Index

প্রবচন - Chapter 12

1 যে শাসন ভালবাসে, সে সজ্ঞান ভালবাসে; কিন্তু যে শাসন ঘৃণা করে, সে নির্বোধ।
2 সৎমানুষ প্রভুর প্রসন্নতা আকর্ষণ করে : কিন্তু যারা ষড়যন্ত্রে প্রীত, তিনি তাদের দোষী করেন।
3 অধর্ম দ্বারা মানুষ সুস্থির হয়ে থাকে না; কিন্তু ধার্মিকদের মূল বিচলিত হবে না।
4 গুণবতী বধু স্বামীর মুকুট : কিন্তু নির্লজ্জ বধূ স্বামীর হাড়ের পচন।
5 ধার্মিকদের চিন্তা সবই ন্যায়, কিন্তু দুর্জনদের সঙ্কল্প সবই ছলনা।
6 দুর্জনদের কথাবার্তা রক্তপাতের জন্য ওত পেতে থাকামাত্র ; কিন্তু ন্যায়বানদের মুখ সেইসব কিছু থেকে রেহাই পাবে।
7 দুর্জনদের পতন হলে তারা আর থাকে না কিন্তু ধার্মিকদের ঘর অটল থাকে।
8 মানুষ তার বুদ্ধির জন্য প্রশংসা পায় ; কিন্তু যার হৃদয় কুটিল, সে তাচ্ছিল্যের বস্তু।
9 যে ক্ষুদ্র হলেও তবু এক দাস রাখে, সে সেই দর্পিতের চেয়ে উৎকৃষ্ট, যার খাদ্য নেই।
10 ধার্মিক তার নিজের পশুর প্রতি যত্নশীল ; কিন্তু দুর্জনদের ভাব নিষ্ঠুর।
11 যে নিজের জমি চাষ করে, সে রুটিতে পরিতৃপ্ত হয় ; কিন্তু যে মরীচিকার পিছু পিছু দৌড়ে, সে বুদ্ধিহীন।
12 দুর্জন অমঙ্গলকর ফাঁদ বাসনা করে ; কিন্তু ধার্মিকদের মূল ফলদায়ী।
13 ওষ্ঠের অধর্মে অমঙ্গলকর ফাঁদ থাকে; কিন্তু ধার্মিক তেমন সঙ্কট থেকে রক্ষা পাবে।
14 প্রচুর মঙ্গল হল মানুষের নিজের মুখের ফল ; মানুষ তার নিজের হাতের কাজ অনুযায়ী প্রতিফল পাবে।
15 মূর্খের পথ তার চোখে সোজা-সরল ; কিন্তু প্রজ্ঞাবান পরামর্শ শোনে।
16 মূর্খের ক্ষোভ একেবারে ব্যস্ত হয়; কিন্তু সতর্ক মানুষ অপমান ঢেকে রাখে।
17 যে সত্যাকাঙ্ক্ষী, সে ধর্মময়তার কথা প্রচার করে; কিন্তু মিথ্যাসাক্ষী প্রচার করে ছলনার কথা।
18 কেউ কেউ বিচার-বিবেচনা না করে কথা বলে : সে খঙ্গের মত বিধিয়ে দেয়; কিন্তু প্রজ্ঞাবানদের জিহ্বা নিরাময় করে।
19 সত্যবাদী ওষ্ঠ চিরস্থায়ী ; কিন্তু মিথ্যাবাদী জিহ্বা ক্ষণস্থায়ী।
20 যে অপকর্ম আঁটে, তার হৃদয়ে ছলনা থাকে ; কিন্তু যারা শাস্তির পরামর্শ দেয়, তাদের সঙ্গে আনন্দই থাকে।
21 ধার্মিকের কোন ক্ষতি ঘটবে না ; কিন্তু দুর্জনেরা দুর্দশায় পূর্ণ হবে।
22 মিথ্যাবাদী ওষ্ঠ প্রভুর চোখে জঘন্য ; কিন্তু যারা বিশ্বস্ততায় চলে, তারা তাঁর প্রসন্নতার পাত্র।
23 সতর্ক মানুষ নিজের জ্ঞান গোপন রাখে; কিন্তু নির্বোধদের হৃদয় মূর্খতা প্রচার করে।
24 পরিশ্রমী হাত কর্তৃত্ব পায় ; কিন্তু অলস হাত পরাধীন দাস হয়।
25 দুশ্চিন্তা মানুষের হৃদয় ভারী করে; কিন্তু উত্তম বাণী তা উৎফুল্ল করে তোলে।
26 ধার্মিকজন নিজের বন্ধুর পথদিশারী: কিন্তু দুর্জনদের পথ পথভ্রান্তি ঘটায়।
27 অলস শিকারের মত পশু পাবে না; কিন্তু পরিশ্রমীর পক্ষে তার সম্পদ বহুমূল্যবান।
28 ধর্মময়তা মার্গে রয়েছে জীবন : বাঁকা পথ মৃত্যুতে চালনা করে।