
8 দোষীর পথ অতীব বাঁকা পথ ; কিন্তু নিষ্কলঙ্ক মানুষের কর্ম সরল।
9 ঝগড়াটে স্ত্রীর সঙ্গে এক ঘরে বাস করার চেয়ে ছাদের এক কোণে বাস করাই শ্রেয়।
10 দুর্জনের প্রাণ অনিষ্টের আকাঙ্ক্ষী, তার দৃষ্টিতে তার প্রতিবেশী দয়ার পাত্র নয়।
11 বিদ্রূপকারীকে লাঠি দিয়ে মারলে অবোধ প্রজ্ঞাবান হয়, প্রজ্ঞাবানকে বুঝিয়ে দিলে তার সজ্ঞান বাড়ে।
12 ধর্মময় যিনি, তিনি দুর্জনদের কুল লক্ষ করেন, তিনি দুর্জনদের দুর্দশায় নিক্ষেপ করেন।
13 দরিদ্রের চিৎকারে কান যে বন্ধ করে, সে নিজে ডাকবে, কিন্তু সাড়া পাবে না।
14 গুপ্ত দান ক্রোধ প্রশমিত করে, গোপনে দেওয়া উপহার প্রশমিত করে প্রচণ্ড ক্রোধ।
15 যখন ন্যায় অনুধাবিত, তখন ধার্মিকের পক্ষে আনন্দ হয়, কিন্তু অপকর্মাদের পক্ষে তা সর্বনাশ।
16 সুবুদ্ধির পথ থেকে যে সরে যায়, সে ছায়ামূর্তির সমাবেশে বিশ্রাম করবে।
17 আমোদ যে ভালবাসে, তার দীনতা ঘটবে : আঙুররস ও তেল যে ভালবাসে, সে ধনবান হবে না।
18 দুর্জন ধার্মিকের পক্ষে মুক্তিমূল্য-স্বরূপ, অপকর্মাও ন্যায়নিষ্ঠদের পক্ষে।
19 ঝগড়াটে ও ক্রোধ-প্রবণা স্ত্রীর সঙ্গে বাস করার চেয়ে জনহীন ভূমিতে বাস করা শ্রেয়।
20 প্রজ্ঞাবানের আবাসে বহুমূল্য ধনকোষ ও সুগন্ধি থাকে ; কিন্তু নির্বোধ সবকিছু ছড়িয়ে দেয়।
21 যে ধর্মময়তার ও সহৃদয়তার অনুগামী হয়, সে জীবন, সমৃদ্ধি ও গৌরব পাবে।
22 প্রজ্ঞাবান বলবানদের শহর আক্রমণ করে, এবং যার উপরে তারা ভরসা রাখত, সে তাদের সেই শক্তির পতন ঘটায়।
23 যে কেউ মুখ ও জিহ্বার উপর সতর্ক দৃষ্টি রাখে, সে সঙ্কট থেকে নিজের প্রাণ রক্ষা করে।
24 যে অভিমানী ও উদ্ধৃত, তার নাম বিদ্রূপকারী; সে অতিরিক্ত দর্পের সঙ্গে ব্যবহার করে।
25 অলসের অভিলাষ তাকে মৃত্যুর দিকে চালিত করে, যেহেতু তার হাত শ্রম করতে রাজি নয়।
26 দুর্জন সারাদিন ধরে লোভে প্রবণ ; ধার্মিক মাত্রা না রেখে দান করে।
27 দুর্জনদের বলিদান জঘন্য কাজ, অসৎ অভিপ্রায়ে উৎসর্গীকৃত হলে তা আরও জঘন্য।
28 মিথ্যাসাক্ষীর বিনাশ হবে; কিন্তু যে মানুষ শুনতে জানে, সে সবসময় কথা বলবে।
29 দুর্জন আফালন করে ; কিন্তু ন্যায়বান তার নিজের পথ সম্বন্ধে চিন্তা করে।
30 প্রভুর সামনে নেই প্রজ্ঞা, নেই সুবুদ্ধি, নেই সুমন্ত্রণা।
31 যুদ্ধের দিনের জন্য অশ্ব তৈরী ; কিন্তু বিজয় প্রভুরই হাতে।