1 ছলনার নিক্তি প্রভুর কাছে জঘন্য বস্তু, ন্যায্য বাটখারায় তিনি প্রসন্ন।
2 অহঙ্কার এলে দুর্নামও আসে ; বিনম্রতার সঙ্গে প্রজ্ঞারই আগমন।
3 ন্যায়বানদের সততা তাদের চালনা করে অবিশ্বস্তদের অসততা তাদের নষ্ট করে।
4 ক্রোধের দিনে ধন কোন উপকারে আসে না : ধর্মময়তা মৃত্যু থেকে উদ্ধার করে।
5 সৎমানুষের ধর্মময়তা তার পথ সরল করে; দুর্জনের নিজের দুষ্কর্ম তার পতন ঘটায়।
6 ন্যায়বানদের ধর্মময়তা তাদের উদ্ধার করে ; অবিশ্বস্তরা তাদের নিজেদের লালসায় ধরা পড়ে।
7 দুর্জন মরলে তার আশ্বাসও বিলুপ্ত হয়; অধর্মের প্রত্যাশাও মিলিয়ে যায়।
8 ধার্মিকজন সঙ্কট থেকে নিস্তার পায় ; তার স্থানে দুর্জন উপস্থিত হয়।
9 মুখ দ্বারা ভক্তিহীন তার প্রতিবেশীকে বিনাশ করে; কিন্তু সজ্ঞান দ্বারা ধার্মিকেরা নিস্তার পায়।
10 ধার্মিকদের মঙ্গল হলে শহর উল্লাস করে ; দুর্জনদের বিনাশ হলে আনন্দ-ফূর্তি হয়।
11 ন্যায়বানদের আশীর্বাদে শহরের উন্নতি হয়; কিন্তু দুর্জনদের বাণীতে শহর উৎপাটিত হয়।
12 প্রতিবেশীকে যে তুচ্ছ করে, সে বুদ্ধিহীন ; বুদ্ধিমান নীরব থাকে।
13 বাজে কথা বলতে বলতে যে ঘুরে বেড়ায়, সে গোপন কথা অনাবৃত করে ; আত্মায় যে বিশ্বস্ত, সে সবই গোপন রাখে।
14 রাজনীতির অভাবে জনগণের পতন হয়। সুমন্ত্রণাদাতা অনেক হলেই সফলতা হয়।
15 অপরের জন্য যে জামিন হয়, তার ক্লেশ সুনিশ্চিত ; জামিনের কাজ যে ঘৃণা করে, সে নিরাপদ।
16 অনুগ্রহ-প্রিয়া স্ত্রীলোক জমায় গৌরব ; দুর্দাস্তেরা জমায় ধন।
17 সহৃদয় মানুষ তার নিজের প্রাণেরই উপকার করে: নির্দয় তার নিজের মাংসের কাঁটা।
18 দুর্জন অসার মজুরি উপার্জন করে; যে কেউ ধর্মময়তা-বীজ বোনে, সে বাস্তব মজুরি পায়।
19 যে কেউ ধর্মময়তায় অটল, সে জীবন পায় যে কেউ অধর্মের পিছনে দৌড়ে, সে নিজের মৃত্যু ঘটায়।
20 বাঁকা হৃদয়ের মানুষেরা প্রস্তুর চোখে জঘন্য ; কিন্তু যাদের আচরণ সৎ, তারা তাঁর প্রসন্নতার পাত্র।
21 এতে নিশ্চিত হও যে, অপকর্মা অদণ্ডিত থাকবে না ; কিন্তু ধার্মিকদের বংশ নিষ্কৃতি পাবে।
22 যেমন শূকরের নাকে সোনার নথ, তেমনি সেই সুন্দরী নারী যার সুবুদ্ধি নেই।
23 যা উত্তম, তা-ই ধার্মিকদের একমাত্র অভিলাষ; ক্রোধ, কেবল তা-ই দুর্জনেরা প্রত্যাশা করতে পারে।
24 কেউ কেউ অর্থ ছড়ায় অথচ আরও সমৃদ্ধ হয়; কেউ কেউ অতিমাত্রায় কৃপণ অথচ অভাবে পড়ে।
25 মঙ্গলকারী মানুষ সমৃদ্ধি পাবে : যে পরের তৃষ্ণা মেটায়, তার তৃষ্ণাও মেটানো হবে।
26 যে শস্য আটকে রাখে, লোকে তাকে অভিশাপ দেয় কিন্তু যে শস্য বিক্রি করে, তার মাথার উপরে আশীর্বাদ বিরাজ করে।
27 মঙ্গল সাধনে যে তৎপর, সে ঐশপ্রসন্নতাও অন্বেষণ করে; কিন্তু অমঙ্গল যে খুঁজে বেড়ায়, অমঙ্গলই হবে তার দশা।
28 নিজের ধনে যে নির্ভর করে, তার পতন হবে ; কিন্তু ধার্মিকেরা পল্লবের মত প্রস্ফুটিত হবে।
29 যে নিজের পরিবারের কাঁটা, বাতাসই হবে তার উত্তরাধিকার ; আর মূর্খ প্রজ্ঞাবানের দাস হবে।
30 ধার্মিকদের ফল জীবনবৃক্ষ ; প্রজ্ঞাবান পরের প্রাণ জয় করে।
31 দেখ, ধার্মিকজন পৃথিবীতে তার প্রাপ্য পায়, তাই দুর্জন ও পাপী আরও কতই না পাবে।