1 কেউ ধাওয়া না করলেও নির্বোধ পালায় ; অন্যদিকে ধার্মিকেরা সিংহের মতই সাহসী।
2 দেশের অধর্মের ফলে তার অনেক শাসনকর্তা হয় ; বুদ্ধিমান ও প্রজ্ঞাবান দ্বারা শৃঙ্খলা স্থায়ী হয়।
3 যে গরিব নেতা গরিবদের অত্যাচার করে, সে এমন বৃষ্টির ঢলের মত, যার পরে খাদ্য থাকে না।
4 যারা বিধান লঙ্ঘন করে, তারা দুর্জনের প্রশংসা করে ; যারা বিধান মেনে চলে, তারা তাদের বিরুদ্ধে সংগ্রাম করে।
5 অপকর্মারা ন্যায়ের অর্থ উপলব্ধি করে না, যারা প্রভুর অন্বেষণ করে, তারা সবই উপলব্ধি করে।
6 ধনী হলেও উচ্ছৃঙ্খলতায় চলে এমন মানুষের চেয়ে সততায় চলে এমন গরিব মানুষই শ্রেয়।
7 সে-ই সদ্বিবেচক সন্তান, যে বিধান মেনে চলে ; পেটুকদের সখা পিতার উপরে অসম্মান ডেকে আনে।
8 যে সুদ ও বৃদ্ধি নিয়ে নিজের ধন বাড়ায়, সে তাদেরই জন্য জমায়, যারা দরিদ্রদের উপরে সেই ধন বর্ষণ করবে।
9 বিধান না শোনার জন্য যে অন্যদিকে কান ফেরায়, তার প্রার্থনাও জঘন্য বস্তুস্বরূপ।
10 যে ন্যায়বানদের কুপথে টেনে নিয়ে ভ্রান্ত করে, সে নিজের গর্তে পড়বে ; নির্দোষী যারা, তারা উত্তরাধিকাররূপে মঙ্গল পাবে।
11 ধনী নিজেকে প্রজ্ঞাবান মনে করে, কিন্তু যে দরিদ্র বুদ্ধিমান, সে তাকে যাচাই করবে।
12 ধার্মিকদের মহা উল্লাসে মহা গৌরব হয়, কিন্তু দুর্জনেরা ক্ষমতা পেলে সকলে লুকোয়।
13 নিজের অপরাধ যে গোপন করে, সে কিছুতেই কৃতকার্য হবে না; তা স্বীকার ক'রে যে ত্যাগও করে, সে করুণা পাবে।
14 সুখী সেই মানুষ, যে সবসময় অন্তরে ভয় রাখে ; হৃদয়কে যে কঠিন করে, অমঙ্গলেই তার পতন হবে।
15 গর্জনকারী সিংহ ও ক্ষুধার্ত ভালুক যেমন, তেমন সেই দুর্জন, যে গরিব প্রজার শাসনকর্তা।
16 বুদ্ধিহীন যে ভূপতি, সে আবার বড় অত্যাচারী ; লোভ যে ঘৃণা করে, সে দীর্ঘজীবী হবে।
17 নরঘাতক বলে যে মানুষ দুশ্চিন্তায় ভারাক্রান্ত, সে সেই গহবর পর্যন্ত পালাবে, কেউ তাকে সহায়তা করবে না।
18 যে সততায় চলে, সে রক্ষা পাবে; যে বাঁকা পথে চলে, হঠাৎ তার পতন হবে।
19 যে নিজের জমি চাষ করে, সে রুটিতে পরিতৃপ্ত হয় ; যে মরীচিকার পিছু পিছু দৌড়ে, সে দীনতায়ই পূর্ণ হবে।
20 বিশ্বস্ত মানুষ অনেক আশীর্বাদের পাত্র হবে; কিন্তু শীঘ্রই যে ধনবান হয়, সে অদণ্ডিত থাকবে না।
21 পক্ষপাত করা ভাল নয়; অথচ এক টুকরো রুটির জন্যও মানুষ পাপ করে!
22 যার চোখ লোভী, সে ধন জমাতে ব্যতিব্যস্ত ; সে ভাবে না যে, দীনতা তার উপরে ঝাঁপিয়ে পড়বে।
23 যার জিহ্বা তোষামোদে পটু, সে যত অনুগ্রহ পাবে, তার চেয়ে অপরকে যে সংশোধন করে, শেষে সে-ই বেশি অনুগ্রহ পাবে।
24 পিতামাতার ধন চুরি ক'রে যে বলে এ তো পাপ নয়, সে বিনাশকের সখা।
25 লোভী মানুষ ঝগড়া বাধায়, প্রভুতে যে ভরসা রাখে, সে সমৃদ্ধিশীল হবে।
26 নিজের হৃদয়ে যে ভরসা রাখে, সে নির্বোধ ; যে প্রজ্ঞা-পথে চলে, সে নিষ্কৃতি পাবে।
27 যে দরিদ্রকে দান করে, তার কখনও অভাব হবে না ; কিন্তু যে চোখ রুদ্ধ করে, সে প্রচুর অভিশাপ পাবে।
28 দুর্জনেরা ক্ষমতা পেলে সকলে লুকোয় ; কিন্তু তাদের বিনাশ হলে ধার্মিকেরাই ক্ষমতায় আসে।