Index

প্রবচন - Chapter 7

1 সন্তান আমার, আমার কথাসকল পালন কর, আমার আজ্ঞাসকল নিজের অন্তরে গচ্ছিত রাখ।
2 আমার আজ্ঞাগুলি পালন কর, জীবন পাবে; চোখের মণির মত আমার নির্দেশবাণী রক্ষা কর;
3 তোমার আঙুলগুলিতে সেগুলো বেঁধে রাখ, তোমার হৃদয় ফলকে তা লিখে রাখ।
4 প্রজ্ঞাকে বল : তুমি আমার বোন, সদ্বিবেচনাকে তোমার সখী বল।
5 সে যেন বিজাতীয়া স্ত্রীলোক থেকে তোমাকে বাঁচায়, সেই পরজাতীয়া থেকেও, যার ভাষা মানুষকে ভোলায়।
6 আমার ঘরের জানালা থেকে আমি জাফরি দিয়ে লক্ষ করছিলাম:
7 অনভিজ্ঞদের মধ্যে আমার দৃষ্টি পড়ল, আমি যুবকদের মধ্যে বুদ্ধিহীন একজনকে দেখলাম :
8 সে বাজারের মধ্য দিয়ে —ওই বিজাতীয়ার ঘরের কাছাকাছি কোণের দিকে যাচ্ছিল, তার ঘরের পথ দিয়েই চলছিল ;
9 তখন সন্ধ্যাবেলা, দিন অবসান হয়েছিল — রাত ও অন্ধকারের আবির্ভাব।
10 তখন দেখ, এক স্ত্রীলোক তার সঙ্গে দেখা করতে এগিয়ে আসে, সে বেশ্যা-পোশাকে পরিবৃতা, তার হৃদয়ে চতুরতা উপস্থিত।
11 সে বাচাল ও গর্বিতা, তার পা ঘরে থাকে না।
12 সে কখনও রাস্তায়, কখনও খোলা জায়গায়, কোণে কোণে ওত পেতে থাকে।
13 সে তাকে ধরে চুম্বন করে, নির্লঞ্জ মুখে তাকে বলে:
14 "আমার মিলন-যজ্ঞ দেওয়ার কথা ছিল আজ আমি আমার মানত পূরণ করেছি;
15 এজন্যই তোমার সঙ্গে দেখা করতে বাইরে এসেছি, তোমার মুখ খোঁজ করতে এসেছি, আর এখন তোমাকে পেয়েছি।
16 খাটে আমি কোমল চাদর বিছিয়ে দিয়েছি, তা মিশরের সূক্ষ্ম কাপড় !
17 আমি গন্ধরস, অগুরু ও দারুচিনি দিয়ে আমার বিছানা সুগন্ধময় করেছি।
18 চল, আমরা সকাল পর্যন্ত কামরসে মত্ত হই, আমরা একসাথে প্রেম-লীলায় সুখভোগ করি।
19 কেননা স্বামী ঘরে নেই তিনি দূর যাত্রা করেছেন ;
20 টাকার থলি সঙ্গে নিয়ে গেছেন, পূর্ণিমার দিনে ঘরে ফিরবেন।'
21 কুটিল ওঠে সে তাকে মুগ্ধ করে, স্নিগ্ধ কথায় তাকে ভোলায় ;
22 আর সে মূর্খের মত তার পিছনে যায়, যেমন বলদ জবাইখানায় যায়, জালে ধরা হরিণের মতই সে তার পিছনে যায়।
23 শেষে তার দেহ তীরে বিদ্ধ হয়, যেমন পাখি ফাঁদে পড়তে দ্রুতই ছোটে, আর বোঝে না যে, আসন্নই তার প্রাণের সর্বনাশ।
24 এখন, সন্তান আমার, আমার বাণী শোন, আমার মুখের কথায় মনোযোগ দাও।
25 তোমার হৃদয় ওর পথে না যাক, তুমি ওর রাস্তায় ঘোরাফেরা করো না।
26 কেননা সে অনেককেই বিদ্ধ করে তাদের পতন ঘটিয়েছে, আর যাদের সে শেষ করে ফেলেছে, তারা সকলে ছিল বলবান !
27 তার ঘর হল পাতালের পথ, যে পথ মৃত্যুর অন্তঃপুরে নেমে যায়।