1 সন্তান আমার, যদি আমার কথাসকল গ্রহণ কর, যদি আমার আজ্ঞাসকল নিজের অন্তরে গচ্ছিত রাখ,
2 যদি প্রজ্ঞার দিকে কান দাও, যদি সুবুদ্ধির দিকে হৃদয় নত কর,
3 হ্যাঁ, যদি সম্বিবেচনা লাভের জন্য যাচনা কর, যদি সুবুদ্ধি লাভের জন্য চিৎকার কর,
4 যদি রুপোর মতই তার অন্বেষণ কর, গুপ্ত ধনের মতই তার অনুসন্ধান কর,
5 তবে প্রভুভয় বুঝতে পারবে, ঈশ্বরজ্ঞানের সন্ধান পাবে।
6 কেননা প্রভুই প্রজ্ঞা দান করেন, তাঁরই মুখ থেকে সদজ্ঞান ও সুবুদ্ধি নিঃসৃত হয়।
7 তিনি ন্যায়বানদের জন্য তাঁর রক্ষা গচ্ছিত রাখেন, যারা সততায় চলে, তিনি তাদের ঢাল।
8 কেননা যারা ন্যায়পথে চলে, তিনি তাদের রক্ষা করেন, তাঁর ভক্তদের সমস্ত পথের উপর দৃষ্টি রাখেন।
9 তবে তুমি ধর্মময়তা ও ন্যায় উপলব্ধি করবে, সততা ও সমস্ত মঙ্গলপথও উপলব্ধি করবে।
10 কেননা প্রজ্ঞা তোমার হৃদয়ে প্রবেশ করবে, সজ্ঞান পুলকিত করবে তোমার প্রাণ।
11 চিন্তাশীলতা তোমাকে রক্ষা করবে, সুবুদ্ধি তোমার উপর দৃষ্টি রাখবে
12 যেন তোমাকে উদ্ধার করে কুপথ থেকে, সেই সকল লোকের হাত থেকে, কুটিল যাদের কথা,
13 অন্ধকার রাস্তায় চলবার জন্য যারা সরল পথ ত্যাগ করে,
14 যারা অপকর্ম সাধনে আনন্দ পায়, কুটিল চক্রান্তে উল্লসিত হয়,
15 যারা বাঁকা পথের পথিক, যাদের রাস্তা ঘোরালো।
16 চিন্তাশীলতা তোমাকে রক্ষা করবে বিজাতীয় স্ত্রীলোক থেকে, সেই বিদেশিনী থেকে যার কথা মানুষের মন ভোলায়,
17 যৌবনকালের সখাকে যে ত্যাগ করেছে, তার আপন পরমেশ্বরের সন্ধি সে ভুলে গেছে ;
18 কেননা ওর বাড়ি চালিত করে মৃত্যুর দিকে, ওর পথ ছায়া-রাজ্যের দিকে।
19 যারা ওর কাছে যায়, তারা কেউই আর ফেরে না, তারা জীবন পথের নাগাল কখনও পায় না।
20 তাই তুমি ভাল মানুষের মার্গে চলবে, ধার্মিকের পথ অবলম্বন করবে,
21 কেননা ন্যায়বান মানুষই দেশে বসবাস করবে, নিখুঁত মানুষই সেখানে বসতি করবে।
22 কিন্তু দুর্জনেরা দেশ থেকে উচ্ছিন্ন হবে, বিশ্বাসঘাতককে সেখান থেকে উপড়ে ফেলা হবে।